29/05/2022
জীবন সংগ্রামে দুঃখ আসবে, কষ্ট পাবেন এটা ঠিক।কিন্তু সেই দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি আসল জয়ী,হবেন। আমরা যদি বলি আমরা কখনো কষ্ট পাইনা তাহলে কথাটা ভুল। কারন মানুষ কষ্ট বিনা হয়না।আপনি যদি নিজেকে কষ্টবিহিন মানুষ মনে করেন তাহলে ফেরেস্তা হতে হবে কারন তাদের কোন দুঃখ নাই।তাহলে বুঝতে পারছি দুঃখ, কষ্ট শুধু আপনার নয় সবারই আছে।
সবচেয়ে ইমানদার ব্যাক্তিও কিন্তু মাঝে মাঝে দুঃখ, কষ্ট পায়।তাহলে চিন্তা আসতে পারে ইমানদার বান্দা তো আল্লাহর খুব প্রিয় তাহলে আল্লাহ তাকে দুঃখ দেয় কেন?এমন প্রশ্ন স্বাভাবিক।
আচ্ছা আপনার আন্ডারে একজন কাজ করে সে আপনার খুব ভক্ত, সব সময় আপনার শুকরিয়া করে। এখন আপনি পরীক্ষা করে দেখতে চাচ্ছেন লোকটা কি সত্যি আপনার ভক্ত। বিপদে পড়লে এই ভক্তি ছুটে যাবে না তো।সেইজন্য আপনি তাকে কিছু পরীক্ষা করলেন যখন দেখলেন লোকটা সত্যি আপনার ভক্ত তখন আপনি খুশি হলেন এবং বিশ্বাস দৃঢ করলেন।আর যদি দেখছেন সব মুখে মুখে তাহলে আপনি তার প্রতি আর আগের মতো বিশ্বাস স্থাপন করতে পারলেন না।
ঠিক মহান আল্লাহ মাঝে মাঝে প্রিয় বান্দাদের পরীক্ষা করে যদি পরীক্ষায় জয়ী লাভ করে তাহলে থাকে পুরষ্কার। আর জয়ী লাভ লাভ না করলে প্রথমত সুযোগ দেয় বা,সুধরালে নারাজ হয়।
সুতরাং, দুঃখ, কষ্ট আসবে সে সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত পাবেন।
সানজিদা তানজিম মিতি