14/09/2025
☔⛈☁️ বৃষ্টি বলয়ের আজ প্রথম দিনের অবস্থা_____!
হ্যাঁ, বৃষ্টি বলয়ের আজ প্রথম দিনেই দেশের অনেক স্থানে বৃষ্টি বলয় বেশ সক্রিয় হয়ে উঠেছে ভোররাত থেকেই । দেশের উত্তর-পশ্চিম ও উত্তরাঞ্চল সহ দেশের অভ্যন্তরে বেশ গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে এবং আরও মেঘ তৈরি হচ্ছে ও মেঘ গুলো ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে ।
এই মুহূর্তে সম্পূর্ণ ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ, আংশিক রাজশাহী, ঢাকা, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগ স্থানভেদে হাল্কা-মাঝারি ও মাঝারি-ভারি বজ্রবৃষ্টিতে আক্রান্ত ।
বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, আলীকদম, নীলগিরি, বান্দরবান, কুতুবদিয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কাপ্তাইলেক, মহালছড়ি, খাগড়াছড়ি, পানছড়ি, সাজেক, মিরেরসরাই, সন্দীপ, সীতাকুন্ড, সর্ণদ্বীপ, মনপুরাদ্বীপ, ভাসানচর, সেন্টমার্টিন, ভোলা, বরিশাল, বরগুনা, কুঁয়াকাটা, মংলা, ত্রিপুরা-মিজোরাম, মণিপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গজারিয়া, নরসিংদী, ঢাকা, কুলিয়ারচর, পলাশ, গাজীপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রসুলপুর, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ী, সিরাজগঞ্জ, তারাশ, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নঁওগা, নাটোর, পাবনা, ঈশ্বরদী, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও এর পার্শ্ববর্তী স্থানসমূহে স্থানভেদে হাল্কা-মাঝারি ও মাঝারি-ভারি বজ্রবৃষ্টি হচ্ছে ।
মেঘ গুলো আরও বিস্তৃত হওয়ার ফলে পরবর্তীতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাপাহার, নাটোর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সাভার, টঙ্গী, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীনগর, শ্রীমঙ্গল, করিমগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও এর পার্শ্ববর্তী স্থানসমূহ বজ্রবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে বা হতে পারে । কাজেই সতর্ক থাকুন ।
☁️ আকাশ : বর্তমানে সারাদেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা-মেঘাচ্ছন্ন হয়ে আছে ।
☁️ মেঘের গতিপথ : বর্তমানে বৃষ্টিবাহী মেঘের গতিপথ গড়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব হতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ।
☑ যাহোক বেশকিছু দিন পর আজ থেকে আবারও বৃষ্টি বলয়ের জ্বালা উপভোগ করুন ।
আর প্রতি মুহূর্তের নতুন আবহাওয়ার আপডেট জানতে নিয়মিত পেজের পোস্ট গুলোতে নজর রাখুন এবং আমাদের সাথেই থাকুন ।
✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।
👇 চিত্র : নিচের চিত্রে এই মুহূর্তে বৃষ্টিতে আক্রান্ত হওয়া অঞ্চল গুলো দেখুন_____!
#আপডেটঃ ১৪ ই সেপ্টেম্বর ২০২৫, রবিবার, সকাল ৬:১৫ মিনিটে ।
ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.