07/07/2025
বাংলাদেশের নওগাঁ জেলার কুসুম্বা গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস —কুসুম্বা মসজিদ, যা নির্মিত হয় ১৫৫৮ সালে।পুরোটাই পাথরে তৈরি, আফগান স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন।আজও মসজিদটি টিকে আছে যুদ্ধ, ভূমিকম্প আর শত শত বছরের প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে।এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাসের একটি জীবন্ত সাক্ষ্য।📍 অবস্থান: কুসুম্বা, মান্দা, নওগাঁ🕰️ নির্মাণকাল: ১৫৫৮ সাল❤️ লাইক দিন, 📤 শেয়ার করুন, আর 📥 পেজে ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ঐতিহ্যের গল্প জানতে। #কুসুম্বা_মসজিদ