
22/09/2023
উচ্চশিক্ষার জন্য বাইরের দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমরা কম বেশি প্রত্যেকেই দেখি । তবে দেখা যায়,সাইন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা যে পরিমাণ আগ্রহ দেখায় সে পরিমাণ আগ্রহ আর্টস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের থাকলেও তারা সঠিক দিকনির্দেশনা পাইনা। যে কারণে তাদের দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশে যাওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায়।
Chittagong University Research and Higher Study Society(CURHS) আপনাদের সকলের নিকট উপযুক্ত তথ্য ও দিকনির্দেশনা পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে আয়োজন করা হচ্ছে "Obstacle and solutions for higher Study in abroad from Arts and Humanities" শীর্ষক একটি লাইভ সেশনের। যেখানে Arts and Humanities বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে জরুরি খুটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আমাদের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (Department of Islamic History and Culture) প্রাক্তন শিক্ষার্থী,
ফিরোজ হাসনাত, পি এইচ ডি গবেষক (Ph.D. in History, Northern Illinois University, USA) এবং এম এ করেছেন Western Illinois University থেকে (M.A in History).
আগামীকালের সেশনে রাত ১০ টায় আপনারা সবাই আমন্ত্রিত ।