City Of IT

City Of IT City of Information and Technology☺️

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

চাইনিজ এআই কোম্পানি ডিপসিক গত সোমবার মার্কিন টেক স্টকগুলিতে ব্যাপক বিক্রয়ের সূত্রপাত ঘটানোর জন্য বিশ্বব্যাপী শিরোনামে এ...
29/01/2025

চাইনিজ এআই কোম্পানি ডিপসিক গত সোমবার মার্কিন টেক স্টকগুলিতে ব্যাপক বিক্রয়ের সূত্রপাত ঘটানোর জন্য বিশ্বব্যাপী শিরোনামে এসেছে, যেখানে এনভিডিয়ার শেয়ার প্রায় ২০% নেমে গেছে।

চীনে, ডিপসিককে ঘিরে উত্তেজনার কারণে কিছু পাবলিক কোম্পানির শেয়ার মূল্য আকাশচুম্বী হয়ে উঠেছে, যাদের ডিপসিকের সাথে সংযোগ থাকার কথা বলা হচ্ছে। সমস্যা হলো: এই কোম্পানিগুলো ডিপসিকে বিনিয়োগ করেছে বা তাদের সাথে সহযোগিতা করেছে এমন কোনো প্রমাণ নেই।

ডিপসিকের সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে কথিত হুয়াজিন ক্যাপিটাল এবং ঝেজিয়াং ওরিয়েন্টের শেয়ার সোমবার ১০% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সাবলাইম চায়না ইনফরমেশন নামের একটি গবেষণা কোম্পানির শেয়ার ২০% লাফিয়েছে, কারণ বলা হচ্ছে তারা ডিপসিকের সাথে তাদের এআই মডেল নিয়ে কাজ করছে। (এগুলো চীনের স্টক এক্সচেঞ্জে দৈনিক সর্বোচ্চ লাভের সীমা।)

তবে, সাবলাইম চায়না ইনফরমেশন একটি প্রকাশনায় ডিপসিকের সাথে তাদের কোনো সহযোগিতা নেই বলে জানিয়েছে, এবং হুয়াজিন ক্যাপিটাল একটি চীনা ব্যবসায়িক সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তারা কখনোই ডিপসিকে বিনিয়োগের কথা প্রকাশ করেনি। বিনিয়োগ কোম্পানি ঝেজিয়াং ওরিয়েন্ট টেকক্রাঞ্চের অনুরোধের জবাব দেয়নি, তবে পাবলিকভাবে এমন কোনো প্রমাণও নেই যে তারা ডিপসিকের বিনিয়োগকারী।

এই গুজবগুলি সম্ভবত চীনের কিছু অপ্রমাণিত তালিকা থেকে উৎপত্তি লাভ করেছে, যেগুলোতে বিভিন্ন পাবলিক কোম্পানির নাম ডিপসিকের সাথে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে এবং এই তালিকাগুলো ভাইরাল হয়েছে।

ডিপসিক, একটি প্রাইভেট কোম্পানি, কখনোই পাবলিকভাবে কোনো ভিসি বিনিয়োগের ঘোষণা দেয়নি, এবং চীনের কর্পোরেট রেকর্ডে ডিপসিকের ক্যাপ টেবিলে কোনো ভিসি ফার্মের উল্লেখ নেই। পরিবর্তে, ডিপসিক গঠনকারী তিনটি সত্তার সুবিধাভোগী মালিক হিসেবে তালিকাভুক্ত রয়েছেন এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। ডিপসিক কোয়ান্ট ফার্ম হাই-ফ্লায়ার দ্বারা অর্থায়িত (যার সিইও ওয়েনফেং), এবং গত বছর চীনা মিডিয়া আউটলেট ওয়েভসকে ওয়েনফেং জানান যে তাদের তহবিল সংগ্রহের কোনো পরিকল্পনা নেই।

২০২৩ সালে একই মিডিয়া আউটলেটের সাথে একটি সাক্ষাৎকারে ওয়েনফেং বলেন যে তিনি বিভিন্ন তহবিল উৎসের সাথে আলোচনা করেছিলেন, কিন্তু ভিসিগুলো একটি গবেষণা-কেন্দ্রিক কোম্পানিতে বিনিয়োগ করতে "দ্বিধাগ্রস্ত" বলে মনে হয়েছিল, বরং তারা বাণিজ্যিকীকরণকে অগ্রাধিকার দিচ্ছিল।

ডিপসিক টেকক্রাঞ্চের মন্তব্য অনুরোধের জবাব দেয়নি।

"জেনে রাখো, মনোভাবই সবকিছু! 💫 নিজেকে আবিষ্কার করো প্রতিটি স্টাইলে। ✨ "
29/01/2025

"জেনে রাখো, মনোভাবই সবকিছু! 💫 নিজেকে আবিষ্কার করো প্রতিটি স্টাইলে। ✨ "

তেলাপোকাও একটা পাখি,রিয়াসাদ আজিমও একটা সাংবাদিক। গত কিছুদিন যাবত আজিম দায়িত্ব নিয়ে যে রিপোর্ট গুলো করছেঃ-১) ওয়ার্ল্ডকাপে...
17/05/2024

তেলাপোকাও একটা পাখি,
রিয়াসাদ আজিমও একটা সাংবাদিক।

গত কিছুদিন যাবত আজিম দায়িত্ব নিয়ে যে রিপোর্ট গুলো করছেঃ-
১) ওয়ার্ল্ডকাপের শেষ মুহুর্তে লিটন বাদ।
২) ক্যাপ্টেন থেকে শান্ত কে ড্রপ করার ফিসফাস নাকি বোর্ডে চলতেছে।
৩) বিশ্বকাপে ক্যাপ্টেন রিয়াদ, শান্ত একাদশে থাকাই প্রশ্নবিদ্ধ।
৪) সাইফুদ্দিন ওয়ার্ল্ডকাপে যাচ্ছে।
৫) তামিম কে বিশ্বকাপ খেলতে বিসিবির চাপ।
৬) বিশ্বকাপে ফিরছেন তামিম।

আজিম যা যা রিপোর্ট করে এদেশের আবেগীদের খাওয়াইছে তার একটাও কিন্তু সত্য হয়নি।

লিটন বাদ পড়েনি, রিয়াদ ক্যাপ্টেন হয়নি, শান্ত কে ক্যাপ্টেন থেকে ড্রপ করেনি, সাইফুদ্দিন বিশ্বকাপে ডাক পায় নি, তামিম কে বিসিবির কেউ ফিরতে বলেনি, তামিম বিশ্বকাপে ফেরেনি।

অবাক লাগে এই আজিমের ফ্যানবেজও নাকি এদেশে আছে।
তাঁর রিপোর্ট গুলো অনেকে আবার বিশ্বাসও করে।
ওয়াক থু............

কম্পিউটার ইঞ্জিনিয়ার জুকার কাকুর বর্তমান অবস্থা 🐸।
06/03/2024

কম্পিউটার ইঞ্জিনিয়ার জুকার কাকুর বর্তমান অবস্থা 🐸।

05/03/2024

হুদাই Forgot password দিয়ে ৪-৫ বার password change করলাম! 🙂

05/03/2024

কি অবস্থা সবার?? 🤣
খুব বেশী ভয় পেয়ে গিয়েছিলেন নাকি? 🥹🥹
পুনশ্চঃ এখনো সব ফিচার এক্সেস করা যাচ্ছে না। অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে।

05/03/2024

তারপর Facebook Id কে খেয়ে দিয়েছিলো বলে ভেবেছিলেন?

Mention Him/her

The picture speaks.
13/10/2023

The picture speaks.

11/10/2023

রাতের রাজশাহী

10/10/2023

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??
যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!
১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।
৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!
৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
১০. পবিত্র কোর আনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।
১১. মসজিদটি মুসলমানদের প্রথম কিবলা। রাসুল (সা:) এর প্রথম দিকে এদিকে রুখ করে নামাজ আদায় হতো। মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে কিবলা পরিবর্তনের ওহী নাজিল হয়।
"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)
❝আল্লাহর পক্ষ হতে সাহায্য ও আসন্ন বিজয় এবং (হে রাসূল!) আপনি মুমিনদেরকে (এর) সুসংবাদ শুনিয়ে দেন।❞ - (সূরা সফ : ১৩)

09/10/2023

#ফিলিস্তিন_জিন্দাবাদ

Address

Charghat Rajshahi
Rajshahi
6270

Alerts

Be the first to know and let us send you an email when City Of IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City Of IT:

Share