আনা আবদাতুল্লাহ

আনা আবদাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লী হাল 🌸💛

29/11/2025

আজকে কথা বলবো একটি Must-have প্রোডাক্ট নিয়ে। 👇
শীত মানেই ত্বক হয়ে যায় রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ। কিন্তু এই শীতে আপনার ত্বক থাকবে নরম ও ঝলমলে! এর জন্য চাই সঠিক ময়েশ্চারাইজার এবং নিয়মিত যত্ন।
​কেন শীতে ময়েশ্চারাইজার অপরিহার্য? 🤔
​শীতকালে আমাদের চারপাশের বাতাস খুব শুষ্ক থাকে। এই শুষ্ক বাতাস ত্বকের আর্দ্রতা শুষে নেয়, যার ফলে ত্বক:
​শুষ্ক ও খসখসে হয়ে যায়।
​অনেক সময় চুলকায় বা ফেটে যায়।
​ত্বকের প্রাকৃতিক সুরক্ষার স্তর (Skin Barrier) দুর্বল হয়ে পড়ে।
​ময়েশ্চারাইজার এই সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে নরম রাখে এবং রুক্ষতা দূর করে ত্বকের সুরক্ষা স্তর মজবুত করে।

আপনার ত্বককে এই শীতে গভীরভাবে আর্দ্রতা দিতে আমরা সাজেস্ট করছি ডার্মাটোলজিস্টদের পছন্দের Emolene Moisturizer
​Emolene-এর উপকারিতা:
​💧 গভীর আর্দ্রতা: এটি ত্বককে দীর্ঘ সময় ধরে হাইড্রেটেড রাখে।
​✨ নন-গ্রিজি ফর্মুলা: এটি দ্রুত ত্বকে মিশে যায় এবং তেলতেলে ভাব সৃষ্টি করে না। সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।
​🌿 কোমল ও মসৃণ ত্বক: এর হালকা ফর্মুলা ত্বককে নরম ও মসৃণ করে তোলে।
​⚖️ ত্বকের ভারসাম্য রক্ষা: এটি ত্বকের স্বাভাবিক pH ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে।

​ব্যবহারের টিপস:
​সকালে এবং রাতে মুখ পরিষ্কার করার পর এবং গোসলের পর সামান্য ভেজা ত্বকে এটি ব্যবহার করুন। Elegance By Moonmoon এর ফেস প্যাক ব্যবহার এর পর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না। একদম জমে ক্ষীর 😍
ইনবক্স করুন ফেসপ্যাক এর প্রাইস জানতে ও অর্ডার করতে

29/11/2025

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনা আবদাতুল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share