Bhalam. Com

Bhalam. Com আমার পেজটি আপনারা সবাই follow করে পাশে থাকবেন,,,,

29/08/2024

পর্ব(১)

বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় , আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি ।

“তুমি ভুল ছিলে” যদি আমাকে এতোটাই ভালোবাসতে তাহলে কেনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো, জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না, আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে।

আর আমি নাহয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম, তোমার প্রিয়জনের জন্য, আমার একটাই মিনতি তার সাথে এমন কোন গল্প শুরু করো না, যার শেষ তুমি না করতে পারো “ভালো থেকো তুমি” ইতি তোমার প্রাক্তন ।

21/08/2024

একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প

পর্ব(১)

বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় , আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি ।

“তুমি ভুল ছিলে” যদি আমাকে এতোটাই ভালোবাসতে তাহলে কেনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো, জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না, আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে।

আর আমি নাহয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম, তোমার প্রিয়জনের জন্য, আমার একটাই মিনতি তার সাথে এমন কোন গল্প শুরু করো না, যার শেষ তুমি না করতে পারো “ভালো থেকো তুমি” ইতি তোমার প্রাক্তন ।

21/08/2024

Prakton:-

সৌজন্যবোধের চিরাচরিত রীতি ভেঙে যদি "কেমন আছ" এর উত্তরে বলি ভাল নেই...তবে কি তুমি দুঃখী হবে? নাকি আমার হেরে যাওয়া দেখে এক অনাবিল আনন্দে নিজেকে হারাবে?

সময়ের গোধূলিতে তুমি আমি দুজনেই প্রাক্তন, তবুও আমরা আছি, আমরা বাঁচি...আমাদের এই চলার নামই জীবন।

এ জগতে কেউ কারোর জন্য না, আবার সবাই সবার জন্য। আমিও তোমার জন্য না, তুমিও আমার জন্য না...আবার আমিও তোমার জন্য, আর তুমিও আমার জন্য। পারিপার্শ্বিক যা কিছু আছে, তা প্রায় একই থাকে... শুধু আমাদের দৃষ্টিভঙ্গি গুলো বয়স বাড়ার সাথে সাথে পাল্টাতে থাকে। তাই নব্য তুমি আজ আমার প্রাক্তন আর নব্য আমিও আজ তোমার প্রাক্তন।

অথচ এক সময় চেয়েছিলাম নিজের সবটুকু উজাড় করে দিয়ে সমাজের হাজারটা বাধা বিপত্তি সত্ত্বেও, প্রতিকূল পরিবেশে ক্যাকটাসের মতো তোমার প্রেমের শুষ্ক মরুভূমিতে বিচরণ করতে। সেটা যেমন সত্যি ছিল...তোমার আমার মাঝে এখন যে বিস্তর ব্যবধান, সেটাও সত্যি। এই ধ্রুব সত্যগুলো মেনে নিয়েই আমরা এগিয়ে চলি।

মিছিমিছি হলেও আমার জন্য যত আলো জ্বেলেছিলে, সেগুলো নিভিয়ে দাও। বদলে যাওয়া, হেরে যাওয়া এই আমি টার এখন আঁধারের সাথেই সখ্যতা। আলো আর তুমি দুটোই এ জীবন থেকে বিলীন হয়ে গেছ। আমিও আর ফিরিয়ে আনার চেষ্টা করিনা। মেনে নিয়েছি আমার এ পরাজয়। তোমার প্রাক্তন হতে পেরেছিলাম বলেই এ পরাজয় এখনও আমাকে ধ্বংস করতে পারেনি, বরং প্রতি নিয়ত লড়ে চলেছি। আর তোমার সৃষ্ট সেই ফাঁকা শূন্যস্থান আজ আর ফাঁকা নেই। তোমারই বিকল্প এসে গেছে। হয়তো তুমি নও, কিন্তু অনেকটাই আমার প্রাক্তনের মতো।

28/06/2024

বাবার স্বপ্ন পুরনের উদেশ্যে আসলাম। আল্লাহ যেন সেই স্বপ্ন পুরন করার তৌফিক দান করে।

11/01/2024

03/01/2024

#দোষ_না_করেও to upload video page.

দেখে মনে হবে একটি ট্রেন দাঁড়িয়ে আছে ! আবার মনে হবে সুড়ঙ্গ পথ ! আবার মনে হতে পারে দূর্গের প্রাচীর ! কিন্তু এটা হল প্রাচীন...
02/01/2024

দেখে মনে হবে একটি ট্রেন দাঁড়িয়ে আছে ! আবার মনে হবে সুড়ঙ্গ পথ ! আবার মনে হতে পারে দূর্গের প্রাচীর ! কিন্তু এটা হল প্রাচীন রোম সাম্রাজ্যের পানির লাইন ! তখনকার যুগেও শহরে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাবস্থা ছিল তাদের ! সৌজন্য -ইতিহাসের গল্প

18/12/2023

শায়েখ আহমাদুল্লাহ হাফি: গুরুত্বপূর্ণ আলোচনা

18/12/2023

শায়েখ আহমাদুল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা # Sohel_Rana

Address

Rajshahi

Telephone

+8801618199418

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhalam. Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share