Zilhaj Mahabub

Zilhaj Mahabub আসসালামু আলাইকুম আমি জিলহজ মাহাবুব এটা ইসলামিক পেজ। ইসলামিক পোস্ট পেতে লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন।

16/08/2025

""হে আমার রব.....।

""আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন।

_____ [সূরা-ইউসুফ:১০১]

14/08/2025

>>> দরুদ পড়েছেন তো⁉️

""দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ!

""আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

_____ (সহীহুত তারগীব ওয়াত তারহীব :১/২৭৩)

13/08/2025

★ রাসূল (সা:) বলেছেন,,,,,।

""যখন পাপকাজ অতি মাত্রায় বেড়ে যাবে তখন তোমাদের মধ্যে পূণ্যবান লোকজন থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে।'

••• [বুখারী-৩৩৪৬]...

★ ইয়া আল্লাহ!

""আপনি আমাদের সকলকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।

""আমিন,,,,,

12/08/2025

★ রাসূলুল্লাহ )ﷺ( বলেছেন,,,,,।

""যে লোক নীরব থাকলো সে নাজাত (মুক্তি) পেলো।

_____ [জামে/আত-তিরমিজি:২৫০১০]

11/08/2025

""নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন সে বিষয়ে ফয়সালা করবেন যা নিয়ে তারা মতবিরোধ করত।

___ (সূরা ইউনুস/আয়াত : ৯৩ (আয়াতাংশ))

10/08/2025

""নিশ্চয় যারা আল্লাহর রাসূলের নিকট নিজদের আওয়াজ অবনমিত করে।

""আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন।

""তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান।

___ {সূরা আল-হুজুরাতঃ৪৯/আয়াত নং৩}

09/08/2025

""গু'নাহ যদি অনেক বড় হয়ে যায়।

""অনেক বেশিও হয়ে যায়, এরপরও কারও জন্য এটা বৈধ নয় যে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে।

>>> ইমাম ইবনু তাইমিয়াহ (রাহি.)

___ [সূত্র:মাজমুউল ফাতাওয়াঃ১৬/১৯]

08/08/2025

★ রাসূলুল্লাহ )ﷺ( বলেছেন,,,,,।

""তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না।

""যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সকল মানুষ থেকে অধিক প্রিয় হই।

_____ (সহীহ বুখারি/হাদিস:১৪)

07/08/2025

★ রাসূলুল্লাহ (সা.) বলেছেন,,,,,।

""যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়।
""সে উক্ত কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব পায়।

_____ [সুনান আবু দাউদ:৫১২৯]

05/08/2025

""আমি বুঝতে পেরেছি যে!

""কোন ব্যক্তি সবচাইতে উত্তম যেই দোয়া করতে পারে সেটা হচ্ছে।

★ আল্লাহ যেন তার উপরে সন্তুষ্ট হয়ে যান।”

___ ইবনে তাইমিয়্যাহ (রহি'মাহুল্লাহ)
___ [জামি আল-আদাবঃ ১/৪০৮]

04/08/2025

★ একদা আল্লাহর রাসূল (ﷺ) -কে প্রশ্ন করা হলো।

""কোন কর্মটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে।

""তিনি বললেন,,,,, আল্লাহ্‌ভীতি,সদাচার ও উত্তম চরিত্র।”

_____ [তিরমিজি:২০০৪]

03/08/2025

""দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়।

""তবে তারা ছাগলের যে ক্ষতি করবে।

""মানুষের সম্পদ ও সম্মানের প্রতি লোভ তার চেয়েও বেশি ক্ষতি করে তার দ্বীনের/ধর্মের।

_____ (তিরমিযীঃ২৩৭৬)

Address

Rajshahi

Telephone

+8801715027379

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zilhaj Mahabub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zilhaj Mahabub:

Share