
27/09/2025
শুভ সকাল, সান্তাহার রেলওয়ে স্টেশন।
সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত একটি জংশন রেলওয়ে স্টেশন। এটি চালু হয়েছিল প্রায় ১৪৭ বছর আগে ১৮৭৮ সালে।
শুরুতে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর। ১৯৪৭ সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত হয়ে থাকে। সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সাঁতাহার নামক স্থানের নাম থেকে সান্তাহার নামকরণ হয়।
#সান্তাহার_রেলওয়ে_স্টেশন
#ভ্রমণ_গল্প