Weather Analysis & Weather Report

Weather Analysis & Weather Report আবহাওয়ার খবর সবার আগে পেতে নজর রাখুন আমাদের পেজে
(Our page is 10 years old, this page has been running since 2015)

16/09/2025

☔🌧⛈ এই মুহূর্তে রাজশাহীতে ভারি বৃষ্টি ও বর্ষণ চলছে_____!

16/09/2025

☔🌧⛈🌧☔
আজও প্রায় ঘন্টা খানেক হয়ে গেলো এই মুহূর্তে রাজশাহীতে মুষলধারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ।

15/09/2025

☔🌧⛈🌧☔
এই মুহূর্তে রাজশাহী, ঈশ্বরদী, নাটোর, বগুড়া ও নঁওগার পার্শ্ববর্তী স্থানসমূহে মুষলধারে বৃষ্টি হচ্ছে ।

☔🌧⛈ দেশের অবস্থা খানা দেখুন_____!বৃষ্টি বলয়ের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের বর্তমান অবস্থা দেখুন । আলাদা করে আর এলাকা উল্ল...
15/09/2025

☔🌧⛈ দেশের অবস্থা খানা দেখুন_____!

বৃষ্টি বলয়ের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের বর্তমান অবস্থা দেখুন । আলাদা করে আর এলাকা উল্লেখ করছি না । চিত্র দেখেই আপনার এলাকার বর্তমান অবস্থা বুঝে নিন ।

🌏 ৫.৫ দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত_____! হ্যাঁ, বাংলাদেশ সময় আজ বিকাল ৫:১১ মিনিটে ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশ...
14/09/2025

🌏 ৫.৫ দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত_____!

হ্যাঁ, বাংলাদেশ সময় আজ বিকাল ৫:১১ মিনিটে ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল এর পার্শ্ববর্তী কিছু স্থানে মৃদু-মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ।

বিশেষ করে ভুটান, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ও মণিপুরে এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ ও ঢাকা উত্তরাংশ বিভাগের পার্শ্ববর্তী স্থানসমূহে মাঝারি কম্পন অনুভূত হয়েছে ।

আর রাজশাহী, ঢাকা বিভাগের বাকি অংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ ও খুলনা বিভাগের উত্তর-পূর্বাংশের পার্শ্ববর্তী কিছু স্থানসমূহে মৃদু কম্পন অনুভূত হয়েছে ।

🎚 রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫ দশমিক ।

🌋 ভূমিকম্প টির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম সীমান্তবর্তী অঞ্চলের, ডংপাড়া এলাকার পার্শ্ববর্তী স্থানে ।

এর গভীরতা ছিল : ২৯.০ কি.মি,
অক্ষাংশ ছিল : ২৬.৬১° (উত্তর),
দ্রাঘিমাংশ ছিল : ৯২.২° (পূর্ব),
এর দূরত্ব ছিল : ৪৪০ কি.মি (এর মধ্যে),
আনুমানিক শক্তি ছিল : ১১.২ (Terajoule)

🎚 রিখটার স্কেলের মাত্রা অনুযায়ী এটি মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত ।

✅ নোট : পোস্টে উল্লেখিত অঞ্চল গুলোর পার্শ্ববর্তী কিছু স্থানসমূহ ছাড়া আর কোথাও ভূমিকম্প অনুভূত হয় নি । অতএব, গুজবে কেউ কান দিবেন না ।

✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।

👇 চিত্র : নিচের চিত্রে ভূমিকম্প টির উৎপত্তি স্থান দেখুন_____!

#আপডেটঃ ১৪ ই সেপ্টেম্বর ২০২৫, রবিবার, সন্ধ্যা ৬:৩০ মিনিটে ।

ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.

☔⛈☁️ বৃষ্টি বলয়ের আজ প্রথম দিনের অবস্থা_____!হ্যাঁ, বৃষ্টি বলয়ের আজ প্রথম দিনেই দেশের অনেক স্থানে বৃষ্টি বলয় বেশ সক্রিয...
14/09/2025

☔⛈☁️ বৃষ্টি বলয়ের আজ প্রথম দিনের অবস্থা_____!

হ্যাঁ, বৃষ্টি বলয়ের আজ প্রথম দিনেই দেশের অনেক স্থানে বৃষ্টি বলয় বেশ সক্রিয় হয়ে উঠেছে ভোররাত থেকেই । দেশের উত্তর-পশ্চিম ও উত্তরাঞ্চল সহ দেশের অভ্যন্তরে বেশ গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে এবং আরও মেঘ তৈরি হচ্ছে ও মেঘ গুলো ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে ।

এই মুহূর্তে সম্পূর্ণ ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ, আংশিক রাজশাহী, ঢাকা, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগ স্থানভেদে হাল্কা-মাঝারি ও মাঝারি-ভারি বজ্রবৃষ্টিতে আক্রান্ত ।

বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, আলীকদম, নীলগিরি, বান্দরবান, কুতুবদিয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কাপ্তাইলেক, মহালছড়ি, খাগড়াছড়ি, পানছড়ি, সাজেক, মিরেরসরাই, সন্দীপ, সীতাকুন্ড, সর্ণদ্বীপ, মনপুরাদ্বীপ, ভাসানচর, সেন্টমার্টিন, ভোলা, বরিশাল, বরগুনা, কুঁয়াকাটা, মংলা, ত্রিপুরা-মিজোরাম, মণিপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গজারিয়া, নরসিংদী, ঢাকা, কুলিয়ারচর, পলাশ, গাজীপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রসুলপুর, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ী, সিরাজগঞ্জ, তারাশ, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নঁওগা, নাটোর, পাবনা, ঈশ্বরদী, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও এর পার্শ্ববর্তী স্থানসমূহে স্থানভেদে হাল্কা-মাঝারি ও মাঝারি-ভারি বজ্রবৃষ্টি হচ্ছে ।

মেঘ গুলো আরও বিস্তৃত হওয়ার ফলে পরবর্তীতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাপাহার, নাটোর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সাভার, টঙ্গী, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীনগর, শ্রীমঙ্গল, করিমগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও এর পার্শ্ববর্তী স্থানসমূহ বজ্রবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে বা হতে পারে । কাজেই সতর্ক থাকুন ।

☁️ আকাশ : বর্তমানে সারাদেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা-মেঘাচ্ছন্ন হয়ে আছে ।

☁️ মেঘের গতিপথ : বর্তমানে বৃষ্টিবাহী মেঘের গতিপথ গড়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব হতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ।

☑ যাহোক বেশকিছু দিন পর আজ থেকে আবারও বৃষ্টি বলয়ের জ্বালা উপভোগ করুন ।
আর প্রতি মুহূর্তের নতুন আবহাওয়ার আপডেট জানতে নিয়মিত পেজের পোস্ট গুলোতে নজর রাখুন এবং আমাদের সাথেই থাকুন ।

✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।

👇 চিত্র : নিচের চিত্রে এই মুহূর্তে বৃষ্টিতে আক্রান্ত হওয়া অঞ্চল গুলো দেখুন_____!

#আপডেটঃ ১৪ ই সেপ্টেম্বর ২০২৫, রবিবার, সকাল ৬:১৫ মিনিটে ।

ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.

☔⛈☁️ ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় 'ঈশান ২'_____! হ্যাঁ, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয়...
13/09/2025

☔⛈☁️ ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় 'ঈশান ২'_____!

হ্যাঁ, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয় । মানে এই বৃষ্টি বলয় সারাদেশে সক্রিয় না হলেও দেশের অধিকাংশ এলাকায় সক্রিয় হতে পারে । তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হলে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে ।
এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৭০% এলাকায় কম-বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে ।

এটি চলতি বছরের ১২ তম বৃষ্টি বলয় ও বছরের ৮ তম মৌসুমী বৃষ্টি বলয় ।

সময়সীমা : ১৪ ই সেপ্টেম্বর হতে ১৯ শে সেপ্টেম্বর ২০২৫, পর্যন্ত (তবে পর্যায়ক্রমে একসাথে সারাদেশে নয়) ।

☔🌧 সর্বাধিক সক্রিয় : ১৫-১৮ ই সেপ্টেম্বর ২০২৫, পর্যন্ত (তবে পর্যায়ক্রমে একসাথে সারাদেশে নয়) ।
_____________________________________
☔ সক্রিয়তা :-
⚪🟣🟣 সর্বাধিক সক্রিয় : রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং দেশের সকল উপকূলীয় এলাকা ।

🟣🔴🔴 মাঝারি সক্রিয় : রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ (তবে উপকূল বাদে বাকি এলাকা) ।

🔴🟠🟠 কম সক্রিয় : নেই ।
_____________________________________
🌏 কাভারেজ : দেশের প্রায় ৭০% এলাকা ।

☑ বৃষ্টি বলয়ের নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় 'ঈশান ২'_____!

☑ বৃষ্টি বলয়ের ধরণ : প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় (৭০% এলাকায়) ।

☑ ক্যাটাগরিতে : ভারি-অতিভারি বৃষ্টি বলয় ।

নোট : এই বৃষ্টি বলয়টি দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় হতে পারে ।
এই সময় অনেক এলাকায় ভারি বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে ।

নোট : বৃষ্টি বলয় 'ঈশান ২' যেহেতু প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, তবে পুরোপুরি পূর্ণাঙ্গ নয় । তাই এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত হতে পারে বা বৃষ্টি একেবারে নাও হতে পারে ।

নোট: বৃষ্টি বলয় চালু হওয়া মানে এই নয় যে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত হবে । মূলত এই সময়সীমার মধ্যে সর্বাধিক সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে কম হতে পারে ।

নোট : বৃষ্টি বলয় 'ঈশান ২' চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা-প্রায় মেঘলা থাকতে পারে ও অধিক সক্রিয় এলাকায় মেঘলা-মেঘাচ্ছন্ন থাকতে পারে । এই বৃষ্টি বলয়ের বেশি সক্রিয় এলাকায় অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা ও দীর্ঘস্থায়ী এবং ঝাঁকে ঝাকেও হতে পারে বেশকিছু এলাকায় ।

✅ বিবরন : এই বৃষ্টি বলয়টি আগামীকাল ১৪ ই সেপ্টেম্বর দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে এবং আগামী ১৯ শে সেপ্টেম্বর দেশের রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে ।

নোট : এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০-৬০% এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে ।

🌡 তাপপ্রবাহ /ভ্যাপসা গরম : বৃষ্টি বলয় 'ঈশান ২' চলাকালীন সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল সহ অধিকাংশ এলাকায় আবহাওয়া আরামদায়ক থাকতে পারে । তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে কিছু কিছু এলাকায় ।
আর দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে মাঝেমধ্যে সামান্য ভ্যাপসা গরম অনুভূত হতে পারে ।

⚡ বজ্রপাত : বৃষ্টি বলয়ের প্রথম দিকে প্রায় তীব্র বজ্রপাত হতে পারে অধিকাংশ এলাকায় এবং পরবর্তীতে মাঝারি ধরনের বজ্রপাত হতে পারে ।

🌧 একটানা বৃষ্টি /বর্ষণ : আছে, অধিক সক্রিয় এলাকায় ।

🌧 ভারি-অতিভারি বৃষ্টি /বর্ষণ : আছে, অধিক সক্রিয় এলাকায় ।

⚠️ সিস্টেম : সম্ভাবনা কম, তবে একটি স্থল সার্কুলেশন তৈরি হতে পারে ।

⛳ কালবৈশাখী : নেই ।

⛳ ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর বড় কোনো বা গুরুতর কোনো ঝড়ের সম্ভাবনা নেই । তবে উত্তরাঞ্চলে ও উপকূলীয় এলাকায় মাঝেমধ্যেই বায়ুচাপের তারতম্যের কারণে দমকা হাওয়া থাকতে পারে ।

☑ মেঘের গতিপথ : অধিকাংশ সময় দক্ষিণ-পশ্চিম হতে উত্তর-পূর্ব দিকে গতিপথ থাকতে পারে । তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে ।

☑ বৃষ্টি বলয় 'ঈশান' এর বৈশিষ্ট্য : বৃষ্টি বলয় 'ঈশান ২' দেশের উত্তর-পূর্ব দিকের এলাকায় বেশি সক্রিয় হতে পারে । বৃষ্টি চলাকালীন সময়ে খুবই জোরে বা মুষলধারে বৃষ্টিপাত হতে পারে । আর অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর হতে পরের দিন সকালের মধ্যে ।

🌊 বন্যা ও বন্যার সতর্কতা : দেশের দক্ষিণাঞ্চলের নিচু এলাকা গুলোতে ভারি বৃষ্টি ও জোয়ারের পানির কারণে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে ।

⚠️ পাহাড়ধ্বস : যথেষ্ট সম্ভাবনা রয়েছে । বৃষ্টি বলয় 'ঈশান ২' চলাকালীন সময়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভারি বর্ষণের ফলে পাহাড়ধ্বসের যথেষ্ট বা বেশ আশঙ্কা রয়েছে । বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার পাহাড়ি অঞ্চল গুলো । অতএব এসকল পাহাড়ি অঞ্চলের বাসিন্দাগন আপনারা অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকবেন ।

⛳ সমুদ্র : বেশিরভাগ সময়েই সাগর নিরাপদ থাকতে পারে । তবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হলে কিছু দমকা হাওয়ার প্রভাবে সাময়িক কিছুটা উত্তাল হতে পারে ।

☑ রৌদের উপস্থিতি : বৃষ্টি বলয় 'ঈশান ২' চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রৌদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না, ইনশাআল্লাহ্ ।
_____________________________________
👉 আসুন এক নজরে দেখে নিই বৃষ্টি বলয় 'ঈশান ২' চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার ও বৃষ্টি বলয়ের ৬ দিনে গড়ে কতদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে :-

বিভাগের নাম :- বৃষ্টির পরিমাণ (মি:মি)
▪︎ঢাকা : ১২০-১৮০ (গড়ে ৪ দিন)
▪︎সিলেট : ১৬০-২৬০ (গড়ে ৪ দিন)
▪︎ময়মনসিংহ : ১৪০-২৬০ (গড়ে ৪ দিন)
▪︎রংপুর : ১৮০-২৫০ (গড়ে ৪ দিন)
▪︎চট্টগ্রাম : ৯০-২৫০ (গড়ে ৩ দিন)
▪︎রাজশাহী : ১১০-১৫০ (গড়ে ৩ দিন)
▪︎বরিশাল : ১৩০-২০০ (গড়ে ৩ দিন)
▪︎খুলনা : ১২০-১৫০ (গড়ে ৪ দিন)
_____________________________________
👉 আসুন এক নজরে দেখে নিই বৃষ্টি বলয় 'ঈশান ২' চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে :-

■ জেলার নাম :- বৃষ্টির পরিমাণ (মি:মি)

☆ সিলেট বিভাগ :-
▪︎সিলেট : ২১০
▪︎হবিগঞ্জ : ১৫০
▪︎মৌলভীবাজার : ১৪৫
▪︎সুনামগঞ্জ : ২১০

☆ ময়মনসিংহ বিভাগ :-
▪︎জামালপুর : ১৮০
▪︎ময়মনসিংহ উত্তর : ২১০
▪︎ময়মনসিংহ দক্ষিণ : ১৯০
▪︎নেত্রকোনা : ২৫০
▪︎শেরপুর : ২০০

☆ রংপুর বিভাগ :-
▪︎দিনাজপুর : ১৬০
▪︎গাইবান্ধা : ১৮৫
▪︎কুড়িগ্রাম : ১৮৫
▪︎লালমনিরহাট : ১৯০
▪︎নীলফামারী : ২০০
▪︎পঞ্চগড় : ২৫০
▪︎রংপুর : ১৮০
▪︎ঠাকুরগাঁও : ১৬০

☆ রাজশাহী বিভাগ :-
▪︎রাজশাহী : ১৪০
▪︎চাঁপাইনবাবগঞ্জ : ১৪০
▪︎বগুড়া : ১৮০
▪︎জয়পুরহাট : ১৯০
▪︎নওগাঁ : ১৫০
▪︎নাটোর : ১৪০
▪︎পাবনা : ১৪০
▪︎সিরাজগঞ্জ : ১৫০

☆ ঢাকা বিভাগ :-
▪︎ঢাকা : ১২০
▪︎ফরিদপুর : ১৩০
▪︎গাজীপুর : ১৪৫
▪︎গোপালগঞ্জ : ১৩০
▪︎মাদারীপুর : ১২০
▪︎মানিকগঞ্জ : ১২০
▪︎মুন্সীগঞ্জ : ১২৫
▪︎নারায়ণগঞ্জ : ১২৫
▪︎নরসিংদী : ১৩০
▪︎রাজবাড়ী : ১৩৫
▪︎শরীয়তপুর : ১৩০
▪︎টাঙ্গাইল : ১৭৫
▪︎কিশোরগঞ্জ : ২০০

☆ খুলনা বিভাগ :-
▪︎বাগেরহাট উত্তর : ১৫০
▪︎বাগেরহাট দক্ষিণ : ২০০
▪︎চুয়াডাঙ্গা : ১৩০
▪︎যশোর : ১৩৫
▪︎ঝিনাইদহ : ১৪০
▪︎খুলনা উত্তর : ১৫০
▪︎খুলনা দক্ষিণ : ১৯৫
▪︎কুষ্টিয়া : ১৪০
▪︎মাগুরা : ১৪০
▪︎মেহেরপুর : ১৩০
▪︎নড়াইল : ১৩০
▪︎সাতক্ষীরা উত্তর : ১২০
▪︎সাতক্ষীরা দক্ষিণ : ১৮০

☆ বরিশাল বিভাগ :-
▪︎বরিশাল : ১৩০
▪︎ভোলা উত্তর : ১৬০
▪︎ভোলা দক্ষিণ : ২৫০
▪︎বরগুনা : ২২০
▪︎ঝালকাঠি : ১৫০
▪︎পটুয়াখালী উত্তর : ১৬০
▪︎পটুয়াখালী দক্ষিণ : ২১০
▪︎পিরোজপুর উত্তর : ১৪০
▪︎পিরোজপুর দক্ষিণ : ১৬০

☆ চট্টগ্রাম বিভাগ :-
▪︎বান্দরবান উত্তর : ২৫০
▪︎বান্দরবান দক্ষিণ : ২০০
▪︎ব্রাহ্মণবাড়িয়া : ১১০
▪︎চাঁদপুর : ১২০
▪︎চট্টগ্রাম উত্তর : ২৫০
▪︎চট্টগ্রাম দক্ষিণ : ২৩০
▪︎কুমিল্লা উত্তর : ১১০
▪︎কুমিল্লা দক্ষিণ : ১৪০
▪︎কক্সবাজার উত্তর : ২০০
▪︎কক্সবাজার দক্ষিণ : ১৫০
▪︎সন্দ্বীপ : ২৫০
▪︎ফেনী : ২৫০
▪︎খাগড়াছড়ি উত্তর : ১৪০
▪︎খাগড়াছড়ি দক্ষিণ : ১৮০
▪︎লক্ষ্মীপুর : ১৮০
▪︎নোয়াখালী উত্তর : ১৮০
▪︎নোয়াখালী দক্ষিণ : ২৫০
▪︎রাঙামাটি উত্তর : ১৪০
▪︎রাঙামাটি দক্ষিণ : ২০০
_____________________________________
👉 আসুন এক নজরে দেখে নিই বৃষ্টি বলয় 'ঈশান ২' চলাকালীন সময়ে (ইন্ডিয়া, মায়ানমার, নেপাল ও ভুটান) এর জেলাসমূহে গড়ে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে :-

■ জেলার নাম :- বৃষ্টির পরিমাণ (মি:মি)

☆ পশ্চিমবঙ্গ :-
▪︎উত্তর ২৪ পরগনা : ১২০
▪︎দক্ষিণ ২৪ পরগনা : ১৫০
▪︎দক্ষিণ মধ্য বাংলা : ১০০
▪︎কলকাতা : ১২০
▪︎দীঘা : ৭৫
▪︎মেদিনীপুর : ৯০
▪︎বাঁকুড়া : ৯০
▪︎পুরুলিয়া : ৯৫
▪︎বর্ধমান : ১২০
▪︎আসানসোল : ৮৫
▪︎বহরমপুর : ১৪০
▪︎মালদা : ১৪০
▪︎রায়গঞ্জ : ১৬০
▪︎ইসলামপুর : ২৪০
▪︎শিলিগুড়ি : ২৫০
▪︎দার্জিলিং : ২৬০
▪︎জলপাইগুড়ি : ২৪০
▪︎কোচবিহার : ২৩০

☆ ওড়িশা :-
▪︎উত্তর ওড়িশা : ৬৫
▪︎পূর্ব-মধ্য ওড়িশা : ৬০

☆ ঝাড়খণ্ড :-
▪︎উত্তর ঝাড়খণ্ড : ৮৫
▪︎দক্ষিণ ঝাড়খণ্ড : ৭০
▪︎জামশেদপুর : ৮০
▪︎রাঁচি : ৮০
▪︎দুমকা : ১০০

☆ বিহার :-
▪︎দক্ষিণ বিহার : ১০০
▪︎পূর্ব বিহার : ১৪০
▪︎উত্তর বিহার : ১৫০

☆ আসাম :-
▪︎পশ্চিম আসাম : ২৪০
▪︎পশ্চিম-মধ্য আসাম : ১৮০
▪︎মধ্য আসাম : ১২০
▪︎পূর্ব আসাম : ১৮০
▪︎দক্ষিণ আসাম : ১৫০

☆ মেঘালয় :-
▪︎চেরাপুঞ্জি : ৩০০
▪︎দক্ষিণ-পশ্চিম মেঘালয় : ২০০
▪︎পশ্চিম-মধ্য মেঘালয় : ১৫০
▪︎পূর্ব-মধ্য মেঘালয় : ১৫০
▪︎দক্ষিণ-মধ্য মেঘালয় (E) : ২৬০
▪︎দক্ষিণ-মধ্য মেঘালয় (W) : ২৫০
▪︎মধ্য মেঘালয় : ১৫০

☆ অরুণাচল :-
▪︎দক্ষিণ-পশ্চিম অরুণাচল : ১২০

☆ ত্রিপুরা :-
▪︎মধ্য ত্রিপুরা : ১০০
▪︎ত্রিপুরা-মিজোরাম সীমান্ত : ১৪০

☆ অন্যান্য :-
▪︎মধ্য মণিপুর : ১২০
▪︎মধ্য নাগাল্যান্ড : ১১০
▪︎উত্তর মিজোরাম : ১৪০
▪︎দক্ষিণ মিজোরাম : ১৮০
__________________________________
☆ মায়ানমার :-
▪︎উত্তর চীন : ১২০
▪︎দক্ষিণ চীন : ১১০
▪︎মধ্য সাগাইং : ১৪০
▪︎দক্ষিণ-পশ্চিম সাগাইং : ১২০
▪︎উত্তর রাখাইন : ১১০
▪︎পশ্চিম-মধ্য রাখাইন : ৮৫
▪︎মধ্য মাগওয়ে : ৪৫
__________________________________

নোট : এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারণা মাত্র । অতএব, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতে পারে ।
দেশের কোনো কোনো ক্ষুদ্র স্থানে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে, আবার কোনো ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে বা বৃষ্টি নাও হতে পারে ।

নোট : প্রাকৃতিক কারণে বৃষ্টি বলয় 'ঈশান ২' এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস /বৃদ্ধি বা বিলুপ্তি হতে পারে ।

নোট: এই আপডেট টি মূলত সম্ভাব্য আবহাওয়া প্যারামিটার গুলো বিশ্লেষনের উপর ভিত্তি করে সতর্কতামূলক একটি পূর্বাভাস । এই পূর্বাভাস প্রাকৃতিক কারণে যেকোনো সময় পরিবর্তনযোগ্য । তাই যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসরণ করবেন ।

❤ বৃষ্টি বলয় 'ঈশান' নামকরণ : বৃষ্টি বলয় 'ঈশান' নামকরণ করেছেন (Bangladesh Weather Observation Team) ।

নোট : 'Bwot Weather' বাংলাদেশের একমাত্র বেসরকারি আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয়ের নামকরণ করে থাকেন । 'Bwot Weather' ছাড়া আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করতে পারবেন না ।

☔ পরবর্তী বৃষ্টি বলয়ের নাম :_____!

☑ পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team.

☑ চিত্র (Graphic) : মশিউর রহমান (জনি)_____!

❤ সার্বিক সহযোগিতায় : 'Bwot Team' এর সকল সদস্যবৃন্দ ।

নোট : সবচেয়ে নির্ভরশীল ও আরও ভালো আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস গুলো দেখবেন ও যেকোনো প্রয়োজনে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই (BMD) এর সাথে যোগাযোগ করবেন ।

✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।

👇 চিত্র : নিচের গ্রাফিক চিত্রটি দেখে আপনার এলাকার অবস্থা বুঝে নিন_____!

#আপডেটঃ ১৩ ই সেপ্টেম্বর ২০২৫, শনিবার, রাত ১০:৪৫ মিনিটে ।

ধন্যবাদান্তে,
Bwot Weather.
(A Virtual Weather Research Center of Bangladesh)
_____________________________________
ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.

🌀☔⛈ ট্রপিকাল সিস্টেম (লঘুচাপ) আপডেট_____!গতকাল রাতে পশ্চিম-মধ্য বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি একটি...
13/09/2025

🌀☔⛈ ট্রপিকাল সিস্টেম (লঘুচাপ) আপডেট_____!

গতকাল রাতে পশ্চিম-মধ্য বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি একটি লঘুচাপ সৃষ্টি হয় । তবে এটি খুব একটা সুগঠিত হওয়ার সম্ভাবনা নেই এবং এটি আমাদের দেশের দিকেও আসার কোনো সম্ভাবনা নেই ।
______________________________
🌀 লঘুচাপ এর সর্বশেষ অবস্থান :-

ক্যাটাগরি : লঘুচাপ (LPA)
সময় : @ 5:00pm BST (+6 GMT)
ভৌগলিক অবস্থান : 17.55° (N), 82.17° (E)
বর্তমান বাতাসের গতিবেগ (১±) : ২৫ কি.মি /ঘণ্টা
সর্বোচ্চ বাতাসের গতিবেগ : ৩৫ কি.মি /ঘণ্টা
লঘুচাপ কেন্দ্রের বায়ুচাপ : ১০০৪ মিলিবার
গতিপথ (গত ৬ ঘন্টায়) : গড়ে পশ্চিম দিকে ১৫ কি.মি /ঘন্টা
______________________________
এই লঘুচাপ টি ইতিমধ্যেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করা শুরু করেছে ।

এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ এর উপকূলীয় অঞ্চল সহ তার পার্শ্ববর্তী আরও অনেক স্থানে যথেষ্ট ভারি বৃষ্টি বা বর্ষণের সম্ভাবনা আছে । যদিও ইতিমধ্যেই এর পার্শ্ববর্তী স্থান গুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে ।

এই লঘুচাপ এর সরাসরি প্রভাব আমাদের দেশে নেই ।
তবে এর পরোক্ষ প্রভাবে আমাদের দেশের উপকূলীয় অঞ্চল গুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাবে, যেমনটা গতদিনের লাইভ আপডেটে বলেছিলাম । যদিও ইতিমধ্যেই উপকূলীয় এলাকা গুলোতে গতকাল রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে এর প্রভাবে ।

আর এই বৃষ্টিপাত আগামীকাল হতে আরও বৃদ্ধি পেতে পারে মৌসুমী বায়ু সক্রিয় ও অক্ষরেখা সংযুক্ত হওয়ার কারণে ।

বর্তমানে উত্তর বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক আছে । তবে উত্তর বঙ্গোপসাগরে বাতাস বৃদ্ধি পেলেও তা খুব বেশি বিপদজ্জনক নয় ।

তবে সিস্টেম টি যদি আরও কিছুটা শক্তি সঞ্চয় করে, তাহলে উত্তর বঙ্গোপসাগর যেকোনো সময় কিছু উত্তাল হওয়া শুরু করতে পারে । তাই ছোট নৌযান বা ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া জেলে ভাইয়েরা আপনারা পরিস্থিতি বুঝে কিছুটা সতর্ক থাকবেন এবং প্রয়োজনে প্রতি মুহূর্তের আবহাওয়ার খবর এর দিকে নজর রাখুন ।

☑ যাহোক প্রতি মুহূর্তের নতুন আবহাওয়ার আপডেট জানতে নিয়মিত পেজের পোস্ট গুলোতে নজর রাখুন এবং আমাদের সাথেই থাকুন ।

✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।

👇 চিত্র : নিচের চিত্রে লঘুচাপ এর বর্তমান অবস্থান দেখুন_____!

#আপডেটঃ ১৩ ই সেপ্টেম্বর ২০২৫, শনিবার, দুপুর ৫:১৫ মিনিটে ।

ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.

☔⛈⚡ উত্তরাঞ্চলে বজ্রবৃষ্টি চলছে_____!এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, শ্রীনগর, শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ উ...
12/09/2025

☔⛈⚡ উত্তরাঞ্চলে বজ্রবৃষ্টি চলছে_____!

এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, শ্রীনগর, শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ উত্তরাংশ, রৌমারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভোলা, ভাসানচর, সর্ণদ্বীপ, মনপুরাদ্বীপ, সন্দীপ, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন এর পার্শ্ববর্তী স্থানসমূহে স্থানভেদে ছিঁটেফোঁটা-হাল্কা ও হাল্কা-কিছুটা মাঝারি বজ্রবৃষ্টি হচ্ছে ।

আগামীকাল থেকে ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চল গুলোতে বৃষ্টির প্রভাব বৃদ্ধি পেতে পারে ।

এর পাশাপাশি পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব বৃদ্ধি পেতে পারে ।

এই মুহূর্তে দেশের অধিকাংশ স্থানের আকাশ প্রায় আংশিক মেঘলা-মেঘাচ্ছন্ন হয়ে আছে । তবে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিবাহি মেঘের উপস্থিতি বেশি আছে ।

☁️ মেঘের গতিপথ : বর্তমানে মেঘের গতিপথ গড়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব হতে উত্তর উত্তর-পশ্চিম দিকে ।

☑ যাহোক প্রতি মুহূর্তের নতুন আবহাওয়ার আপডেট জানতে নিয়মিত পেজের পোস্ট গুলোতে নজর রাখুন এবং আমাদের সাথেই থাকুন ।

✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।

👇 চিত্র : নিচের চিত্রে এই মুহূর্তে বৃষ্টিতে আক্রান্ত হওয়া অঞ্চল গুলো দেখুন_____!

#আপডেটঃ ১৩ ই সেপ্টেম্বর ২০২৫, শনিবার, দিবারাত ২:৪৫ মিনিটে ।

ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.

☔⛈⚡ হাল্কা-মাঝারি ও মাঝারি-কিছুটা ভারি বজ্রবৃষ্টির সতর্কতা_____!এই মুহূর্তে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনার দক্ষিণাংশ ব...
12/09/2025

☔⛈⚡ হাল্কা-মাঝারি ও মাঝারি-কিছুটা ভারি বজ্রবৃষ্টির সতর্কতা_____!

এই মুহূর্তে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনার দক্ষিণাংশ বিভাগ ও ঢাকার দক্ষিণ-পূর্বাংশ বিভাগের অধিকাংশ স্থান এবং রংপুরের উত্তর-পশ্চিমাংশ বিভাগের কিছু স্থান বজ্রবৃষ্টিতে আক্রান্ত ।

বিশেষ করে সাতক্ষীরা, মংলা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনা, বরিশাল, কুঁয়াকাটা, শরীয়তপুর, মাদারীপুর, ভোলা, সর্ণদ্বীপ, সন্দীপ, মনপুরাদ্বীপ, ভাসানচর, সীতাকুন্ড, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কাপ্তাইলেক, মহালছড়ি, খাগড়াছড়ি, সাজেক, পানছড়ি, ফেনী, মিরেরসরাই, নোয়াখালী, লক্ষ্মীপুর, লাকসাম, রায়পুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ত্রিপুরা, গজারিয়া, মুন্সীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, দোহার, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুলিয়ারচর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীনগর, শ্রীমঙ্গল, সিলেট, করিমগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এর পার্শ্ববর্তী স্থানসমূহে স্থানভেদে হাল্কা-মাঝারি ও মাঝারি-কিছুটা ভারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হচ্ছে ।

পরবর্তীতে খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থান এবং তারপর রাজশাহী বিভাগেরও বেশকিছু স্থান আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে ।
তার পাশাপাশি রংপুর বিভাগেরও কিছু কিছু স্থান আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে । তবে এসকল বিভাগের কিছু কিছু স্থান বৃষ্টিহীনও থাকতে পারে ।

আজ থেকে ধীরে ধীরে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের পাশাপাশি দেশের অভ্যন্তরেও বৃষ্টির প্রভাব বৃদ্ধি পেতে দেখা যাবে ।

বৃষ্টিতে আক্রান্ত এসকল অঞ্চলের কিছু স্থানে আকস্মিক বজ্রপাতের সম্ভাবনাও থাকছে । কাজেই সতর্ক থাকবেন ।

☁️ আকাশ : বর্তমানে দেশের অধিকাংশ স্থানের আকাশ প্রায় মেঘলা-মেঘাচ্ছন্ন হয়ে আছে ।

☁️ মেঘের গতিপথ : বর্তমানে মেঘের গতিপথ গড়ে দক্ষিণ-পূর্ব হতে উত্তর-পশ্চিম দিকে ।

☑ যাহোক প্রতি মুহূর্তের নতুন আবহাওয়ার আপডেট জানতে নিয়মিত পেজের পোস্ট গুলোতে নজর রাখুন এবং আমাদের সাথেই থাকুন ।

✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।

👇 চিত্র : নিচের চিত্রে এই মুহূর্তে বৃষ্টিতে আক্রান্ত হওয়া ও পরবর্তীতে আক্রান্ত হওয়ার সম্ভাব্য অঞ্চল গুলো দেখুন_____!

#আপডেটঃ ১২ ই সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, সকাল ৬:৩০ মিনিটে ।

ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.

☔⛈⚡ বজ্রবৃষ্টির সতর্কতা_____!এই মুহূর্তে গোদাগাড়ী, তানোর, শিবগঞ্জ, রহনপুর, চাঁপাই, ভোলাহাট ও নঁওগার পার্শ্ববর্তী কিছু স...
11/09/2025

☔⛈⚡ বজ্রবৃষ্টির সতর্কতা_____!

এই মুহূর্তে গোদাগাড়ী, তানোর, শিবগঞ্জ, রহনপুর, চাঁপাই, ভোলাহাট ও নঁওগার পার্শ্ববর্তী কিছু স্থানে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হচ্ছে বা হতে যাচ্ছে মাত্র কিছুক্ষণের মধ্যেই । কাজেই সতর্ক থাকুন ।

☔⛈☁️ ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় 'ঈশান ২'_____!হ্যাঁ, এটি একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় ও একটি আংশিক ব...
10/09/2025

☔⛈☁️ ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় 'ঈশান ২'_____!

হ্যাঁ, এটি একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় ও একটি আংশিক বৃষ্টি বলয় । মানে এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের একটি নির্দিষ্ট অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে ।

সম্ভাব্য সময়সীমা : ১৪ ই সেপ্টেম্বর হতে ১৯ শে সেপ্টেম্বর ২০২৫, পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বেশকিছু এলাকায় ।

☔ সক্রিয়তা :-
🔴 অধিক সক্রিয় : সম্পূর্ণ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ ।

🟠 মাঝারি সক্রিয় : ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বাকি অংশ ।

⚡ বজ্রপাত : এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে আক্রান্ত অঞ্চলের কিছু স্থানে মাঝারি-তীব্র বজ্রপাত হতে পারে ।

নোট : এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের উত্তরাঞ্চল বাদে বাকি এলাকায় বৃষ্টির পরিমাণ মোটামুটি বৃদ্ধি পেতে পারে । তবে তার আগেই উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে ।

☑ যাহোক এই বৃষ্টি বলয়ের আরও বিস্তারিত আপডেট খুব শীঘ্রই আসছে । অতএব, বিস্তারিত জানার জন্য প্রতি মুহূর্তের নতুন আবহাওয়ার আপডেট ও নিয়মিত পেজের পোস্ট গুলোতে নজর রাখুন এবং আমাদের সাথেই থাকুন ।

✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।

👇 চিত্র :_____!

#আপডেটঃ ১০ ই সেপ্টেম্বর ২০২৫, বুধবার, রাত ১০:৩০ মিনিটে ।

ধন্যবাদান্তে,
Bwot Weather
(A Virtual Weather Research Center of Bangladesh).
___________________________________
ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.

Address

No Street Applicable
Rajshahi
RAJSHAHIGPO-6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weather Analysis & Weather Report posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weather Analysis & Weather Report:

Share