
11/04/2025
একটা সম্পর্কের শুরুর আগমুহূর্ত কি অসাধারণ হয় তাইনা? কত মনযোগ নিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ। তারচেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্ত গুলো। মনে হয় এই একটা মানুষ, যাকে আমার সবটুকু বলে দিতে মন চায়।
শুরুর দিক গুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতির জন্ম হয়। দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ। রাগ করে দুচারদিন কথা না বলে থাকা। তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পরের মুহূর্ত টা। কি অদ্ভুত রকম সুন্দর লাগে সবকিছু। অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে।
তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে, হঠাৎ কিভাবে যেনো সব কিছু এলোমেলো হয়ে যায়। কোনো একজনের কথা ফুরিয়ে যায়। ধীরেধীরে কথা কম অজুহাত বাড়তে থাকে। তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব। আচমকা যেনো হঠাৎ করেই শুরুর দিন গুলো হারিয়ে যায়।
একদিন সব স্বাভাবিক হয়ে যাবে এই ভেবে কেউ একজন অপেক্ষা করে যায়। অন্যদিকে অন্যজন কিভাবে দূরত্ব তৈরী করে সম্পর্কের সমাপ্তি ঘটানো যায় সেই অপেক্ষায় থাকে। আর এই শেষ সময়ে কোনো একজনের জীবন পুরোপুরি বিষাদময় হয়ে যায়।
মানুষ গুলো কি অদ্ভুত। কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ, তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায়। একটা সময়ের পর দূরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। কি ভয়ংকর ব্যাপার। সত্যিই এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ংকর কিছু নেই।