20/03/2025
❝ চ্যালেঞ্জ ❞ সিনেমার ১৬ বছর
----------------------------------
◑ ওপেনিং ⇨ অল টাইম রেকর্ড।
◑ বাজেট ⇨ ₹২.২৫ কোটি।
◑ ডমেস্টিক নেট ⇨ ₹৫.১০ কোটি।
◑ ডমেস্টিক গ্রোস ⇨ ₹৭.০০ কোটি।
◑ মুদ্রাস্ফীত ডমেস্টিক নেট ⇨ ₹২২.৫০ কোটি।
◑ মুদ্রাস্ফীত ডমেস্টিক গ্রোস ⇨ ₹২৭ কোটি।
❍ ফলাফল ⇨ All Time 𝖡𝖫𝖮𝖢𝖪𝖡𝖴𝖲𝖳𝖤𝖱
----------------------------------------
⏺ গোটা ইন্ডাস্ট্রি যখন ₹৪০ লাখ ওপেনিং তুলতে হিমশিম খাচ্ছে তখন এটি নন-হলিডে তে ₹৫৬ লাখ নেট (₹৭৭ লাখ গ্রোস) ওপেনিং তুলে অল টাইম রেকর্ড করে।
⏺ বাংলা সিনেমার একপ্রকার গেম চেঞ্জার। এর মাধ্যমে দেব নাম্বার ১ স্টার হন এবং সিঙ্গেল স্ক্রিনে রেকর্ড কালেকশনের জন্যে অনেক হলেরও কামব্যাক হয়। শোনা যায় চ্যালেঞ্জের সাফ্যলের পরেই আবারো ইয়ংস্টাররা অ্যাকশনে মনোযোগ দেওয়া শুরু করে।
⏺ একুশ শতকে টালিগঞ্জের সবথেকে আইকনিক এন্ট্রি সিন রয়েছে এই ছবিতে।
⏺ দেবের প্রথম রেকর্ড ওপেনিং, রেকর্ড উইকেন্ড ও রেকর্ড ফার্স্ট উইক।
⏺ টালিগঞ্জে ২০০৯ সালের ২য় হায়েস্ট গ্রোসার।
⏺ টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ৩য় ₹৫ কোটি নেট, দেবের প্রথম ₹৫ কোটি নেট।
⏺ দেব-শুভশ্রী জুটির প্রথম ছবি, এই সময়েই তারা সম্পর্কে জড়িয়ে পড়ে।
⏺ রাজ চক্রবর্তীর দ্বিতীয় ছবি। দেবের সাথে তার প্রথম ছবি।
⏺ এটি তেলুগু ফিল্ম 𝖣𝗂𝗅 (𝟤𝟢𝟢𝟥) এবং 𝖡𝗎𝗇𝗇𝗒 (𝟤𝟢𝟢𝟧) এর সংমিশ্রনে বানানো। যদিও আমার পার্সোনালি রিমেকটা অরিজিনালের থেকেও বেটার লেগেছে।
⏺ ছবির 𝖬𝖺𝗁𝗂 𝖵𝖾 গানটি শুটিং হয়েছিল দুবাইতে যা বাংলা সিনেমা হিসেবে দ্বিতীয়।
⏺ সিনেমার পুরো অ্যালবামই ছিলো চার্টবাস্টার যার মধ্যে ❝মাহি ভে❞, ❝ভজ গৌরাঙ্গ❞, ❝চ্যালেঞ্জ নিবি না❞ ও ❝বন্ধুরা এলোমেলো❞ গান ৪টি সবথেকে পছন্দের।
⏺ টালিগঞ্জের ইতিহাসে হাতেগোনা ছবি চ্যালেঞ্জের প্রি-রিলিজ হাইপ ম্যাচ করেছে। ওই সময়ে থিম মিউজিক থেকে কলেজে দেবের এন্ট্রির সেই ব্যাগও ট্রেন্ড হয়ে গেছিলো। সবার মুখে শোনা যেত ছবির ডায়ালগ। ৩ খানা হিন্দি ছবির সঙ্গে ক্ল্যাশে মুক্তি পেয়ে কম শোটাইম নিয়েও পশ্চিমবঙ্গে ??𝗁??𝗃𝗂𝗇𝗂 এর ওপেনিং ভেঙ্গে দিয়েছিলো।