রং তুলি

রং তুলি আসসালামু আলাইকুম, পেজে ফলো এবং শেয়ার করে পাশে থাকেন

25/07/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল

23/07/2025

#যদিও_আমি_এই_টপিকের_উপর তেমন লেখালেখি করি না, কিন্তু দুইদিন ধরে অনলাইন জগতের একটি বিষয় নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে আছি,,,,,

#কাল-পরশু সেটার বিষয় বলবো ইনশাআল্লাহ,,☝️

#তবে_অন্য_একটি_গুরুত্বপূর্ণ_বিষয়_শেয়ার_করছি মনোযোগ দিয়ে পুরোটা পড়ার অনুরোধ রইলো,,, 🙏

⛔সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে আপনার সম্মান, অর্থ, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন দেখে নেই কীভাবে করে এই কাজ।

সুন্দরী কোন মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দিবে। আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন। আপনাকে প্রথমেই বলবে "Please Send Me Your WhatsApp Number" আপনি ব্যবসায়ী কিংবা সামান্য পরিচিত ব্যক্তিত্ব হলেও এই স্বাভাবিক রিপ্লাই দিতেই পারেন। এই দেয়াটাই তার প্রাথমিক স্টেপে জয়ী হয়ে গেলো। এবার সে আপনাকে মেসেজ দিবে হোয়াটসএপে। সেখানে সে আপনাকে কয়েক প্রকারের আলাপ দিবে। প্রথমে আপনার প্রফেশন, আপনার অবস্থান, আপনার কিছু প্রথমিক তথ্য নিবে। মানে সে বুঝতে চাইবে আপনি আর্থিকভাবে ক্যাপাবল কিনা। যখন সে বুঝবে আপনি ক্যাপাবল তখন সে যাবে ৩য় ধাপে।

এই ধাপে এসে সে আপনাকে বেশ কিছু ছবি শেয়ার করবে। আপনিও একটু ভাল লাগলে সেখানে লাইক দিবেন। কিছু জিজ্ঞেসা করবেন। সে আপনাকে ভিডিও কলে নিবে। সবকিছুই খুলে দেখাবে আপনাকে। আপনি ফেঁসে গেলেন তার চরকিতে... কিন্তু।

যারা ২য় ধাপে তার সাথে তাল মিলায়নি তাদেরকে তিনি অফার দিবেন চাকরির জন্য। তাকে অফার দিবে ভালো আয়েস মশলাতে। সেখানে তাকে লিংক দিবেন। সেই লিংকে আপনি ক্লিক দিলেই আপনি চলে গেলেন তার গর্তে। এবার শর্ত মানার পালা... কিন্তু,

যারা প্রথমেই তাকে হোয়াটসেপ নাম্বার দেয়নি তাদেরকে কি করবেন? তাদের জন্য রয়েছে নতুন ব্যবস্থা। তাদেরকে সেই মেসেঞ্জারেই অফার করবে কলে আসতে। সেখানে না আসলে তাকে অফার দিবে এমন কিছুর যা আপনি বুঝবেনই না। মজার বিষয় সে আপনাকে তার কৌশলের কাছে ধরতে চাইবেই।

তবে এইসব সিস্টেম পুরোনো হয়েছে। এখানের আয় দিয়ে এখন পোষায়না। তাই সম্প্রতি তারা নতুন পদ্ধতি শুরু করেছে। তারা আগে আপনার সাথে ভিডিও কল করে ভিডিও দিয়ে ব্লাক মেইল করতো। এখন তারা আপনার পুরো হোয়াটসএপের এক্সেস নিয়ে যায়।

আপনাকে প্রথমে হোয়াটসএপ নাম্বার দিতে বলবে। আপনি দিয়ে দিলে তারা অনলাইনে WhatsApp Web ব্যবহার করে আপনাকে বলবে "আপনার কাছে একটা লিংক গেছে সেখানে

21/07/2025
21/07/2025

উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়!

আমার প্রথম প্রশ্ন—
এমন একটা সময় যখন রাস্তাঘাটে হাজারো মানুষ, স্কুল-কলেজ-অফিস সব খোলা, বাচ্চারা ক্লাসে, লোকজন কাজে ব্যস্ত— ঠিক তখন কীভাবে যুদ্ধবিমানের প্রশিক্ষণ ফ্লাইট চালানোর সিদ্ধান্ত হয়?
আমি যতদূর জানি, এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত নিরাপত্তা ও সচেতনতা বজায় রেখে করা হয়।
তাহলে কেন এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো?
এতগুলো নিষ্পাপ আজ যন্ত্রণায় ছটফট করছে…এই জিনিস সজ্য করার মতো নয়! 💔

আর সবচেয়ে কষ্টের বিষয়—
মানুষ ভিড় জমাচ্ছে, মোবাইল দিয়ে ভিডিও করছে!
আজকের এই জায়গায় আপনি বা আমি— যেকেউ ও থাকতে পারতাম!

আমরা মানুষ হবো আর কবে?

একটাই অনুরোধ—
দয়া করে রাস্তাঘাটে ভিড় না করে, এম্বুলেন্স ও জরুরি সেবাগুলোকে চলাচলের সুযোগ দিন।
জ্যাম এড়াতে সাহায্য করুন।

রক্তের প্রয়োজনে Uttara Blood Foundation এ জানান।

এত ছোট ছোট বাচ্চা গুলোকে আল্লাহ হেফাজত করুক! 💔

21/07/2025

চুয়াডাঙ্গার আলিয়াপুর—আমাবস্যার রাতে কুকুরের অশরীরী মিছিল?

চুয়াডাঙ্গার আলিয়াপুর—সাধারণ এক শান্ত গ্রাম। কিন্তু এই গ্রামের বুকে প্রতি আমাবস্যার রাত যেন পরিণত হয় এক অলৌকিক আতঙ্কে।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতি আমাবস্যায় ঠিক রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত, একদল কুকুর দলবেঁধে গ্রাম ঘিরে ঘোরাফেরা করে।
না, তারা চিৎকার করে না, ঘেউ ঘেউ করে না, এমনকি কারো উপর তেড়ে আসে না…
তারা নিঃশব্দে, নিখুঁত এক লাইনে চলে—যেন কারো নির্দেশ মানছে!

সবচেয়ে ভয়ের ব্যাপার হলো—
এই কুকুরদের সারা মাসে আর একবারও দেখা যায় না।
তারা আসে কেবল আমাবস্যার রাতে—আর যায় অদৃশ্য হয়ে।

একবার কৌতূহলী কিছু যুবক মিলে সিদ্ধান্ত নেন, রহস্যের মুখোমুখি হবেন।
রাত জেগে, ক্যামেরা হাতে তারা অপেক্ষা করেন সেই নির্দিষ্ট সময়টায়।

তখনই…
চুপচাপ রাস্তা ধরে এগিয়ে আসে একঝাঁক কালচে কুকুর।
তারা সবাই একসাথে চলছে, যেন মন্ত্রপূত।
কেউ একচুলও দিক বদলায় না।
আর প্রত্যেকের চোখ থেকে বের হচ্ছিল নীলচে এক বিভৎস আলো—যা অন্ধকার ছুঁড়ে ঠেলে বেরিয়ে আসছিল।

হঠাৎ, সেই কুকুরগুলোর একজন ছুটে এসে এক যুবকের পায়ে কামড় বসিয়ে দেয়।
তারপর আরেকজন…
সেই রাতেই আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিতে হয়।

সবাই বলেছে একই কথা—
এই কুকুরগুলো স্বাভাবিক নয়।
তাদের চলাফেরা, চোখের আভা, নিঃশব্দ ধরণ—সবই অস্বাভাবিক।
অনেকেই এখন বিশ্বাস করেন, এই কুকুরেরা বাস্তব নয়।
তারা হয়তো কোনো অতৃপ্ত আত্মার বাহক,
বা কোনো অভিশপ্ত বার্তাবাহক।

এই রহস্য এখনও অমীমাংসিত।
কিন্তু একটাই কথা—আলিয়াপুরে আমাবস্যার রাত যেন কারো না হয় চোখে দেখা।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন
20/07/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন

18/07/2025

ভালোবাসা গোপনেই সুন্দর
শুভ রাএি

18/07/2025

আসসালামু আলাইকুম

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when রং তুলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রং তুলি:

Share