14/09/2025
সপ্তাহে ৩ দিন গোসলের আগে১০-১৫ মিনিট রেখে ধুতে হবে। তারপর অবশ্যই কোনো ময়েশ্চারাইজার মুখে মাখতে হবে। ২ থেকে ৩ চামচ কাঁচা দুধ। তৈলাক্ত ত্বক হলে গোলাপ জল ব্যবহার করতে হবে।১/৪ ফিটকিরি গুঁড়ো ১ চামচ মুলতানি মাটি ভালো করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।ফিটকারি ওপেনপোরস টাইট করবে।ত্বকে অতিরিক্ত ঘাম হতে দেবে না। মুখের যে কোন কালো দাগ দূর করতে সাহায্য করবে।বলিরেখা দূর করতে সাহায্য করবে।মুলতানি মাটি ত্বক ফর্সা করবে ত্বক থেকে নোংরা কালো দাগ ময়লা দূর করবে। ত্বক ফর্সা টাইট ব্রাইট করতে সাহায্য করবে ।