29/07/2025
জীবন কখনো সহজ হয় না, জীবনকে সহজ করে নিতে হয়, সহজ করে নিতে জানলেই শান্তি, নয়ত অশান্তির ভূত ভর করে মাথায় উঠে নাচবে।
দেখুন সমস্যা ছাড়া জীবন হয় না, জীবনের গতিপথও কখনো একরকম থাকে না, আজ ভালো তো কাল খারাপ,কাল নয়ত ১ মাস পর, না হলে ৬ মাস এক বছর পর।
জীবনকে উপভোগ করতে হবে, যা হবে,আসবে, যাবে কঠিন সময়, খারাপ সময়, ভালো সময় সব মিলিয়েই তো মানুষের জীবন, ভালো সময়ের জন্য সবর করতে হবে যেমন মনে করতে হবে আপনি রোজা রাখসেন, রোজা রাখলে যেমন মাগরিবের আজান হয় ঠিক তেমনি রোজা রাখার মতন খারাপ সময়ে, কঠিন সময়ে সবর করতে হয়, দেখবেন ঠিক একসময় মাগরিবের আজান আপনার দরজায় এসে কড়া নাড়বে♥