Zilhaj Mahabub

Zilhaj Mahabub ""আসসালামু আলাইকুম আমি জিলহজ মাহাবুব এটা ইসলামিক পেজ। ইসলামিক পোস্ট পেতে লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন।

30/12/2025

★ রাসূলুল্লাহ (সা.) বলেছেন,,,,,।

❝কাজ সমূহ নিয়তের ওপর নির্ভরশীল। ""আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই হবে, যা সে নিয়ত করেছে।

_____ (সহীহ বুখারী/হাদীস:১)

29/12/2025

★ হে আল্লাহ!

❝তুমি ঈমানকে আমাদের নিকট সুপ্রিয় করে দাও।

""এবং তা আমাদের অন্তরে সুশোভিত করে দাও।

""কুফর, অবাধ্যতা ও পাপাচারকে আমাদের অন্তরে ঘৃণিত করে দাও।

""আর আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নাও।

★ হে আল্লাহ!

""আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দাও।

""আমাদের মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখ।

""লাঞ্ছিত ও বিপর্যস্ত না করে আমাদেরকে সৎকর্মশীলদের সাথে সম্পৃক্ত কর।

_____ [আহমদ:১৪৯৪৫]

28/12/2025

★ আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন, যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাস করতে পারো।

""এজন্য দেননি, যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো।

>>> উসমান ইবনু আফফান (রা.)

___ [সূত্র:আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ,৭/২৪১]

27/12/2025

❝যারা অজ্ঞতাবশত খা'রা'প কাজ করে।

""অতঃপর তাওবাহ করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়।

""এসবের পরেও আপনার পালনকর্তা তাদের জন্যে অবশ্যই ক্ষমাশীল,দয়ালু।

___ (সূরা আন-নাহল/আয়াত:১১৯)

26/12/2025

""তোমরাই সর্বোত্তম জাতি।

""তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের হেদায়েত ও সংস্কার সাধনের জন্য।

""তোমরা উত্তম কাজের আদেশ করবে ও অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে।
___(সূরাঃ আল ইমরানঃ৩:১১০)

25/12/2025

★ আল্লাহই তোমাদের জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান।

""তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন।

""যাতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোকই জানে না।

(সূরাঃ৪৫আল-জাসিয়া/আয়াত-২৬)

24/12/2025

""যে ব্যক্তি নিজেকে সঠিকভাবে জানতে পেরেছে।

""সে আর অন্যের দোষ-ত্রুটি খোঁজে বেড়ায় না।

""বরং নিজেকে সংশোধনে ব্যস্ত রাখে।

>>> ইমাম ইবনুল কায়্যিম (রহি.)
___ [আল ফাওয়াইদ,পৃ:৮০]

23/12/2025

❝নিজেকে মানুষের ওপর বড় মনে করো না।
""নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না।❞

_____ (সূরা আন-নিসা:৩৬)

22/12/2025

★ রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,,,,,।

❝তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে।
""তখন সে যেন বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করে।

_____ (সুনানে আন-নাসায়ী:৭৩০)

21/12/2025

অনুবাদঃ- ❝হে মুমিনগণ!

❝তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক।
""নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ।

""আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না।
""এবং একে অপরের গীবত করো না।

"" তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে?
""তোমরা তো তা অপছন্দই করে থাক।

""আর তোমরা আল্লাহকে ভয় কর।
""নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু।

___ [সূরাঃ ৪৯.আল-হুজুরাত আয়াত-১২]

20/12/2025

""আবু দারদা (রাদিয়াল্লাহু আ'নহু) বলেন,,,।

★ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি।

""আমার জন্য তোমরা দুর্বলদেরকে খুঁজে আনো, কেননা তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্যে করা হয়।

""এবং রিযক প্রদান করা হয়।

___ [আবু দাউদ:২৫৯৪/তিরমিযী:১৭০২]

19/12/2025

❝অতিরিক্ত কথা বলার সর্বনিম্ন ক্ষতি অন্তর থেকে আল্লাহ তা'আলার ভয় চলে যায়।

""আর যে অন্তরে আল্লাহর ভয় থাকে না, সেখানে ইমানও থাকে না...।

>>> জুনাইদ (রহিমাহুল্লাহ)
_____ [আস-সিয়ার:৬৮/৪]

Address

Rajshahi
5800

Telephone

+8801715027379

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zilhaj Mahabub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zilhaj Mahabub:

Share