28/06/2025
আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়,আমার সুখ আমার নিজেরই সহ্য হ ছিলো না,তাই আমন্ত্রণ জানিয়ে মানুষের জিনিস নিজের ঘরে এনেছি,এখন পদে পদে তার শা,স্তি পাছি,🥲চাইলেও ছাড়তে পারবোনা ,কি করবো কিছুই বুঝতে পারছিনা,আমার ভালোবাসার কোনো এক কমতি তো অবশ্যই ছিলো,না হলে এতো য,ন্ত্র,ণা পাই,এতো কোরা কোরা কথা আমাকে বলে কি ভাবে ,আমার ভালোবাসা কেমন,সেটা তো দূরের কথা আমি মানুষ টা কেমন তাই তো আজ অব্দি চিন্তে পারোনি,আমি সব থেকে খা,রা,প মানুষ হলেও আজ পর্যন্ত কোনো দিন কারো খা,রা,প চাইনি,আর তুমি আমার ভালোবাসা তোমার কোনো বি,প,দ হক তা আমি কি চাই বলো,হকনা আমার ভালোবাসার সমাপ্তি ,দাওনা আমার আবেগ গুলো অন্য কারো পায়ের নিচে লাল কার্পেটের মত বিছিয়ে,অন্য কারো মুখে হাসি দেখলে তো তুমিও হাসবে ভেবে নিবো আমি তোমাকে হাসাতে পেরেছি ,ভালোবেসে মানুষ নিজে ভালো থাকতে,আর আমি চাই তুমি ভালো,জানি এখন যদি ছেড়ে যায় তাও তুমি দো,ষ টা আমারই ঘারে দিবা,জানিনা দো,ষে,র ভ,য়ে নাকি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তার ভ,য়ে তোমার থেকে দূরে যেতে পারিনা🥲