Keya Ghosh

Keya Ghosh hello everyone! welcome to my page
(4)

25/06/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

“কিছু মানুষ তোমাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে তুমি তার কোনো ক্ষতি করেছ। তবু, তুমি তার কাছে স্রেফ অপছন্দের মানুষ। ...
22/06/2025

“কিছু মানুষ তোমাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে তুমি তার কোনো ক্ষতি করেছ। তবু, তুমি তার কাছে স্রেফ অপছন্দের মানুষ। তোমার হাঁটা-চলা, কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না। কেউ হয়তো তোমাকে অপছন্দ করে, কারণ তুমি তার চেয়ে ভালো কাজ জানো। তুমি জনপ্রিয়, তোমাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে। তোমার চুল তাঁর চেয়ে সামান্য বড় বা ছোট, তোমার গায়ের রঙ তাঁর চেয়ে খানিকটা উজ্জ্বল বা অনুজ্জ্বল। কেবল কারও কোনো ক্ষতি করলেই তুমি তাঁর অপছন্দের পাত্র হবে, তা নয়। অপছন্দ ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে।”
—মার্টিন লুথার কিং

মানুষের মগজটা যে খুব বেশিদিন স্ট্রেস নিতে পারে না, তা আমি বহু আগেই টের পেয়েছি। একটু পড়াশোনা, কাজ, দায়িত্ব, কিছু সম্পর্...
13/06/2025

মানুষের মগজটা যে খুব বেশিদিন স্ট্রেস নিতে পারে না, তা আমি বহু আগেই টের পেয়েছি। একটু পড়াশোনা, কাজ, দায়িত্ব, কিছু সম্পর্ক, আর খানিকটা গুজবের ভার নিয়েই সে হাঁপিয়ে ওঠে। তখন সে ঘরের কোণে বসে খোঁজে শান্তি। ঠিক শান্তিও না, বরং একটা কৌতূহলহীন স্থিরতা।

আর একটা পর্যায়ের পর জীবনের প্রতি লোভও কমে যায়। তখন মানুষ চায় শুধু শরীরটা সুস্থ থাকুক, মনটা থাকুক উৎফুল্ল। সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে যেন ভয় না লাগে। অনিশ্চয়তা যেন জেঁকে না ধরে। এমনকি চারপাশে যুদ্ধ, অন্যায়, মৃত্যু, অবিচার, লোভ, সংকীর্ণতার মাঝে সে শুধু চায় নিজের মাথা ব্যথাটা যেন আর তীব্র হয়ে না ওঠে।

সে মনে করে, শেষ পর্যন্ত তারাই স্বাভাবিক যারা পৃথিবীর তাবৎ চিন্তা উপেক্ষা করে ঘড়ি ধরে ঘুমাতে যেতে পারে। এই ক্লান্তি আর নিশ্চিন্ত হওয়া ঘুম যত সময় গড়ায়, ততই মূল্যবান। এইসব কারণেই, প্রতিদিনকার হাজারো সংবাদে নিজের ভেতরে বাদে অন্য কোথাও কোনো প্রতিক্রিয়া দেখাতে আগ্রহ জাগে না। হাতের তুড়িতে ক্ষণে ক্ষণে বিভক্ত হওয়া প্ল্যাটফর্মগুলোতে তো আরও না।

তবে তারপরেও এমন কিছু খবর সামনে চলে আসে, যেগুলো আততায়ীর মতো পেছন পেছন ধাওয়া করে। যেমন, আজকের এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার খবরটা। প্রায় দুই শতাধিকের বেশি যাত্রী মারা গেছে। হোমপেইজে ক্ষণে ক্ষণে ভেসে বেড়াচ্ছে এক চিকিৎসক দম্পতির তিন সন্তানসহ পারিবারিক ছবি। যারা সবাই এখন মৃত। এই মুহূর্ত্বে হাস্যোজ্জ্বল ছবিটার মতো গাঢ় বেদনার আর কিছু নেই...

এ ধরনের খবর আমাকে অবধারিতভাবে প্রচণ্ড অস্থির করে তোলে। গুমোট লাগে সবকিছু। হঠাৎ করেই মনে পড়ে যায় মিলান কুন্ডেরার বইয়ের একটা লাইন,

"You're like death, you take everything..."

মৃত্যুর চেয়ে বড় দখলদার পৃথিবীতে আর কেউ নেই। কিছু নেই। কারও প্রেম, কারও সন্তানের মুখ, বৃদ্ধ বাবা-মা, কারও মাঝরাতে ফিরে আসা—সবই মৃত্যু নামের এই শব্দের দখলে যায় এক নিমিষে। এরপর আর ফিরে আসে না। মৃত্যু কোনো যুক্তি মানে না। শুধু নিঃশব্দে এসে দাঁড়ায়, তখন মনে হয় মৃত্যু এক উজ্জ্বল মাছ। একবার উড়ে দৃশ্যত হয়ে, যে পুনরায় ফিরে গেছে কোনো স্বচ্ছ জলে। কিন্তু যা কিছু সাথে নিয়ে গেছে, তা আর কোনোদিন ফিরে আসেনি এই ভীত, বিপন্ন, অস্থির জনপদে।

নারী ততক্ষণ ই আপনার যতক্ষণ সে রাগ করে। অভিমান করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, অধিকার খাটায় বিরক্ত করে।,ভালবাসে,আদর যত...
01/06/2025

নারী ততক্ষণ ই আপনার যতক্ষণ সে রাগ করে। অভিমান করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, অধিকার খাটায় বিরক্ত করে।,ভালবাসে,আদর যত্ন করে, খেয়াল রাখে,।

কিন্তু যখন ই একবার আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন।
ইগনোর করবেন,ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন,
তখন যদি একবার নিজেকে গুটিয়ে নেয়, আপনার সব কিছু থেকে সরিয়ে নেয়,একবার যদি মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস করেন তখন হাজার বার চাইলেও আর আগের সেই মানুষটি কে পাবেন না।

হাজার কান্না করেও ধরে রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না,
ওই যে কথায় বলেনা যে নারী খোঁপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারে।

তাই বুঝতে শিখুন,জানতে শিখুন, সম্মান করতে শিখুন,আগলে রাখতে শিখুন।
কোনটা অভিমান,কোনটা অভিযোগ,কোনটা রাগ,কোনটা ভালোবাসা,কোনটা মুড সুয়িং।

শুধু ছেড়ে গেছে,চলে গেছে,মন ভরে গেছে, এই অপবাদ না দিয়ে চলে যাওয়ার কারণ খুঁজুন,,মেয়ে জাতি বড় অভিমানী।

আর নারী জাতি বড় সম্মানের জিনিস,কারণ সে আপনার মা, আপনার বোন, আপনার বান্ধবী, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী, আপনার সন্তানের মা।

যেরকমভাবে প্রতিবছর পর্দায় অভিনীত,অভিনেতা এবং অভিনেত্রীদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হয়,,এমনভাবে যদি বাস্তব জীবনে অভিনীত...
27/05/2025

যেরকমভাবে প্রতিবছর পর্দায় অভিনীত,অভিনেতা এবং অভিনেত্রীদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হয়,,

এমনভাবে যদি বাস্তব জীবনে অভিনীত , অভিনেতা আর অভিনেত্রীদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হতো,,

তাহলে বাস্তব জীবনের অনেক অভিনেতা এবং অভিনেত্রী জনপ্রিয়তা লাভ করতো,,

সবাই জানতে পারতো শুধু টিভিতে নয়, বাস্তব জীবনেও অনেক অভিনেতা এবং অভিনেত্রী আছেন,যারা প্রতিনিয়ত পর্দার বাহিরে নিখুঁতভাবে অভিনয় করে যাচ্ছেন,,

তাঁদেরকে জাতীয় পুরস্কারে ভূষিত করে পাবলিস করা হলে ভালোই হতো,, তাতে সমাজের চোখে তাদের পর্দার আড়ালে থেকে নিখুঁতভাবে অভিনয় করার ট্যালেন্টটা ধরা পরতো,,

যাতে সবাই মুখোশধারী অভিনেতা ও অভিনেত্রীদের চিনতে পারে এবং তাদের ভয়ংকর অভিনয়ের ফাঁদ থেকে বেঁচে থাকতে পারে...?

আমার একচিলতে আকাশ যখন তোমার প্রচন্ড মন খারাপ হবে, তখন তুমি আকাশ দেখো।খুব বেশি যখন একাকীত্বে ভুগবে, তখন তুমি আকাশ দেখো।সে...
25/05/2025

আমার একচিলতে আকাশ
যখন তোমার প্রচন্ড মন খারাপ হবে, তখন তুমি আকাশ দেখো।
খুব বেশি যখন একাকীত্বে ভুগবে, তখন তুমি আকাশ দেখো।
সে হোক দিনের আকাশ অথবা রাতের আকাশ।
মনের অন্তস্থলে যত না বলা কথা থাকে,
নিরিবিলি আকাশের পানে চেয়ে সবটা উগলে দাও। নয়তো আকাশের দিকে মুখ করে চোখ বুঝে থাকো কয়েক মিনিট।

একজন ষ্ট্রং ওমেন হলো  হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধ...
24/05/2025

একজন ষ্ট্রং ওমেন হলো হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধীরে ধীরে ব্লাক কফির মতনই প্রসেস করে ।কফির বিন রোদে শুকিয়ে যেমন ওভেনে পোড়ে অনেক গুলো প্রসেসে তার স্বাদ নির্ভর করে তৈরী হয়। তেমন একজন ষ্ট্রং ওমেনের ও জীবনের পিছনের গল্পে , লুকানো থাকে একটা অবুজ বালিকা , যেখানে সবার থেকে বিমুখ ও জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা লুকানো থাকে ।

আর সে যখন কফির মতন তিক্ত স্বাদে পরিনত হয় , তখন তাকে গ্রহন করার ক্ষমতা কোন সাধারন পুরুষের থাকে না। কারন এই দুনিয়ার পুরুষ জাত সস্তা স্বাদের ওয়াইনের মতন ইন্টারটেইন করা মেয়েদের পছন্দ করে। চিনি মুক্ত ব্ল‍্যাক দামী কফির অভ‍্যাস কম পুরুষ মানুষেরই আছে।

তাই ষ্ট্রং ওমেনকে হ‍্যান্ডেল করা সহজ না। সাধারন পুরুষ মানুষ যেটাকে তার এ‍্যাটিটিউড ভাবে । একজন ষ্ট্রং মেন্টালিটির পুরুষ একজন ষ্ট্রং ওমেনের অভ‍্যাস ভেবে আগলে নেয়। তাই একজন রিয়েল পুরুষ জানে , ষ্ট্রং ওমেন গুলো সম্পূর্ন আলাদা তার মুড , তার প‍্যাশন , তার কাজ ও তার বাক স্বাধীনতা অন‍্য পাঁচটা নারীর চেয়ে আলাদা।
তাকে ভালোবাসতে হলে তাকে গ্রহন করার ক্ষমতা থাকতে হবে। অন‍্য সাধারন পুরুষ তাকে প্রতিযোগী মনে করে ।আর একজন ষ্ট্রং পুরুষ জানে এই টাইপ নারী গুলোকে নিয়ে যেমন যুদ্ধে যাওয়া যায় , আবার প্রয়োজনে সে ঘরে সাধারন মহিলার মতন গৃহিনী হয়ে যায় । তার লয়‍্যালিটি ও তার যোগ্যতা তাকে অন‍্য পাঁচটা চীপ মেন্টালিটির মেয়েদের থেকে অনেক বেশি আলাদা করে থাকে।

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
21/05/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

আপনার যদি স্বাস্থ্য ভালো হয় মানুষ ভাববে আপনি অনেক বেশি খান ,আবার আপনি যদি  ডায়েট করেন মানুষ ভাববে আপনি অসুস্থ। আপনি যদ...
21/05/2025

আপনার যদি স্বাস্থ্য ভালো হয় মানুষ ভাববে আপনি অনেক বেশি খান ,আবার আপনি যদি ডায়েট করেন মানুষ ভাববে আপনি অসুস্থ। আপনি যদি পোশাক আসাক ভালো পরেন মানুষ ভাববে আপনি সোঅফ করছেন, আবার খারাপ পোশাক আশাক পড়লে বলবে আপনি গরীব পাত্তাই দিতে চাইবে না।
আপনি যদি সিরিয়াস হোন মানুষ আপনাকে ভাববে ভীষণ বোরিং, আবার এই আপনিই যদি হাসিখুশি হোন মন খুলে কথা বলেন মানুষ আপনাকে ইম্যাচুয়ের দাম দিতে চাইবে না। আপনি যদি মানুষের বিপদের সাথে সাথে চলে যান তাহলে আপনাকে টেকেন ফর গ্রান্ডেড করবে।যদি মি টাইম কাটাতে চান নিজেকে সময় দিতে চান তখন মানুষ আপনাকে বলবে আনসোসাল। আগে বিয়ে করলে বলবে ইঁচড়ে পাকা, দেরিতে বিয়ে করলে বলবে বুড়ি হয়ে গেছেন। সন্তান না হলে বলবে সন্তান নিচ্ছনা কেন? সন্তান হলে বলবে আরেকটা কবে নিবা!!
তো আপনি যেই হোন যাই হোন না কেন মানুষ অপিনিয়ন থাকবে। তাই পাছে লোকে কি বললো এই ভেবে নিজের ক্ষতি করবেন না । অন্যের ক্ষতি না করে নিজে কিভাবে সুখী থাকা যায়, ভালো থাকা যায় সেই দিকে দৃষ্টি দেন।কারন মানুষের অপিনিয়ন থাকবেই। আপনি কখনো সবার কাছে ভালো হতে পারবেন না।

🎉 Facebook recognized me for creating engaging content that sparks an interest among my fans!
19/05/2025

🎉 Facebook recognized me for creating engaging content that sparks an interest among my fans!

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Keya Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Keya Ghosh:

Share