Al- Mahriz Agro

Al- Mahriz Agro �আমার ফেসবুক পেইজে সবাইকে স্বাগতম �

01/08/2025
18/07/2025

আলহামদুলিল্লাহ

14/04/2024

নববর্ষ নামক পুজো ইসলামে জায়েজ নাই মুসলিম হিসেবে আপনার উচিত এসব থেকে বিরত থাকা।

17/06/2022

আল্লাহ আমার প্রিয় সিলেটবাসীদের রক্ষা কর।

16/06/2022

বাবা,মা খুব বড় নেয়ামত কিন্তু আমরা সেই নেয়ামতের তোয়াক্কা করিনা।কারণ কি?কারনটা হলো আমাদের কাছে যে জিনিসটা সব সময় থাকে তার দাম থাকেনা।কিন্তু সেই অভ্যস্থ জিনিস যদি ভেঙে যায় বা নষ্ট হওয়ায় ওই জায়গা থেকে সরানো হয় তখন কিন্তু জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে। কারন, প্রতিদিন সে তার জায়গায় তার কাজ করে গেছে আপনার কিছু মনে হয়নি কিন্তু আজ যখন সে নেই তখন শূন্য লাগছে।ঠিক বাবা মা এমনি যখন থাকে তখন অভ্যস্থ জিনিস কিছু মনে হয়না কিন্তু যখন আর পাশে থাকেনা তখন তাদের শূন্যতা অনুভব করা যায়।সুতরাং, হারিয়ে গেলে নয়, সাথে থাকতে মূল্যায়ন করুন।ইহকাল পরকালের জন্য দোয়া চাইতে হবে না মাজার বা অন্য কোথায় তারা যে দোয়া করবে তা সরাসরি কবুল হয়ে যাবে।

হয়তবা,আমাদের চাওয়া মতো অনেক কিছুই পাওয়া হয়না।এই জন্য আমাদের মন খারাপ থাকে।আল্লাহকে দোষারোপ করি আল্লাহ আমার চাহিদা মোতাবে...
02/06/2022

হয়তবা,আমাদের চাওয়া মতো অনেক কিছুই পাওয়া হয়না।এই জন্য আমাদের মন খারাপ থাকে।আল্লাহকে দোষারোপ করি আল্লাহ আমার চাহিদা মোতাবেক নেয়ামত দান করেন নি। যখন আপনার এমনটা মনে হচ্ছে তখন আপনি আপনার বাসা থেকে বের হয়ে ফুটপাতে যান কত জন রাস্তায় বসে ভিক্ষা করছে।যখন আপনার পড়াশোনা ভালো লাগছে না তখন যেসমস্ত ছোট ছোট ছেলেমেয়ে রাস্তায় ফুল বা বিভিন্ন জিনিস বিক্রি করছে তাদের জিজ্ঞেস করুন -যেখানে আপনার পড়াশোনা ভালো লাগে না সেখানে তাদের পড়াশোনা স্বপ্ন কিন্তু টাকার অভাবে পারে না।

রুমের এসির মধ্যে শুয়েও যখন মনে হচ্ছে নেয়ামত পাচ্ছেন না তখন গভীর রাতে ফুটপাতের রাস্তা গুলোতে ঘুরতে যাইয়েন হাজারো মানুষ সেখানে শুয়ে আছে নেই কোন ফ্যান নাই ছাঁদ নাই দামি ব্লাংকেট।তাও তাদের আল্লাহর শুকরিয়া আদায়ের ত্রুটি নাই। আর আপনাকে এত দেওয়ার পর ও আপনি দোষারোপ করেন। আল্লাহর নেয়ামতে যারা শুকরিয়া আদায় করেনা তাদের মতো কপাল পোড়া কেউ নাই।

আমরা দন্দ করি দল নিয়ে কিন্তু আমাদের উচিত ছিল ভালো কিছু গ্রহণ করে খারাপ গুলো বর্জন করা।মনে রাখতে হবে সব মুসলিম ভাই ভাই। আ...
01/06/2022

আমরা দন্দ করি দল নিয়ে কিন্তু আমাদের উচিত ছিল ভালো কিছু গ্রহণ করে খারাপ গুলো বর্জন করা।মনে রাখতে হবে সব মুসলিম ভাই ভাই। আমাদের মাঝে বিভেদ লাগিয়ে নাস্তিকগুলো সুজোগ নিচ্ছে আর আমরা নিজেরাই নিজেদের মধ্যে জিহাদ করে সংখ্যা কমাচ্ছি।আফসোস

আপনাকে একটা নিদিষ্ট সময় গিফট করা,হয়েছে। এখন আপনার দায়িত্ব সময়গুলো হালালভাবে পার করে জান্নাতে যাবেন।নাকি হারামে পার করে জ...
31/05/2022

আপনাকে একটা নিদিষ্ট সময় গিফট করা,হয়েছে। এখন আপনার দায়িত্ব সময়গুলো হালালভাবে পার করে জান্নাতে যাবেন।নাকি হারামে পার করে জাহান্নামে। সুজোগ দেওয়ার মালিক আল্লাহ সুজোগকে কাজে লাগানোর দায়িত্ব আপনার।

30/05/2022

আপনার রব আপনাকে বারবার ডাকার পরও ফিরে আসছেন না।একদিন আপনি কাদবেন তখন আর সুজোগ দেওয়া হবে না।

প্রত্যেককেই আল্লাহ অনুধাবন শক্তি দিয়েছেন কিন্তু কেউ শয়তানের ফাদে পরে হারাইছে কেউ বা,রবের প্রেমে ধরে রাখছে।যার জন্য একজন ...
30/05/2022

প্রত্যেককেই আল্লাহ অনুধাবন শক্তি দিয়েছেন কিন্তু কেউ শয়তানের ফাদে পরে হারাইছে কেউ বা,রবের প্রেমে ধরে রাখছে।যার জন্য একজন হইছে দুনিয়ারদারি আরেকজন হইছে দ্বীনদারি

জীবন সংগ্রামে দুঃখ আসবে, কষ্ট পাবেন এটা ঠিক।কিন্তু সেই দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি আসল জয়ী,হবেন। আমরা যদি বলি আমর...
29/05/2022

জীবন সংগ্রামে দুঃখ আসবে, কষ্ট পাবেন এটা ঠিক।কিন্তু সেই দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি আসল জয়ী,হবেন। আমরা যদি বলি আমরা কখনো কষ্ট পাইনা তাহলে কথাটা ভুল। কারন মানুষ কষ্ট বিনা হয়না।আপনি যদি নিজেকে কষ্টবিহিন মানুষ মনে করেন তাহলে ফেরেস্তা হতে হবে কারন তাদের কোন দুঃখ নাই।তাহলে বুঝতে পারছি দুঃখ, কষ্ট শুধু আপনার নয় সবারই আছে।

সবচেয়ে ইমানদার ব্যাক্তিও কিন্তু মাঝে মাঝে দুঃখ, কষ্ট পায়।তাহলে চিন্তা আসতে পারে ইমানদার বান্দা তো আল্লাহর খুব প্রিয় তাহলে আল্লাহ তাকে দুঃখ দেয় কেন?এমন প্রশ্ন স্বাভাবিক।

আচ্ছা আপনার আন্ডারে একজন কাজ করে সে আপনার খুব ভক্ত, সব সময় আপনার শুকরিয়া করে। এখন আপনি পরীক্ষা করে দেখতে চাচ্ছেন লোকটা কি সত্যি আপনার ভক্ত। বিপদে পড়লে এই ভক্তি ছুটে যাবে না তো।সেইজন্য আপনি তাকে কিছু পরীক্ষা করলেন যখন দেখলেন লোকটা সত্যি আপনার ভক্ত তখন আপনি খুশি হলেন এবং বিশ্বাস দৃঢ করলেন।আর যদি দেখছেন সব মুখে মুখে তাহলে আপনি তার প্রতি আর আগের মতো বিশ্বাস স্থাপন করতে পারলেন না।

ঠিক মহান আল্লাহ মাঝে মাঝে প্রিয় বান্দাদের পরীক্ষা করে যদি পরীক্ষায় জয়ী লাভ করে তাহলে থাকে পুরষ্কার। আর জয়ী লাভ লাভ না করলে প্রথমত সুযোগ দেয় বা,সুধরালে নারাজ হয়।

সুতরাং, দুঃখ, কষ্ট আসবে সে সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত পাবেন।

সানজিদা তানজিম মিতি

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al- Mahriz Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share