Story Of Rajshahi

Story Of Rajshahi Green City Clean City

যে কোন ধরনের প্রোমোশনের জন্য ইনবক্সে মেসেজ দিন।

রাজশাহীর কোন জায়গাটা সবচেয়ে স্মৃতিময়?
29/10/2025

রাজশাহীর কোন জায়গাটা সবচেয়ে স্মৃতিময়?

29/10/2025

অতিরিক্ত সব কিছুই খারাপ.....

©️Emon

28/10/2025
ইউনিভার্সিটিতে পড়াকালীন মধ্যবিত্ত পরিবারের সব ছেলেমেয়েরাই মোটামুটি টিউশনি করে হাতখরচ চালায়, এটা স্বাভাবিক। আমরা বন্ধুরা ...
20/10/2025

ইউনিভার্সিটিতে পড়াকালীন মধ্যবিত্ত পরিবারের সব ছেলেমেয়েরাই মোটামুটি টিউশনি করে হাতখরচ চালায়, এটা স্বাভাবিক। আমরা বন্ধুরা অনেকেই বাচ্চাদের পড়াতাম, আমাদের এক বন্ধু দেখতে ছোট খাট তাই অনেকদিন থেকে খুঁজেও স্টুডেন্ট পাচ্ছিলো না, ফাইনালি ক্লাস এইট না যেনো নাইনের একটা স্টুডেন্ট পেলো।
আমাদের সে বন্ধু ভিষণ আনন্দের সাথে আমাদের জানিয়েছিলো ব্যাপারটা কিন্তু মাস দুয়েক পর তাকে টিউশনিটা ছেড়ে দিতে দেখে অবাক হয়েছিলাম তারপর একদিন জানালো তার স্টুডেন্ট একটা মেয়ে। বারিধারায় এক ফ্ল্যাটে মা আর মেয়ে থাকে, মেয়ের বাবাকে দুমাসে একবারও দেখেনি কারন উনি ব্যস্ত থাকেন। আমাদের বন্ধু সপ্তাহে ৩ দিন পড়াতে যেতো সময় ২ঘন্টা দেয়ার কথা থাকলেও ৩ ঘন্টা পেরিয়ে যেতো আর এই সময়টুকু মেয়ের মা টিচারের সাথে মেয়েকে বাসায় একা রেখে তার অন্যান্য কাজকর্ম করতে বাইরে চলে যেতো কারন অন্য সময় মেয়েকে বাসায় একা রেখে যেতে চান না।
কিন্তু মেয়েটার মা চলে যেতেই মেয়েটা নানানরকম আহ্লাদী শুরু করে, না পড়ার বাহানা করে, তার পিছনে কত কত ছেলে লাইন দিয়ে আছে এসব গল্প করতে শুরু করে এরপর একদিন এক ছেলের সাথে কথা বলিয়ে দেয়, সে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে কিন্তু মেয়েটা বাসেনা তাই ছেলেটাকে বুঝিয়ে বলতে বলে তারপর একদিন সেই ছেলে কল দিয়ে হুমকি ধামকি দিতে থাকে এবং তখন আমাদের বন্ধু জানতে পারে যে মেয়েটা ওই ছেলেকে বলেছে টিচার তাকে ভালোবাসে এবং মেয়েটা নাকি ডিসিশন নিতে পারছে না দুইজনের মাঝে কাকে ভালোবাসবে। অথচ এর কিছুই বেচারা টিচার জানতো না কিন্তু ভেবেচিন্তে সেদিনই সে টিউশনি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো এবং নিসন্দেহে ভালো সিদ্ধান্ত ছিলো সেটা।
এখন কথা হলো ক্লাস ৯/১০ বা কলেজের মেয়েগুলোকে কেনো ইউনিভার্সিটির ইয়াং ছেলে টিচার দিয়েই বাসায় নিরিবিলি পরিবেশে পড়াইতে হবে???
এই যে মেয়েটার আবেগের কারনে একটা জীবন চলে গেলো, আরেকটা জীবন জেলে পঁচবে অন্যদিকে মেয়েটা ঠিকই কিছুদিন পর নিজের জীবন গুছিয়ে নিবে।
মাঝে যে বেচারা মরলো সে হয়তো নিজেও জানে না সে কেন মরলো।

Collect

রাজশাহীর পদ্মায় কুমিরের মুখোমুখি! তাও আবার যেনতেনো কুমির নয়। একেবারে মিঠা পানির কুমির। বিশ্বব্যাপী বিপন্ন এবং বাংলাদেশ...
20/10/2025

রাজশাহীর পদ্মায় কুমিরের মুখোমুখি!
তাও আবার যেনতেনো কুমির নয়। একেবারে মিঠা পানির কুমির। বিশ্বব্যাপী বিপন্ন এবং বাংলাদেশে বিলুপ্ত ঘোষিত এই কুমিরের দেখা যে প্রকৃতিতে কখনো পাব তার আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু শেষমেশ দেখা পেয়ে গেলাম একেবারে আমার প্রাণের শহর রাজশাহীর পদ্মায়। কুমিরটার আরো কিছু বিশেষত্ব আছে। যেমন এদের চোয়াল টা অন্যান্য কুমিদের থেকে চওড়া, অনেকটা এলিগেটরের মত। আবার এর নিচের চোয়ালের সামনের দিকের দুটি দাঁত এতটাই লম্বা যে তা ওপরের চোয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসে। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকুক এই প্রাণীটা আমাদের প্রকৃতিতে ভালো থাকুক আমাদের পৃথিবী।

Md Kayes

20/10/2025

🥹

প্রবাসীর লা-শ..একজন কে বলছিলাম..ভাই লা-শগুলো  পু-ড়ে যাবে..উনি বললেন..হুর মিয়া লা-শ নিয়ে পইড়া আছেন..জীবিত মানুষ বাচঁতেছে ...
19/10/2025

প্রবাসীর লা-শ..একজন কে বলছিলাম..ভাই লা-শগুলো পু-ড়ে যাবে..উনি বললেন..হুর মিয়া লা-শ নিয়ে পইড়া আছেন..জীবিত মানুষ বাচঁতেছে না..কিন্তু বিশ্বাস করেন..হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নি-থ-র দেহ আমাকে অস্থির করে তুলছিল..বাক্সবন্দি যে লা-শে-র অপেক্ষায় তার এ-তি-ম বাচ্চা..বি-ধ-বা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লা-শ তারা শে-ষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না..
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না..এর চেয়ে বি-ষা-দে-র বে-দ-না আর কি হতে পারে..
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁতকে উঠি..চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি..তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার..হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার র-ক্তা-ক্ত কফিন আমার চোখে ভেসে উঠে 🙂

RUCSUরাবিগ্রাফি
16/10/2025

RUCSU

রাবিগ্রাফি

মন্নুজান হল সংসদের শীর্ষ তিনপদেই ছাত্রী সংস্থার জয়।ভিপি: সুমাইয়া জাহান-১০৫৫জিএস: তন্নী-৯১২এজিএস: সাবিনা ইয়াসমিন-১০০৫
16/10/2025

মন্নুজান হল সংসদের শীর্ষ তিনপদেই ছাত্রী সংস্থার জয়।
ভিপি: সুমাইয়া জাহান-১০৫৫
জিএস: তন্নী-৯১২
এজিএস: সাবিনা ইয়াসমিন-১০০৫

রহমতুন্নেসা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ছবি: সাদিয়া সুমাইয়াআপনিও আপনার ক্যাম্পাসের বা শহরের তোলা সুন্দর ফটো আমাদের দিতে প...
15/10/2025

রহমতুন্নেসা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি: সাদিয়া সুমাইয়া

আপনিও আপনার ক্যাম্পাসের বা শহরের তোলা সুন্দর ফটো আমাদের দিতে পারেন পোস্ট করতে।

রোল নম্বর দিয়ে শুধুমাত্র এক ক্লিকেই বের করুন আপনার ভোটার আইডি ও ভোট কেন্দ্র। ওয়েবসাইট তৈরি করেছেন :মো. হাবিবুর রহমাননির্...
15/10/2025

রোল নম্বর দিয়ে শুধুমাত্র এক ক্লিকেই বের করুন আপনার ভোটার আইডি ও ভোট কেন্দ্র।
ওয়েবসাইট তৈরি করেছেন :
মো. হাবিবুর রহমান
নির্বাহী সদস্য পদপ্রার্থী(স্বতন্ত্র)
ব্যালট নং – ১৯
https://rucsu.habibur.online/

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story Of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category