Pøp Çörñ

Pøp Çörñ কোটা সংস্কার আন্দোলন আপডেট Loading...

17/07/2024

এক বন্ধু পুলিশে কর্মরত আছে। কিছুক্ষণ আগে কল দিয়ে হিউজ কান্নাকাটি করলো। ওদের বুক ফেঁটে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছেনা। ওদের হাত-পা'ও বাঁধা।😑

ও সবার প্রতি কিছু পরামর্শ দিয়েছে:

১) এখন পুলিশ সর্বোচ্চ টিয়ারশেল এবং শটগান ব্যবহার করবে। এর উপরে কিছুই করবেনা। এটাই তাদের নির্দেশনা। সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই। মাঠে বুক চিতিয়ে লড়াই করার অনুরোধ রেখেছেন।

২) টিয়ারশেল মারার পরে কখনোই মুখে পানি দেয়া যাবেনা বা ভিজা কিছু দিয়ে মুখ মোছা যাবেনা। এতে গ্যাসের তীব্রতা বাড়বে, মুখে জ্বালাপোড়া করবে। এক্ষেত্রে, লাইট জাতীয় কিছু রাখার পরামর্শ দিয়েছেন।

৩) শটগান সাধারণত রাবার বুলেটই। এটার ক্ষেত্রে ভারী কাপড় পরিধানের পরামর্শ দেয়া হয়েছে। মাথাতে পারলে হেলমেট জাতীয় কিছু ব্যবহার করতে বলা হয়েছে।

সর্বোপরি, ওর বারবারই কথা ছিলো। বন্ধু আমাদের বুক ফেঁটে যাচ্ছে কষ্টে। আমরা কিছুই করতে পারছিনা। তোরা তোদের সর্বোচ্চটুকু দিয়ে এই আন্দোলন চালিয়ে যা। ভয় পেয়ে মাঠ ছাড়িস না। ইনশাআল্লাহ নতুন সূর্য উদিত হবে।❤️

- ধন্যবাদ।
(এক পুলিশের আর্তনাদ)

Pøp Çörñ Rajshahi University Our Rajshahi - আমাদের রাজশাহী Rajshahi Barta রাজশাহী বার্তা
17/07/2024

Pøp Çörñ Rajshahi University Our Rajshahi - আমাদের রাজশাহী Rajshahi Barta রাজশাহী বার্তা

17/07/2024

সাঈদের বাবার নামে একটা ব্যাংক একাউন্ট করে পাবলিক করে দিলে সবচেয়ে ভালো হয়।

17/07/2024

কমেন্টের হ্যাশট্যাগ কাউন্ট করেনা ফেসবুক অ্যালগোরিদম। কাজেই পোস্ট করুন। 595k হয়ে গেছে আলহামদুলিল্লাহ। . 1 Million হতে সময় লাগবে না ইনশাআল্লাহ






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









17/07/2024


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা রাত (১১.৪৫):
▣ হল প্রায় শুন্য শিক্ষার্থীরা নেই বললেই চলে।
▣ ভিসি চত্বরে পুলিশ ও সাংবাদিক ছিলো
▣ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের প্রতি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে
▣ আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না, আইডি কার্ড থাকলে প্রবেশ করতে বাধা দিচ্ছে।
█ ১৭ জুলাই ২০২৪ █


- মা আমি ঠিকাছি,  চিন্তা কইরো না😥 #কোটা_আন্দোলন_২০২৪
17/07/2024

- মা আমি ঠিকাছি, চিন্তা কইরো না😥
#কোটা_আন্দোলন_২০২৪

যারা কোটা আন্দোলনের পক্ষে কথা বলছে তাদের চেপে ধরা শুরু হলো তাহলে🙃😐
17/07/2024

যারা কোটা আন্দোলনের পক্ষে কথা বলছে তাদের চেপে ধরা শুরু হলো তাহলে🙃😐

17/07/2024
17/07/2024

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।

শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।
আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

- মাদ্রিদ ভক্তগুলা মাদ্রিদের মত ফিরে আসে.ইতিহাস পাল্টাই 🖤👏
17/07/2024

- মাদ্রিদ ভক্তগুলা মাদ্রিদের মত ফিরে আসে.ইতিহাস পাল্টাই 🖤👏

17/07/2024

ব্রেকিং নিউজ
আন্দলনে যোগ দিচ্ছেন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরাও ।
জেগে উঠো রাজশাহী।
✊🤟

Address

Cantonment Road, Bornali
Rajshahi
####

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pøp Çörñ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share