Story Of Rajshahi

Story Of Rajshahi Green City Clean City

যে কোন ধরনের প্রোমোশনের জন্য ইনবক্সে মেসেজ দিন।

26/09/2025
25/09/2025

একাত্তরেরও হারাইছি,
আজকেও হারাবো 💪

কিন্তু সুন্দরী গুলারে কিভাবে জিতা যায় 🤔

25/09/2025

🍀 উপলব্ধি 🍀
যখন মানুষ বুঝে যায়,
নিজের দুঃখ, কষ্ট, বেদনার দায় কেবল তাঁর নিজেই।

তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে।
সে জেনে যায়:-
এই পৃথিবীতে সবাই যার-যার তাঁর-তাঁর,
কারো জন্য কেউ নয়।

সম্ভাবনা না থাকলে— ইতি টানা ভালো। সময়মতো না থামলে— ক্ষয়ের পরিমাণ কেবল বাড়ে।

উপন্যাসের শেষ লাইন
২৩-০৯-২০২৫ ( হাসান)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা ব্যবস্থাকে যারা শুধুই ভর্তির কোটা মনে করেন, তারা বোকার স্বর্গে আছেন। এটা শুধু কোটা না, পুরা...
25/09/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা ব্যবস্থাকে যারা শুধুই ভর্তির কোটা মনে করেন, তারা বোকার স্বর্গে আছেন। এটা শুধু কোটা না, পুরা জীবনের সেটেলমেন্ট। কোটা দিয়ে ঢুকবে, তারপর তাকে ১-৭ নং র‍্যাংকিংয়ে এনে দেওয়ার দায়িত্ব তার কাকুদের। বাকিটা ভাইভাতে। মানে হচ্ছে, টিচারের ছেলে টিচার এভাবেই হয়। নাম বলব না, এমন বিভাগ আছে যার মধ্যে ৯০% টিচারই কেউ কারো আত্মীয়। মানে পারিবারিক ডিপার্টমেন্ট। আবার এমন ডিলও হয়েছে, এক টিচারের মেয়েকে বিয়ে করছে টিচার হবার লোভে। বিয়ের পরে ভাইভা দিয়ে টিচিং প্রফেসনে ঢুকছে। এই টিচাররা গাছ লিজ দেয় আর ফল পাড়ার টাইমে ক্যাম্পাস ছুটি ঘোষণা করে।

এখানকার টিচাররা আজকে যারা হাতাহাতিতে জড়াইছে, তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ সিকিউর করতে আসছে। নাইলে কি এমন মধু আছে কোটার পিছনে?

- Rifat Elahi

আজকে ভাইভা শুরুর আগে, সেমিনার রুমে গিয়ে মেয়েদের'কে বলা হয়েছে– কেউ যেন নিকাব পড়ে ভাইভা রুমে না ঠুকে। সবার মুখ খুলে ঢুকতে ...
23/09/2025

আজকে ভাইভা শুরুর আগে, সেমিনার রুমে গিয়ে মেয়েদের'কে বলা হয়েছে– কেউ যেন নিকাব পড়ে ভাইভা রুমে না ঠুকে। সবার মুখ খুলে ঢুকতে হবে।

ভাইভা শুরু পর কয়েকজন বোন নিকাব পড়ে ঢুকলে, তাদেরকে নিকাব খুলতে বাধ্য করেছে। এর মধ্যে একজন বোন নিকাব খুলতে অস্বীকৃতি জানালে, তাকে 'জিরো মার্কস' দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এখানে ইন্টারেস্টিং বিষয় হলো– যিনি নিকাব খুলতে বাধ্য করেছে, উনি আমাদের ক্যাম্পাসের কোনো টিচার না। উনি ভাইভার এক্সটার্নাল হিসেবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।

টিচারের নাম: নুরুল কাউয়ুম, রাবি। (তার আইডি লিঙ্ক কমেন্টে দিচ্ছি...)

উল্লেখ্য: বহিরাগত একজন টিচার যখন নিকাব খুলতে বাধ্য করতেছিল, তখন ক্যাম্পাসের শিক্ষকরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু কেউ এটার প্রতিবাদ করেনি। এবং জিরো মার্কস দেওয়ার ভয় দেখিয়েছেন মূলত ডিপ্টের টিচার, নাম: ইউসুফ।

[উল্লেখ্য: ভাইভা রুমে কোনো নারী শিক্ষক রাখা হয়নি, সবাই পুরুষ শিক্ষক।]

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

🍀অসময়ে আগমণ🍀প্রকৃতি আমাদের শিখিয়ে দিয়ে গেছে,  আকাশের গায়ে লেগে থাকা মেঘ সরে যাবে তাঁর নিজের সময়ে। প্রকৃতি শিখিয়ে দিয়েছে,...
22/09/2025

🍀অসময়ে আগমণ🍀

প্রকৃতি আমাদের শিখিয়ে দিয়ে গেছে, আকাশের গায়ে লেগে থাকা মেঘ সরে যাবে তাঁর নিজের সময়ে।

প্রকৃতি শিখিয়ে দিয়েছে, যা কিছু খুব আপন তাঁর অনিশ্চয়তা সবচেয়ে বেশি।

যে সম্পর্ক গুলোর জন্য অদৃশ্যের কাছে আমরা সব থেকে বেশি প্রার্থনা করি, স্বভাবতই সে সম্পর্ক গুলোই ভেঙ্গে যায়।

সুখের প্রিয়াসী মন ফের স্বপ্ন দেখে ভালো থাকার, কারণ প্রকৃতির নিয়মেই তো রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফোটে.... 🌅🌅

সত্যি বলতে আমরা পরিবর্তন হয়ে যাই, শূণ্যস্থান ঠিক নিজের মতো পূর্ণ হয়ে যাই... ঐ-যে প্রকৃতির নিয়মেই 😊😊

উপলব্ধির শেষ প্রান্ত
২২-০৯-২০২৫

আপনার লেখা বা বাস্তব গল্প পাঠাতে ইনবক্সে মেসেজ দিন।

"আমাকে কেনো ভালোবাসলে না?"আমি তো তোমার কথায় গলেছি,তোমার নীরবতায় হারিয়েছি...তবু তুমি শিখলে না,ভালোবাসা মানে শুধু হাসি ...
22/09/2025

"আমাকে কেনো ভালোবাসলে না?"
আমি তো তোমার কথায় গলেছি,
তোমার নীরবতায় হারিয়েছি...
তবু তুমি শিখলে না,
ভালোবাসা মানে শুধু হাসি নয়,
কখনো কখনো চোখের জলও হয়।

আমি তো ছিলাম তোমার অপেক্ষায়,
প্রতিটি ক্ষণে… প্রতিটি রাতে…
তবু তুমি কেনো এলেই না?
কেনো আমার হাতটা ধরলে না?
জানো,
ভালোবাসা চাইনি কখনো জোর করে—
শুধু চেয়েছিলাম তুমি একবার বলো,
"তুই থাক, তোর মতো করেই…"🩶🌻

Family photo 🫶🥀তোমাদের আছে এমন ফটো ☺️   ゚
22/09/2025

Family photo 🫶🥀

তোমাদের আছে এমন ফটো ☺️

Nothing has changed!•Infront of Administration Building-1 20 September 2025•Infront of VC's Residence25 August 2024©️Gra...
22/09/2025

Nothing has changed!

•Infront of Administration Building-1
20 September 2025

•Infront of VC's Residence
25 August 2024

©️Graffiti korbo

জাপানের আইকি স্কাই এক্সপো ভেন্যুতে ৮ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোর ৯০ টি শিক্ষার্থ...
22/09/2025

জাপানের আইকি স্কাই এক্সপো ভেন্যুতে ৮ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোর ৯০ টি শিক্ষার্থী দল অংশ নেয়। এতে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্ভাবনী দল টিম ক্র‍্যাক প্লাটুন অংশগ্রহণ করে।

চলো এভাবে বৃষ্টির দিনে হাঁটি পাশাপাশি 💖
21/09/2025

চলো এভাবে বৃষ্টির দিনে হাঁটি পাশাপাশি 💖

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story Of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category