Mou World

Mou World জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করতে শিখতে হবে।

14/09/2025

সপ্তাহে ৩ দিন গোসলের আগে১০-১৫ মিনিট রেখে ধুতে হবে। তারপর অবশ্যই কোনো ময়েশ্চারাইজার মুখে মাখতে হবে। ২ থেকে ৩ চামচ কাঁচা দুধ। তৈলাক্ত ত্বক হলে গোলাপ জল ব্যবহার করতে হবে।১/৪ ফিটকিরি গুঁড়ো ১ চামচ মুলতানি মাটি ভালো করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।ফিটকারি ওপেনপোরস টাইট করবে।ত্বকে অতিরিক্ত ঘাম হতে দেবে না। মুখের যে কোন কালো দাগ দূর করতে সাহায্য করবে।বলিরেখা দূর করতে সাহায্য করবে।মুলতানি মাটি ত্বক ফর্সা করবে ত্বক থেকে নোংরা কালো দাগ ময়লা দূর করবে। ত্বক ফর্সা টাইট ব্রাইট করতে সাহায্য করবে ।

13/09/2025

মুখ হবে ফর্সা উজ্জ্বল দাগহীন!১ চামচ অ্যালোভেরা জেল ২–৩ ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে শুধু দাগ আছে ঐ জায়গায় লাগান।২০ মি রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হয় ও দাগ হালকা হয়।লেবুতে অ্যাসিডিটি বেশি তাই দিনে সূর্যের আলোতে ব্যবহার করবেননা।১ চামচ কাঁচা দুধ হাফ চিমটি হলুদ হাফ চামচ মধু সব মিশিয়ে পুরো মুখে লাগান।শুকিয়ে গেলে ঘষে ধুয়ে ফেলুন।ত্বকের কালো দাগ পিগমেন্টেশন দ্রুত হালকা করে।হাফ টমেটো কেটে উপর থেকে চালের গুঁড়ো ছিটিয়ে মুখে ঘষুন ২–৩।১০মি রেখে ধুয়ে ফেলুন।ডার্ক স্পট,ডেড সেল রুক্ষভাব কমে

প্রাকৃতিক ফেস টোনারের উপকারিতা১.ত্বককে সতেজ ও হাইড্রেট রাখে২.রোমকূপ টাইট করে৩.অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে৪.পিগমেন্টেশন ও ...
12/09/2025

প্রাকৃতিক ফেস টোনারের উপকারিতা

১.ত্বককে সতেজ ও হাইড্রেট রাখে

২.রোমকূপ টাইট করে

৩.অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে

৪.পিগমেন্টেশন ও দাগ হালকা করতে সাহায্য করে

৫.ত্বকে ন্যাচারাল গ্লো আনে

ঘরে তৈরি ফেস টোনার রেসিপি:

গোলাপ জল – ½ কাপ

শশার রস – ২ টেবিল চামচ

অ্যালোভেরা জেল – ১ টেবিল চামচ

লেবুর রস – ½ চা চামচ (শুধু অয়েলি স্কিনের জন্য)

প্রস্তুত প্রণালী:
১. সব উপকরণ একটি কাচের বোতলে মিশিয়ে নিন।
২. ভালোভাবে ঝাঁকিয়ে ফ্রিজে রাখুন।
৩. কটন প্যাড বা স্প্রে বোতলে মুখে ব্যবহার করুন

11/09/2025

অ্যালোভেরার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব আছে। ত্বক থাকবে হাইড্রেটেড ও ফ্রেশ।এই জেল জমিয়ে নিলে সেটাই হয়ে উঠবে ত্বকের জন্য সেরা ন্যাচারাল আইস কিউব ফেস টোনার।অ্যালোভেরা বরফ কিউব কীভাবে বানাবেন-অ্যালোভেরা জেল নিন সাথে চাইলে ২–৩ চামচ গোলাপ জল অথবা শসার রস নিতে পারেন।ভালোভাবে মিশিয়ে আইস ট্রেতে ঢেলে ফ্রিজারে জমিয়ে নিন।প্রতিদিন সকালে বা রাতে মুখ ধোয়ার পর এই বরফ কিউব দিয়ে ১/২ মিনিট হালকা হাতে মালিশ করুন।মুখে লাগানোর পর স্বাভাবিকভাবে শুকিয়ে নিন।সরাসরি বরফ ত্বকে না লাগিয়ে পাতলা কটন কাপড়ে মুড়ে লাগাবেন।

গোসলের আগে বেসন+চালের গুঁড়ো+হলুদ+দুধ বা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।১+২+১এভাবে গা-হাত-পায়ে লাগিয়ে হালকা ঘষে ধুয়ে ফে...
11/09/2025

গোসলের আগে বেসন+চালের গুঁড়ো+হলুদ+দুধ বা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।১+২+১এভাবে গা-হাত-পায়ে লাগিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন।ত্বক একেবারে ফ্রেশ আর মসৃণ হবে।স্ক্রাব সপ্তাহে ২ বার ২ চামচ কফি পাউডার১চিনি২নারকেলতেল হালকা হাতে ঘষে স্ক্রাব করুন,ফুল-বডি গ্লো প্যাক।২ চামচ মুলতানি মাটি১টক দই মধুসামান্য লেবুর রস পুরো শরীরে লাগিয়ে শুকালে হালকা ঘষে ধুয়ে ফেলুন।এটি মুখে ব্যবহার করাযায়।ময়েশ্চারাইজিং-শুকনো ত্বকে অ্যালোভেরা জেল,নারকেল তেল/বডি লোশন লাগান।শোবার আগে অলিভ বা বাদাম তেল ম্যাসাজে ব্লাড সার্কুলেশন হবে।

08/09/2025

Niomito kacha holud khan

Hello dear
01/09/2025

Hello dear

“যোগ্যরা যোগ্য স্থানে গেলে হয় বিনয়ী, কারণ তারা জানে আসল পরিচয় তাদের কাজ আর চরিত্রে, পদবীতে নয়। তাদের প্রতিটি সাফল্য শেখা...
28/08/2025

“যোগ্যরা যোগ্য স্থানে গেলে হয় বিনয়ী, কারণ তারা জানে আসল পরিচয় তাদের কাজ আর চরিত্রে, পদবীতে নয়। তাদের প্রতিটি সাফল্য শেখায় নম্রতা, তাই উচ্চতায় পৌঁছেও তারা মাটির কাছেই থাকে। অন্যদিকে অযোগ্যরা যদি একই স্থান পায়, তখন তারা মনে করে ক্ষমতাই যোগ্যতার প্রমাণ। নিজেদের ঘাটতি ঢাকতে তারা অহংকারকে অস্ত্র বানায়, আর অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।যেখানে যোগ্যতা থাকে, সেখানে নম্রতা থাকে; আর যেখানে অযোগ্যতা থাকে, সেখানে জন্ম নেয় অহংকার আর দাম্ভিকতা।”

Hello dear..
28/08/2025

Hello dear..

23/08/2025
Hi  Beautiful People.How Are You.
21/09/2024

Hi Beautiful People.How Are You.

With Fayed Abrar Mazumder .  – I just got recognized as one of their top fans! 🎉
19/09/2024

With Fayed Abrar Mazumder . – I just got recognized as one of their top fans! 🎉

Address

Demajani, Bogura
Rajshahi

Telephone

+8801737389184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mou World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mou World:

Share

Category