
14/09/2025
আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে আমার কি মন খারাপ নাই? হয় না? আপনাকে না পাওয়ার আর্তনাদ কেউ কি করেছে কখনো? কখনো কি ভালোবেসে ছুটে এসেছে?
উত্তর একবাক্যে না,আমি মা'ছাড়া এই জগতে কারো ভালোবাসা পাই নি,তবে জীবন এমন জায়গায় দাড় করাইসে যেখানে আমি চাই নি কখনো আমাকে পেয়ে কেউ হেরে যাক,আমি যখন কাউকে সুখে রাখতে পারছি না, আমি নিজেই যখন ঢাকনা-তলাহীন ঝুড়ি তখন অন্য একজনকে কি সাপোর্ট দিব?চেষ্টা করি,করেছি,চাইসি ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে পাশে থাকতে কিন্ত পারি নি,কারন ; আমার পিঠের উপর পাথর নিচে আপনি ঝুলছেন নিচে হাত দিয়ে ধরে রাখসি তার মাঝেও আবার সাঁপ কামরাচ্ছে হাতে এইরকম অবস্থায় তাও ধরে রাখার চেষ্টা করসি।আমি কিন্ত সেই মানুষটা না,আমি কোনদিন কারো খারাপ চাই নি, রাগের মাথায় হয়ত কোন কাজ করে ফেলসি (রাগটা আসে কষ্ট থেকে, এই জীবনে আমি যতটুকু কষ্ট পাইসি তার সিকিভাগও পান নি অনেকেই) কোন কিছু বলে ফেলসি পরে বুঝে আসলে আমি নিজেই সামলে নিসি,ঠিক করে নিসি,মাফ চেয়ে নিসি...
তবে এই একটা বিষয়ের ; বলতে পারেন ভয়ের কারনে একটা বছর অনেক খারাপ সময় পাড়ি দিতে & ফাইনালি সেটাই হইসে, সামনে আরো খারাপ সময় আসছে, ঐ যে বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ আমার ঠিক তেমনি।
আমি যে জ্ঞানগর্ভের, অনুপ্রেরণার কথা বলি এগুলোর মাঝে মাঝে নিজেকেই বলি, নিজেকেই শোনাই,নিজেকেই বোঝাই। আমি যতটুকু ধৈর্য ধরসি এইটুকুও ধৈর্য অনেকে ধরতে পারবেন না অন্তত আমি যে জায়গায় আছি, এখন হারানোর আর কিছুই নাই, সব হারায়ে ফেলসি...
However the journey needs to stop here for a while, because it's losing it's peace- which was the main purpose.But "নিশাচর কাউন্সেলিং" চলমান থাকবে,বৃহস্পতিবারে ডে' দেয়া হবে, বি ষ ন্ন, সমস্যায় জর্জরিত বা আদার'স মানুষদের জন্য ইনবক্স সবসময়ই খোলা থাকবে।আমি জানি আমি হারিয়ে গেলেও খোজার মানুষ নেই, আজ ইন্তেকাল করলে দু দিন থেকে তিন দিন কাঁদবে এমন মানুষও নেই আমার এই দুনিয়ায়,তাই জানিয়েই নিরুদ্দেশ disappeare হতে যাচ্ছি।
যাই হোক,
সবাই জিতে যাক,ভালো থাকুক,সুস্থ থাকুক,পৃথিবীর সব ভালো গুলো তাদের হোক,শেষমেশ শেষ করেছিলো যারা,হঠাৎ দেখা বৃষ্টির দিনে ভালো থাকুক তারা,
আমি সর্বনিম্ন শূণ্য থেকেও ; বিষয়টি এমন মসজিদে দোয়া হত তখন দোয়ায় আল্লাহর কাছে বলা হত " আল্লাহ তুমি আমীর কে ফকির কর,ফকির কে আমীর কর' now i can really feel this,মানুষের জীবনে কখনো কখনো এমন এমন সিচুয়েশন এসে দাঁড়ায় যখন সে ঠিক কোটি থেকে শূণ্যে নেমে আসে,একদম জিরো হয়ে যায়
তবুও আমি আল হামদু লিল্লাহ্ এবং দোয়ায় রাখবেন আমাকে,আবারো কখনো হঠাৎ করে ফিরে আসব,সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার দ্বারা কষ্ট পেলে ক্ষমা করবেন প্লিজ 🌸