Dr.খাঁন

Dr.খাঁন আমি তো আমিই, আমিই ডাঃখাঁন

আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে আমার কি মন খারাপ নাই? হয় না? আপনাকে না পাওয়ার আর্তনাদ কেউ কি করেছে কখনো? কখনো কি ভালোবে...
14/09/2025

আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে আমার কি মন খারাপ নাই? হয় না? আপনাকে না পাওয়ার আর্তনাদ কেউ কি করেছে কখনো? কখনো কি ভালোবেসে ছুটে এসেছে?

উত্তর একবাক্যে না,আমি মা'ছাড়া এই জগতে কারো ভালোবাসা পাই নি,তবে জীবন এমন জায়গায় দাড় করাইসে যেখানে আমি চাই নি কখনো আমাকে পেয়ে কেউ হেরে যাক,আমি যখন কাউকে সুখে রাখতে পারছি না, আমি নিজেই যখন ঢাকনা-তলাহীন ঝুড়ি তখন অন্য একজনকে কি সাপোর্ট দিব?চেষ্টা করি,করেছি,চাইসি ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে পাশে থাকতে কিন্ত পারি নি,কারন ; আমার পিঠের উপর পাথর নিচে আপনি ঝুলছেন নিচে হাত দিয়ে ধরে রাখসি তার মাঝেও আবার সাঁপ কামরাচ্ছে হাতে এইরকম অবস্থায় তাও ধরে রাখার চেষ্টা করসি।আমি কিন্ত সেই মানুষটা না,আমি কোনদিন কারো খারাপ চাই নি, রাগের মাথায় হয়ত কোন কাজ করে ফেলসি (রাগটা আসে কষ্ট থেকে, এই জীবনে আমি যতটুকু কষ্ট পাইসি তার সিকিভাগও পান নি অনেকেই) কোন কিছু বলে ফেলসি পরে বুঝে আসলে আমি নিজেই সামলে নিসি,ঠিক করে নিসি,মাফ চেয়ে নিসি...

তবে এই একটা বিষয়ের ; বলতে পারেন ভয়ের কারনে একটা বছর অনেক খারাপ সময় পাড়ি দিতে & ফাইনালি সেটাই হইসে, সামনে আরো খারাপ সময় আসছে, ঐ যে বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ আমার ঠিক তেমনি।

আমি যে জ্ঞানগর্ভের, অনুপ্রেরণার কথা বলি এগুলোর মাঝে মাঝে নিজেকেই বলি, নিজেকেই শোনাই,নিজেকেই বোঝাই। আমি যতটুকু ধৈর্য ধরসি এইটুকুও ধৈর্য অনেকে ধরতে পারবেন না অন্তত আমি যে জায়গায় আছি, এখন হারানোর আর কিছুই নাই, সব হারায়ে ফেলসি...

However the journey needs to stop here for a while, because it's losing it's peace- which was the main purpose.But "নিশাচর কাউন্সেলিং" চলমান থাকবে,বৃহস্পতিবারে ডে' দেয়া হবে, বি ষ ন্ন, সমস্যায় জর্জরিত বা আদার'স মানুষদের জন্য ইনবক্স সবসময়ই খোলা থাকবে।আমি জানি আমি হারিয়ে গেলেও খোজার মানুষ নেই, আজ ইন্তেকাল করলে দু দিন থেকে তিন দিন কাঁদবে এমন মানুষও নেই আমার এই দুনিয়ায়,তাই জানিয়েই নিরুদ্দেশ disappeare হতে যাচ্ছি।

যাই হোক,
সবাই জিতে যাক,ভালো থাকুক,সুস্থ থাকুক,পৃথিবীর সব ভালো গুলো তাদের হোক,শেষমেশ শেষ করেছিলো যারা,হঠাৎ দেখা বৃষ্টির দিনে ভালো থাকুক তারা,
আমি সর্বনিম্ন শূণ্য থেকেও ; বিষয়টি এমন মসজিদে দোয়া হত তখন দোয়ায় আল্লাহর কাছে বলা হত " আল্লাহ তুমি আমীর কে ফকির কর,ফকির কে আমীর কর' now i can really feel this,মানুষের জীবনে কখনো কখনো এমন এমন সিচুয়েশন এসে দাঁড়ায় যখন সে ঠিক কোটি থেকে শূণ্যে নেমে আসে,একদম জিরো হয়ে যায়

তবুও আমি আল হামদু লিল্লাহ্ এবং দোয়ায় রাখবেন আমাকে,আবারো কখনো হঠাৎ করে ফিরে আসব,সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার দ্বারা কষ্ট পেলে ক্ষমা করবেন প্লিজ 🌸

13/09/2025

রিযিক কিসে বাড়ে জানেন, গোপনে যদি দান করেন, মন থেকে অন্যের ভালো চান এবং বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দেখবেন আপনার রিযিক বাড়বে

13/09/2025

আমি মনে হয় একমাত্র মানুষ যে এখনো এআই দিয়ে নিজের ছবি তৈরি করি নাই !!

13/09/2025

ফরিদপুর পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলে আজ তার নির্বাচনের নাম হতো

ফা___সু।

13/09/2025

সিংগেল পোলাপানরা অগোছালোই থাকে,অগোছালো চুল,চেহারা,কাপড় চোপর, যহন প্রেম করে তখন সবকিছুতে গ্লো দেয়,পরিপাটি থাকে তাই বিবাহ করেন, হারামের কথা কইয়া পা পের ভাগীদার হইবার চাই না ছ ঋ 🐸

পরে ব্রেকাপ হৈবো তারপর ধরবেন আম্রে, প্রেম আসলে টেকার জিনিসই না,যাগোটা টিকে ওগোর কপালে, রিজিকে আগেই লিখা থাহে আর দুইজনের চাওয়া আল্লাহর কাছে ♥

(ভাবতাসেন কি রিএক্ট দিবেন? দেন হা হা ই দেন)

12/09/2025

১৭টি বিয়ে করেছেন একজন বন কর্মকর্তা। ১২জন স্ত্রী মানববন্ধন করে প্রতিবাদ করেছেন।

চাকুরীর সুবাদে কবির যত জায়গায় গিয়েছেন। সেখানেই বিয়ে করেছেন।

গভঃ জবের পাওয়ার দেখছো?

খোঁজ খবর নেওয়ার দরকার নাই। অথবা নিলেও খালি গলায় ঝুইলা পড়লেই হলো। এখন পস্তাইতাছে।

12/09/2025

ফেসবুকে উচ্ছাসিত থাকা মানে ব্যক্তিজীবনে সে ভালো আছে এমন টা নয়।ফেসবুক বরাবরই মুখোশ!

12/09/2025

চাঁপাই আলিনগরে আজ জুম্মার নামাজ পড়লাম, হুজুর বয়ানের মাঝে চাঁপাই এর আঞ্চলিকতা আনছিলেন বার বার, যেমন "বিদ্বেশ,শাহাবা অথবা ছাহাবা" এমন টা, কিন্ত তিনিই যখন নামাজ পড়ালেন, তখন তার কোরআন তিলাওয়াতে ছিল মাধুর্যতা,আমরা সকলে যেই এরাবিক গ্রামার ব্যাবহার করে কোরআন পড়ি, তিলাওয়াত করি উনি সেভাবেই সুন্দর আর সাবলীল ভাবে ক্বেরাত পাঠ করলেন,একজন হাফেজকে দেখসিলাম কথায় সমস্যা, ঠিক মতন নাম ও বলতে দশবার তোতলান এমন অবস্থা,কিন্তু তিনি যখন এই পবিত্র আসমানী কিতাব ক্বেরাত করা শুরু করলেন তখন কেউ বলতে পারবে না এই হাফেজের তোতলামো সমস্যা আছে।

আল্লাহ্ আমাদের আঞ্চলিকতায় ভিন্নতা কিংবা কারোর কথাতেও সমস্যা দিলেও আমরা যখন কোরআন পড়ি এর ভিতর একটাই আঞ্চলিকতা আসে আর তা শুধু এবং শুধুমাত্রই আল্লাহ সুবহানওয়া তা'আলার এবং এতে রয়েছে এখনো এক অদৃশ্য মুজেজা আল হামদু লিল্লাহ্, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমরা কোরআন পড়তে জানি ♥

12/09/2025

হাসপাতালের একজন স্টাফ এসে মধুর সুরে বললো,
-একটা কথা আছলো ম্যাডাম।

-বলো।
-হামার একটা রুগী আছলো ম্যাডাম। ওরা ডাইরেক সিজার করব্যার চায়। কিন্তু সমিস্যা,একটু মোটাসোটা। আপনি কি এঠি কর‍্যে দিবেন?
-রোগীর ওজন কত?
-ওজন? কত ব্যান হবি! কিন্তু মোটা মেলাই। মেলাই ওজন হবি।
-মেলা বলে তো কোন কথা নাই। ওজন কত সেটা বলো। ১০০ হবে?
-১০০ হবি না হয়তো! কাছাকাছিই হবি।
-তাও কত?
-তা তো কওয়া পারিচ্চি না ম্যাডাম। এই মুনে করেন আপনার মুতোনই মোটা।

🙄🙄🙄🙄🥵🥵🥵🥵🥵👹👹👹👹👹

© ফাহমিদা নীলা

12/09/2025

ইয়া মাবুদ,ইয়া আল্লাহ্
যা আমাদের তকদিরে রাখোনি তা হৃদয় থেকে মুছে দাও,মাথা থেকে বের করে দাও,সেই খায়েশাতও না দেখাও মাবুদ... আমিন।

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিড...
12/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডেন্টে রাস্তায় ইন্তেকাল।

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না। '

11/09/2025

Address

Krishnachura Lane
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Dr.খাঁন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share