বিষাক্তপাতা

বিষাক্তপাতা Assalamualaikum guys, welcome to my page।
(1)

একটা সম্পর্কের শুরুর আগমুহূর্ত কি অসাধারণ হয় তাইনা? কত মনযোগ নিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ। তারচেয়েও বেশি সুন্...
11/04/2025

একটা সম্পর্কের শুরুর আগমুহূর্ত কি অসাধারণ হয় তাইনা? কত মনযোগ নিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ। তারচেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্ত গুলো। মনে হয় এই একটা মানুষ, যাকে আমার সবটুকু বলে দিতে মন চায়।

শুরুর দিক গুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতির জন্ম হয়। দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ। রাগ করে দুচারদিন কথা না বলে থাকা। তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পরের মুহূর্ত টা। কি অদ্ভুত রকম সুন্দর লাগে সবকিছু। অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে।

তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে, হঠাৎ কিভাবে যেনো সব কিছু এলোমেলো হয়ে যায়। কোনো একজনের কথা ফুরিয়ে যায়। ধীরেধীরে কথা কম অজুহাত বাড়তে থাকে। তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব। আচমকা যেনো হঠাৎ করেই শুরুর দিন গুলো হারিয়ে যায়।

একদিন সব স্বাভাবিক হয়ে যাবে এই ভেবে কেউ একজন অপেক্ষা করে যায়। অন্যদিকে অন্যজন কিভাবে দূরত্ব তৈরী করে সম্পর্কের সমাপ্তি ঘটানো যায় সেই অপেক্ষায় থাকে। আর এই শেষ সময়ে কোনো একজনের জীবন পুরোপুরি বিষাদময় হয়ে যায়।

মানুষ গুলো কি অদ্ভুত। কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ, তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায়। একটা সময়ের পর দূরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। কি ভয়ংকর ব্যাপার। সত্যিই এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ংকর কিছু নেই।

11/04/2025

জান্নাত এতো সহজ না একজন ফিলিস্তিনি শিশু যদি বলে আল্লাহ্ আমার মৃত্যুর সময় তারা চুপ ছিল তাইলে সব শেষ!😥💔

10/04/2025

বুকের মাঝে তোর নাম লিখেছি!😩💚

মুসলিমদের এই হাদিসটা মনে রাখতে হবে*. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছিলেন,يُوشِكُ الأممُ أن تَداعَى عليكم...
08/04/2025

মুসলিমদের এই হাদিসটা মনে রাখতে হবে*. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছিলেন,
يُوشِكُ الأممُ أن تَداعَى عليكم، كما تَداعَى الأكَلةُ إلى قصْعتِها، فقال قائلٌ : ومن قِلَّةٍ نحن يومئذٍ ؟ قال : بل أنتم يومئذٍ كثيرٌ، ولكنَّكم غُثاءٌ كغُثاءُ السَّيلِ ، ولينزِعَنَّ اللهُ من صدورِ عدوِّكم المهابةَ منكم، وليقذِفَنَّ اللهُ في قلوبِكم الوهْنَ، فقال قائلٌ : يا رسولَ اللهِ وما الوهْنُ ؟ قال حبُّ الدُّنيا وكراهيةُ الموتِ
একসময় সমস্ত বিজাতিয় শক্তি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ হবে, যেমনটা ভোজনকারীরা খাবারের চারপাশে একত্রিত হয়। (চারদিক থেকে খেতে শুরু করে)।
একজন বলল, ’আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রসূল?’ তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।
আল্লাহ তোমাদের শত্রুদের বক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে (ওয়াহান) দুর্বলতা সঞ্চার করবেন।
একজন বলল, ’হে আল্লাহর রসূল! দুর্বলতা কী?’
তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া।
(সাওবান রা। আবু দাউদ: ৪২৯৯) (c)
👇👇🫵🫵

06/04/2025

পৃথিবী থেকে পুরা একটা সহড় শেষ হয়ে যাচ্ছে। আর বাংঙালি পরে আছে চাঁদ মামা আর বরবাদ নিয়ে!😅💔

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।এ...
06/04/2025

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।
অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।

একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে।
আমরা বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবী কানে দেয়নি।
"আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন।
বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত..."
— গা.জা থেকে ফেসবুকে সালেহ আল জাফরীর শেষ চিঠি।😭😭

😥💔
06/04/2025

😥💔

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤
06/04/2025

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤

05/04/2025

Main hoon saath tere😍😍

01/04/2025

🤣🤣

31/03/2025

Eid mobarak🌙☺

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিষাক্তপাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share