13/08/2025
ভালো নেই রাজশাহীর পদ্মা পাড়ের চর চকরাজপুর বাসী
ভারতের উজান থেকে নেমে আসা পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পুরো চর মাত্র ৪দিনে প্লাবিত হয়ে গেছে।
শতশত বিঘা আউশ ধান,পাট,সহ কয়েক ধরনের ফসল বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এছাড়াও বিঘা বিঘা পেপে বাগান প্লাবিত হয়ে যাওয়ায় কৃষকদের প্রায় অনেক আর্থিক ক্ষতি হয়েছে।
চকরাজাপুর ইউনিয়নের, পলাশী ফতপুর,দাদপুর,কালীদাস খালী,চকরাজাপুর, কম বেশি কয়েকটি গ্রাম বন্দী থাকলেও নীচ পলাশীফতপুর এবং (লক্ষীনগর-মোল্লাপাড়া-বাজুর গ্রাম) এই গ্রাম গুলোর অনেক বাড়ি,ঘর পানিতে প্লাবিত হয়ে গেছে।
প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে এতে উচু গ্রামের মানুষ ও অনেক ভয়ও বিভ্রান্তিতে পড়েছে। এভাবে পানি বৃদ্ধি পেলে ২-৩দিনে উচু গ্রামেও পানি প্রবেশ করে।
তাছাড়া পুরো মাঠ প্লাবিত হয়ে যাওয়ায় সাপ পোকামাকড়,ডাকাতের ভয়তো আছেই😥