Sonali Bank Ltd Betgari Bazar Outlet

Sonali Bank Ltd Betgari Bazar Outlet বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক , সোনালী ব্যাংক লিমিটেড

19/05/2025
12/03/2024
25/12/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন বর্ষ সমাপনী (Annual Closing) এবং ব্যাংক হলিডে উপলক্ষে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ (শুক্রবার, শনিবার ও রবিবার) সোনালী ব্যাংক পিএলসি বেতগাড়ী বাজার আউটলেট এর সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে । ১ জানুয়ারি থেকে সকল কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক ভাবে চলবে।

সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহের কমতি নেই। কারণ, যেকোনো বিবেচনায় এখনো নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র।পাঁচ বছর মেয়াদ...
23/12/2023

সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহের কমতি নেই। কারণ, যেকোনো বিবেচনায় এখনো নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র—বর্তমানে এ চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে।

সরকারী ব্যাংকে লেনদেন করুন নিশ্চিন্তে নিরাপদ জীবন যাপন করুন।
30/11/2023

সরকারী ব্যাংকে লেনদেন করুন নিশ্চিন্তে নিরাপদ জীবন যাপন করুন।

সোনালী ব্যাংক পিএলসি নিয়ে এলো অ্যাপভিত্তিক নতুন সেবা। এখন হতে যুক্তরাষ্ট্র প্রবাসীরা বিনা খরচে, দ্রুততম ও নিরাপদভাবে 'সো...
21/11/2023

সোনালী ব্যাংক পিএলসি নিয়ে এলো অ্যাপভিত্তিক নতুন সেবা। এখন হতে যুক্তরাষ্ট্র প্রবাসীরা বিনা খরচে, দ্রুততম ও নিরাপদভাবে 'সোনালী এক্সচেঞ্জ' মোবাইল অ্যাপ ব্যবহার করে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এই অ্যাপ ব্যবহার করে রেমিট্যান্স পাঠালে সরকারঘোষিত ২.৫% প্রণোদনাসহ সোনালী ব্যাংক থেকেও পাবেন আরো ২.৫% প্রণোদনা।

সোনালী ব্যাংক বেতগাড়ী বাজার শাখায় দেয়া হচ্ছে প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সের উপর ৫% প্রণোদনা। তবে, আপনার এক্সচেঞ্জ হা...
18/11/2023

সোনালী ব্যাংক বেতগাড়ী বাজার শাখায় দেয়া হচ্ছে প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সের উপর ৫% প্রণোদনা।

তবে, আপনার এক্সচেঞ্জ হাউজ যদি অন্য কোনো ব্যাংকের মাধ্যমে টাকা আমাদের সোনালী ব্যাংকে পাঠায়, অর্থাৎ BEFTN করে টাকা আপনার একাউন্টে পাঠায় সেক্ষেত্রে এই রেমিটেন্সের জন্যে আপনি ৫% প্রণোদনা প্রাপ্য হবেন না।

তাহলে করণীয় কীঃ

১. আপনার জন্যে সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে টাকা 'গোপন নাম্বারের' মাধ্যমে পাঠানো এবং সেই গোপন পিন নাম্বার নিয়ে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করা।

অথবা

২. আপনার এক্সচেঞ্জ হাউজকে বলবেন টাকা যেন অবশ্যই সরাসরি সোনালী ব্যাংকে আপনার বা আপনার পরিবারের একাউন্টে ক্রেডিট করে।

মনে রাখবেন, এই অতিরিক্ত ২.৫% প্রণোদনা সোনালী ব্যাংক নিজস্ব তহবিল থেকে তার গ্রাহকদের দিচ্ছে। তাই আপনি যদি অন্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান এবং সেই টাকা BEFTN এর মাধ্যমে সোনালী ব্যাংকের একাউন্টে ক্রেডিট হয়, তাহলে আপনি এই অতিরিক্ত প্রণোদনা প্রাপ্য হবেন না।

তাই দেরি না করে আপনকর নিকটস্থ বেতগাড়ী বাজার সোনালী ব্যাংকে রেমিট্যান্স এর টাকা তুলুন এবং নগদ ৫ % হারে (প্রতি লাখে ৫০০০/-) বোনাস গ্রহন করুন।

12/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Anowar, Ramadan Mobarak, Md Alom Hossain Let's Welcome our new members !

প্রবাসীদের রেমিটেন্সের টাকা সোনালী ব্যাংক হতে গ্রহণ করুন আর সঙ্গে সঙ্গে ৫ পার্সেন্ট হারে প্রতি লাখে পাঁচ হাজার টাকা বুঝে...
11/11/2023

প্রবাসীদের রেমিটেন্সের টাকা সোনালী ব্যাংক হতে গ্রহণ করুন আর সঙ্গে সঙ্গে ৫ পার্সেন্ট হারে প্রতি লাখে পাঁচ হাজার টাকা বুঝে নিন।
সর্বোচ্চ ব্যাংকিং সেবা দিতে সোনালী ব্যাংক বেতগাড়ী বাজার আউটলেট বদ্ধপরিকর।
সরকারি ব্যাংকের সঙ্গে থাকুন নিরাপদে জীবন যাপন করুন।

03/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Liton Hasan, Sundor Jibon, Rafig Md Bulu. Let's welcome our new members !

৫% বোনাস সহ (প্রতি লাখে অতিরিক্ত ৫০০০ টাকা বোনাস সহ ) প্রবাস থেকে গোপন পিনে পাঠানো রেমিটেন্সের টাকা উত্তোলন করতে আজই চলে...
01/11/2023

৫% বোনাস সহ (প্রতি লাখে অতিরিক্ত ৫০০০ টাকা বোনাস সহ ) প্রবাস থেকে গোপন পিনে পাঠানো রেমিটেন্সের টাকা উত্তোলন করতে আজই চলে আসুন। সোনালী ব্যাংক পি এল সি, বেতগাড়ী বাজার আউটলেট, সিএনজি স্ট্যান্ড সংলগ্ন। কফিল উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলা, ঘোষগ্রাম বেতগাড়ী বাজার, রানীনগর, নওগাঁ।
সরকারি ব্যাংকে লেনদেন করুন নিশ্চিন্তে ঘরে ফিরুন।

Address

Betgari Bazar, Raninagar, Naogaon
Rajshahi
6591

Telephone

+8801717549438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonali Bank Ltd Betgari Bazar Outlet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonali Bank Ltd Betgari Bazar Outlet:

Share