17/07/2024
এক বন্ধু পুলিশে কর্মরত আছে। কিছুক্ষণ আগে কল দিয়ে হিউজ কান্নাকাটি করলো। ওদের বুক ফেঁটে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছেনা। ওদের হাত-পা'ও বাঁধা।😑
ও সবার প্রতি কিছু পরামর্শ দিয়েছে:
১) এখন পুলিশ সর্বোচ্চ টিয়ারশেল এবং শটগান ব্যবহার করবে। এর উপরে কিছুই করবেনা। এটাই তাদের নির্দেশনা। সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই। মাঠে বুক চিতিয়ে লড়াই করার অনুরোধ রেখেছেন।
২) টিয়ারশেল মারার পরে কখনোই মুখে পানি দেয়া যাবেনা বা ভিজা কিছু দিয়ে মুখ মোছা যাবেনা। এতে গ্যাসের তীব্রতা বাড়বে, মুখে জ্বালাপোড়া করবে। এক্ষেত্রে, লাইট জাতীয় কিছু রাখার পরামর্শ দিয়েছেন।
৩) শটগান সাধারণত রাবার বুলেটই। এটার ক্ষেত্রে ভারী কাপড় পরিধানের পরামর্শ দেয়া হয়েছে। মাথাতে পারলে হেলমেট জাতীয় কিছু ব্যবহার করতে বলা হয়েছে।
সর্বোপরি, ওর বারবারই কথা ছিলো। বন্ধু আমাদের বুক ফেঁটে যাচ্ছে কষ্টে। আমরা কিছুই করতে পারছিনা। তোরা তোদের সর্বোচ্চটুকু দিয়ে এই আন্দোলন চালিয়ে যা। ভয় পেয়ে মাঠ ছাড়িস না। ইনশাআল্লাহ নতুন সূর্য উদিত হবে।❤️
- ধন্যবাদ।
(এক পুলিশের আর্তনাদ)