Dr.খাঁন

  • Home
  • Dr.খাঁন

Dr.খাঁন আমি তো আমিই, আমিই ডাঃখাঁন

29/07/2025

জীবন কখনো সহজ হয় না, জীবনকে সহজ করে নিতে হয়, সহজ করে নিতে জানলেই শান্তি, নয়ত অশান্তির ভূত ভর করে মাথায় উঠে নাচবে।

দেখুন সমস্যা ছাড়া জীবন হয় না, জীবনের গতিপথও কখনো একরকম থাকে না, আজ ভালো তো কাল খারাপ,কাল নয়ত ১ মাস পর, না হলে ৬ মাস এক বছর পর।

জীবনকে উপভোগ করতে হবে, যা হবে,আসবে, যাবে কঠিন সময়, খারাপ সময়, ভালো সময় সব মিলিয়েই তো মানুষের জীবন, ভালো সময়ের জন্য সবর করতে হবে যেমন মনে করতে হবে আপনি রোজা রাখসেন, রোজা রাখলে যেমন মাগরিবের আজান হয় ঠিক তেমনি রোজা রাখার মতন খারাপ সময়ে, কঠিন সময়ে সবর করতে হয়, দেখবেন ঠিক একসময় মাগরিবের আজান আপনার দরজায় এসে কড়া নাড়বে♥

29/07/2025

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময়ে দেন।"

আমরা শত চেষ্টার পরও সাপ্লি খাই,পেন্ডিং খাই, আমরা হেরে যাই, অনেক সময় অন্যায় করে বসি মানুষের সাথে, এগুলো সবকিছুই আল্লাহ সাথে সাথেই সবকিছুর ফিডব্যাক দেন না,তাহলে তো মানুষ যা চাইতো তা সাথে সাথেই হত,আল্লাহ কে ডাকতামই না, দরকার হইসে চাইলাম আর পেয়ে গেলাম এমন,আল্লাহ সময় মতন দেন, যখন উপযুক্ত সময় ঠিক তখনি।ভালো কাজেরও দেন আবার খারাপ কাজেরও দেন,আল্লাহ সঠিক সময়ে মানুষকে সবকিছু দান করেন।

অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা; তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়েই দিবেন। এখন হয়ত আমি এর যোগ্য নই, আমরা যোগ্য নই, তাই দিচ্ছেন না,তবে আমার জন্য যা কল্যাণকর তা আল্লাহ সঠিক সময়েই দিবেন ইনশাআল্লাহ! ❤️

29/07/2025

৬০ বছরের জীবনে মানুষের ক্যারিয়ার গড়তে লেগে যায় ৩০ বছর। বাকি ৩০ টা বছর কে সে ফিউচার ভেবে বসে আছে। অথচ সে ভাবে না ক্যারিয়ার গড়তে যে ৩০ বছর চলে গেছে। ক্যারিয়ার গড়ার পর বাকি ৩০ টা বছর কেটে গেলেই মৃত্যু হাজির হবে।

তারপরও মানুষের হুশ নেই। কথায় কথায় বলে আমার ফিউচার গড়তে হবে। অথচ মানুষের একমাত্র ফিউচার হওয়ার কথা ছিলো আখিরাত!

জাস্ট ইমাজিন, ইনারা আপনার শ্বাশুড়ি আর খালা শ্বাশুড়ি!আপনার জীবনে লাভ-লস নাই,জীবনডাই লস
29/07/2025

জাস্ট ইমাজিন, ইনারা আপনার শ্বাশুড়ি আর খালা শ্বাশুড়ি!আপনার জীবনে লাভ-লস নাই,জীবনডাই লস

29/07/2025

কিছুদিন আগে এক পেশেন্টকে বায়োপসি করতে দিসিলাম, অনুমান ছিল হয়তো ম্যালেগনেন্সি,আজ রিপোর্ট আসলো,টিএনএম স্টেজ ২, অবস্থা শোচনীয়, রেফার করলাম রামেকে, যাবার আগে বুকে জড়িয়ে ধরলো আমাকে মুন্না ভাই এমবিবিএসের "জাদুকা ঝাপ্পি" যাকে বলে, তিনিও হয়ত বুঝে গেসেন সময় আর নেই, সময় ফুরিয়ে এসেছে,জীবন খুবই অনিশ্চিত, তবুও আশা দিলাম "আপনি ঠিক হয়ে যাবেন,ভালো হয়ে যাবেন,চিন্তা করবেন না" যাবার সময় একদৃষ্টিতে তাকায়ে ছিলাম, কেউ এভাবে জড়িয়ে ধরে নি তো, তাই হয়তবা না কি জানি না...

29/07/2025

কাল একটু বোরোবো, ভাবলাম শার্টটা আয়রণ করে নেই,সক্কাল বেলা,ফজরের পর নদীর ধারে যেতে চেয়েও গেলাম না আর, আয়রন করতে যেয়ে কখন যেন অন্যমনস্ক হয়ে গেসিলাম, কিছু একটা ভাবছিলাম, অমনি কিভাবে যেন হাতে ভালো একটা আঁচ পেলাম, না না বা র্ন হয় নি,কিন্ত যে পরিমাণ জ্বালা যন্ত্রণা হচ্ছিলো তাতেই জান যায় যায় অবস্থা, পরক্ষণেই মনে পড়ল "মাইলস্টোন ট্র্যাজিডির" কথা কি সহজেই আমরা ভুলে গেলাম, নরমাল লাইফে ফিরে আসলাম, আমাদের এক ইস্যু যায়, আরেক ইস্যু আসে, আমরাও ভুলে যাই, ভুলে যেতে হয়, আমরাও কি নিদারুন করে দিব্যি দিন কাটাচ্ছি তাই না?

28/07/2025

এই ঝিরি ঝিরি হালকা বৃষ্টির মধ্যরাতে বন্ধু আর আমি আই বাঁধে বসে ব্রি সেবন করছি আর ডিপ্রেশন উড়াচ্ছি, হঠাৎ করে বললাম বন্ধুরে "দোস্ত জীবনে প্রেম আর বিয়াই করব না ব@ল" বন্ধু আমার সাথে সাথে জেনাটালিয়া চেক করতে আসছে, ছিহ্ মানুষ এত খ্রাপ কেন ছিহ্, পরে ওরে বললাম "শোন খালি ভালা হইয়া গেসি বইলা নইলে যা সামর্থ্য আছে তা দিয়া ভেড়ার মতন চিল্লানো যাবো" বৃষ্টি আবার বাড়তে শুরু করসে, চইলা আসলাম আজকের মতন,দুজনেই চুপচাপ, পিন:পতন নিরবতা চলতেসে,আমি বাইকের পিছনে বসে স্ট্যাটাস লিখতেসি ও চালাচ্ছে।ঘুমান গাইজ।

28/07/2025

বৃষ্টির দিন যেমন তেমন রাত খুবই খ্রাপ, হয় হর্নি বানায়ে দেয় নয়ত ডিপ্রেশনে ফালায়ে দেয়।বৃষ্টি কমুক আই বাঁধে যামু।

28/07/2025

প্রফেে ভাইভার ওয়েটিং টাইমে বসে যত কিছু শেখা হয়, তা পুরো বছরেও শেখা হয়না!

28/07/2025

এই পেইজ খোলার জন্য আমি দুঃখিত, লজ্জিত। পারলে বিটিভি থেকে লাইভে এসে জাতির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করতাম।

মন থেকে মাফ করে দিবেন প্লিজ।

28/07/2025

ওয়ার্ড ফাইনাল,কার্ড,টার্ম,প্রফের আগে রিলস দেখে যে শান্তি,আরাম তা অন্য কোন সময় টাকা দিয়েও পাওয়া যায় না

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dr.খাঁন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share