25/09/2025
আস সালামু আলাই কুম, না এইটা কামব্যাক পোস্ট না, আমি কবে আবার ফিরব কি ফিরব না জানি না, তবে আপনারা জানেন আজ "নিশাচর কাউন্সেলিং" ইনফ্যাক্ট সারা সপ্তাহই যখন যার সমস্যা হয় বলার জন্য ইনবক্স সবসময়ই খোলা আছে, মেইনলি আসলাম একটা নসীহাহ নিয়া, সেইটা হৈলো,,
দেখেন আমাদের নানাবিধ সমস্যা,প্রতি নিশাচর কাউন্সেলিংয়েই এ ধরনের নানাবিধ সমস্যার কথা বলেন কারো পড়াশোনা, সাপ্লি,পারিবারিক,আর্থিক,সম্পর্ক, অসুস্থতা আরো কত শত অজস্র সমস্যা,বিপদ, ঝাক্কি,ঝামেলা।
আমার প্রথম সলুশন হবে আগে আপনি নামাজে দাড়ান, ওয়াক্তের নামাজটা পড়ে নেন, দোয়া করে চান,তারপরে সলুশন খোজা শুরু করেন।সাপ্লি? পড়া হচ্ছে না, কেন হচ্ছে না? সেটা বের করুন, পানিবারিক সমস্যা? দোয়া করেন সব সমস্যার তো আর সলুশন হয় না,বাপের সাথে কি ফা ই ট দেয়া যাবে যিনি কর্তা? আর্থিক? এইটার জন্য ও দোয়া করুন, দেখবেন এমন জায়গা থেকে টাকা এসে গেসে অকল্পনীয়,মাজুর,বিপদগ্রস্ত আগে নামাজ পড়েন, ভালোবাসার মানুষকে হালাল ভাবে চান তো নামাজ পড়ে চান,বিপদ, ঝাক্কি, ঝামেলা? নামাজে দাড়ান, আল্লাহ আপনারে জবান দিসে,এই ক্ষমতা টা দিসে যে বান্দা তুমি আমার কাছে চাও,চাইতে থাকো।মানুষ আপনারে ঠকাইতে পারে,আল্লাহ কখনো কাউরে ঠকান না,আল্লাহ তার বান্দারে জিতিয়ে দেন।আপনার আমার সকল সমস্যার সমাধান লুকায়ে আছে নামাজের মাধ্যমে, এমন ভাবে সব কিছু সলভ হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না।আল্লাহ যদি একবার খালি কবুল করে নেয় "কুন ফায়া কুন" ভাই ট্রাস্ট মি আর কিচ্ছু লাগবে না, সব হয়ে যাবে।আগে নামাজটা ধরেন, তারপর তাহাজ্জুদ, আল্লাহর ফেভারেট হোন আগে তারপর দুনিয়া আপনা আপনি আপনার হয়ে যাবে;
আর হ্যা মনে রাখবেন,
Allah doesn't burden a soul beyond it can bear :Sura Al Baqarah, verse :- 286
so,never stop making Du'a
Good times will come very soon IN -SHA -ALLAH & Please Pray for me also ♥