অসমাপ্ত ডাইরী

অসমাপ্ত ডাইরী "অমীমাংসিত অধ্যায়ের শেষ অনুচ্ছেদ"

যে বৈধ অধিকার থেকে বন্ঞ্চিত করেছে,রিজিক নিয়ে খেলেছে,পথে বসানোর পরিকল্পনার করেছে,ভালোবাসা'র নিখুঁত অভিনয় করেছে,সু-চতুর ভা...
03/08/2025

যে বৈধ অধিকার থেকে বন্ঞ্চিত করেছে,
রিজিক নিয়ে খেলেছে,
পথে বসানোর পরিকল্পনার করেছে,
ভালোবাসা'র নিখুঁত অভিনয় করেছে,
সু-চতুর ভাবে সম্মানহানির চেষ্টা করেছে,
নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়েছে,
তাকে অভিশাপ দেবনা...!!
তবে চাই- সময়ের বিবর্তনে,
সে রিজিকের জন্য কোন এক সময় আমার দুয়ারে হাত পাতুক..!!

"Revenge of Time and Nature"

কথাটার বাস্তব রুপ দেখার খুবই ইচ্ছে আমার।

.

゚ ゚ ᩣシ

পুরুষের সফলতার পিছনে-মা ছাড়া দ্বিতীয় কোন নারী'র অবদান থাকে না..!!কারণ, দ্বিতীয় নারী সবসময়ই সফল পুরুষ খোঁজে..!!         ゚...
03/08/2025

পুরুষের সফলতার পিছনে-
মা ছাড়া দ্বিতীয় কোন নারী'র অবদান থাকে না..!!
কারণ, দ্বিতীয় নারী সবসময়ই সফল পুরুষ খোঁজে..!!

゚ ᩣシ ゚

আমার যেদিন মৃত্যু হবে-সেদিনও অনেক কিছুর অভাব থাকবে..!!সেদিন হয়তো আমার নিঃশেষ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো কারো কানে পৌঁছাবে...
03/08/2025

আমার যেদিন মৃত্যু হবে-
সেদিনও অনেক কিছুর অভাব থাকবে..!!
সেদিন হয়তো আমার নিঃশেষ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো কারো কানে পৌঁছাবে না..!!
সেদিন আমি আর কাউকে বারবার লিখবো না- “ভালো থেকো"
কারণ আমি নিজেই থাকবো না।
তবুও...
আমার চোখদুটো শেষবারের মতো কাউকে খুঁজবে,
আমি হৃদয় থেকে যাকে চেয়েছিলাম..!!
সে তখনও হয়তো ব্যস্ত থাকবে
নিজের প্রিয়জন নিয়ে..!!

আমার লাশটা যখন কাফনে মোড়ানো হবে,
তখন হয়তো অনেক অভাব থাকবে-
কারো ভালোবাসা পাওয়ার,
একবার কাঁদিয়ে জড়িয়ে ধরার,
শেষবারের মতো "আমি আছি" শুনে শান্ত হওয়ার।
সেদিন আমার নিঃশব্দ চলে যাওয়ার পথে কারো
ব্যস্ত সময় আটকে থাকবে না..!!
কারো মেসেঞ্জারেও আর আমার নামটা জ্বলবে না,
কারো স্টোরিতে "এই মানুষটা ছিলো"
বলার সময়ও থাকবে না।

তবুও আমি চলে যাবো -
ভুল বোঝা, অপূর্ণতা, অভিমান, অবহেলা,
প্রতারণা, বিশ্বাসঘাতকতা-
সবই রেখে যাবো পৃথিবীর জন্য।

মৃত্যু হয়তো সব কিছু পরিসমাপ্তি ঘটায়-
কিন্তু আমার অভাবগুলো রয়ে যাবে-
"কারো মনে নয়, শুধু এই শূন্য পৃথিবীর বুকে।
যেখানে আমার বলে কিছু ছিল না-
শুধু অভাব ছিলো,
অভিযোগ ছিলো,
নিঁখুত অভিনয় ভরা আবেগ ছিলো,
প্রতারণা ছিলো,
বিশ্বাসঘাতকতা ছিলো,
স্বার্থ উদ্ধারে ছলনা ছিলো-
ছিলোনা শুধু ভালোবাসা..!!
কিন্ত তার সবকিছুতেই আমি ছিলাম..!!
আমাকে সে ব্যবহার করেছিলো, নিজেকে গুছিয়ে নিতে...!!

゚ ᩣシ ゚

🍃ধোকা শুধু সম্পর্ক নষ্ট করে না🍃ধোকা শুধু সম্পর্ক নষ্ট করে না..!! মানুষটাকেও মেরে ফেলে ভিতর থেকে। ধোকা শুধু একটা শব্দ না,...
03/08/2025

🍃ধোকা শুধু সম্পর্ক নষ্ট করে না🍃

ধোকা শুধু সম্পর্ক নষ্ট করে না..!!
মানুষটাকেও মেরে ফেলে ভিতর থেকে।
ধোকা শুধু একটা শব্দ না, এটা একটা ছুরি।

যেটা, তোমার সবচেয়ে আপন মানুষটাই তোমার বিশ্বাসের বুকে বসিয়ে দেয় অবলীলায়।
তুমি চোখ বন্ধ করে তাকে ভরসা করো,
তুমি সব ছেড়ে তাকে আঁকড়ে ধরো,
আর সেই মানুষটাই একদিন
তোমার হাত ছেড়ে এমনভাবে চলে যায় যে, তারপরও দাঁড়িয়ে তুমি আজও বোবা কান্না করো তারজন্য।
ধোকা এমন এক কষ্ট যে-
যেটা কান্না দিয়ে বের হয় না,
অভিমান দিয়ে বোঝানো যায় না,
শুধু বুকের ভিতর তুষের আগুনের মতো জ্বলে।
আজকাল মানুষ ভালোবাসে না,
ভালোবাসার অভিনয় করে..!!

আর শেষে স্মৃতি হিসেবে রেখে যায়-
বিধ্বস্ত এক জলজ্যান্ত মানুষরুপী লাশ।

゚ ᩣシ ゚

জোর করে আমি কিছুই পেতে চাইনি কোনওদিন। না সঙ্গ, না কথোপকথন, না গুরুত্ব, না ভালোবাসা। আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও এ'সব ...
03/08/2025

জোর করে আমি কিছুই পেতে চাইনি কোনওদিন।
না সঙ্গ, না কথোপকথন, না গুরুত্ব, না ভালোবাসা।
আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও
এ'সব পাওয়া যায় না।
তুমি নিজের দু'মুঠোয় আমার জন্য যতটুকু নিয়ে আসবে, আমি ততটুকুর থেকে একফোঁটা বেশি চাইবো না।
না তর্ক করবো না, না জেদ ধরবো না,
না ঝগড়াও করবো না, না আকুতি মিনতি করবো।
আমার জীবনের একটা নিয়ম আছে।
আমি দেখি, বুঝি এবং হয় চুপচাপ পাশে থেকে যাই আজীবনের জন্য,
নয়তো চুপচাপ দরজা বন্ধ করে বেরিয়ে যাই...!!


"সেই নারী সুন্দর -যে তার প্রিয় পুরুষের চোখের ভাষা বোঝে।"💞তোকে কতটা মিস করি তা শুধুই আমি জানি।আমি জানি-আমি তোকে কতটা ভালো...
03/08/2025

"সেই নারী সুন্দর -
যে তার প্রিয় পুরুষের
চোখের ভাষা বোঝে।"
💞
তোকে কতটা মিস করি
তা শুধুই আমি জানি।
আমি জানি-
আমি তোকে কতটা ভালোবাসি।
তোর কথা ভাবতে ভাবতে ঘুম
হারিয়ে যায়...!!
কেটে যায় অনেক রাত...!!
আর সেই তুই সুখের
অনুভূতিতে ঘুমিয়ে যাস কারো লোমশ
বুকের আঁড়ালে।
হয়তোবা আমাকে তোর মনেও পড়েনা।
কি আর করা...!!
সত্যিকার যদি ভালবাসতি-
বা ভালোবাসতে পারতি-
তাহলে বুঝতি আর
কষ্টটুকু অনুভব করতি।
জানি তুই কখনো আমার হবি না,
আমার হোসনিও কখনো।
তবুও আমি তোর ছিলাম,
অপেক্ষায় থাকি...
শুধুই...!! শুধুমাত্র...!!
তোকে ভালোবাসি বলে...!!

#শূন্য_চিরকুট

゚ ᩣシ ゚

মানুষ... - দেহে মরে একবার...!!- হৃদয়ে মরে বারবার...!!Good Evening Everybody .       ゚  ᩣシ    ゚
03/08/2025

মানুষ...
- দেহে মরে একবার...!!
- হৃদয়ে মরে বারবার...!!

Good Evening Everybody .

゚ ᩣシ ゚

"মানুষকে ঠকানো খুবই সহজ-কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা খুবই কঠিন"শুনেছি -"আল্লাহ তা'আলা ছেড়ে দেন,               কিন্ত...
03/08/2025

"মানুষকে ঠকানো খুবই সহজ-
কিন্তু ঠকিয়ে যা পাবেন
তা হজম করা খুবই কঠিন"

শুনেছি -"আল্লাহ তা'আলা ছেড়ে দেন,
কিন্তু ছাড় দেননা।"

মানুষের জীবন খুবই ক্ষনস্থায়ী এবং নশ্বর।
বিধাতার দান মন ও বিশ্বাস বড়ই স্পর্শকাতর।
বিশ্বাস শব্দটা এতটাই নরম অথচ এতটাই শক্ত,
যে সেটা গড়তে সময় লাগে বছরের পর বছর।
কিন্তু তা ভাঙতে লাগে মাত্র একটি মুহূর্ত।

ঠকানো সত্যিই খুব সহজ একটা কাজ-
মিথ্যে কথা বলে, মিথ্যাে স্বপ্ন দেখিয়ে, নিঁখুত ভালোবাসার অভিনয় করে সুযোগমতো সময়ের অজুহাতে দূরে সরে গিয়ে-
নিজেকে খুবই চতুর মনে হতে পারে।
যখন কেউ কাউকে ঠকায়।
তখন সে নিজের বুদ্ধির বিজয়ে গর্ববোধ করে।
কিন্তু সে বোঝে না – যাকে সে ঠকালো,
সে হয়তো অনেক কিছুই হারালো-
কিন্তু যে ঠকালো-
সে হারালো নিজেকে, নিজের অস্তিত্বকে,
নিজের মনুষ্যত্বকে।

মানুষ যখন কাউকে বিশ্বাস করে,
তখন সে তার জন্য নিজের মনের দরজাটা
খুলে দেয় অবলীলায়।
সে কাউকে জায়গা দেয় এমন করে যে-
যেখানে অন্য কেউ ঢোকার অধিকার পায় না কোনভাবেই।
আর সেই পবিত্র স্থানে থাকার পরও যদি কেউ
ছলনা প্রতারনা করে, তখন বিশ্বাসের মৃত্যু হয়।
শুধু বিশ্বাস নয়, সঙ্গে সঙ্গে মরে যায় নির্ভরতা,
ভরসা, ভালোবাসা, আশা।
আর অনেক সময় নিজেও।
যে ঠকে যায়, তার কান্না হয় দৃশ্যমান –
সে হয়তো গোপনে কাঁদে, ভেঙে পড়ে,
বিমর্ষ মানসিকতায় হারিয়ে যায় কিছুটা সময়ের জন্য।

কিন্তু যে ঠকায়..?
তার কান্না হয় নীরব।
সে মুখে হাসে, চোখে আত্মবিশ্বাস দেখায়,
কিন্তু সময়ের সাথে সে তার ভেতরের ‘মানুষটা’
তাকে ধ্বংস করে দেয় অজান্তে।

কাউকে ঠকিয়ে পাওয়া আনন্দটা ক্ষণিকের-
কিন্তু অনুশোচনার বিষটা দীর্ঘস্থায়ী আর ভয়ংকর।
কোন এক সময়-
(যদি মনুষ্যত্ব বোধ থাকে তার)
তাহলে-
ভেতরে ভেতরে একটা গলা চাপা কান্না
বুকে আঘাত করে সজোরে-
“যাকে এতটা ঠকালাম, সে তো সত্যিই ভালোবাসতো, বিশ্বাস করতো, নির্ভর করতো আমার উপর..!!
এই উপলব্ধি কালোছায়া এক সময় পিশাচের মতো
পেছনে পেছনে তাড়া করে তাকে।
রাতের নিস্তব্ধতা আর অনুতপ্ত বিবেক–
এই দুটোই সবচেয়ে ভয়ংকর জিনিস একজন
ঠগবাজ প্রতারকের জন্য।
কারণ চারপাশের সবাইকে বোঝানো গেলেও,
নিজের বিবেককে বোঝানো যায় না।

আর একটা সময় আসে, যখন সমস্ত- ’ঠকিয়ে পাওয়া জিনিসগুলো’ বিষের মতো গলায় আটকে যেতে থাকে।
কখনো ভুল করে হলেও, সে তখন সেই মানুষটার খোঁজ করতে চায়, যাকে ঠকিয়েছিল।
সে চায় ক্ষমা, চায় ফিরে যেতে আগের দিনে।
কিন্তু তখন সবকিছুই অনেক দেরি হয়ে যায়।
তখন তার কণ্ঠে থাকে না কোনো সাহস,
চোখে থাকে না কোনো সম্মান।
শুধু থাকে একরাশ বিধ্বস্ত ভাঙা অতীত –
যার ভেতরে মিশে থাকে ঠকিয়ে আসা হাজারটা মুহূর্ত,
আর হজম না করতে পারা টুকরো টুকরো অনুশোচনা, হতাশাগ্রস্থ বিমর্ষ মুখ।
তাই মনে রাখা উচিত-
মানুষকে ঠকানো কোনো শক্তি নয় –
এটা দুর্বল, নোংরা-জঘন্য মনের পরিচয়।

"REVENGE OF TIME AND NATURE"
এটা কিন্তু চরম সত্য -

কারণ ঠকিয়ে পাওয়া সবকিছুই একদিন গলা টিপে ধরে। তখন আর কিছুই করার থাকে না, শুধু নিজের কৃতকর্মের ভার নিয়ে বাঁচতে হয় –নিঃশব্দ এক জীবন্ত লাশের মতো।

゚ ゚ ᩣシ

বাস্তববাদী মানুষের সাথে...!আবেগি মানুষের কখনোই মিল হয়না...!! হইলেও বেশিদিন টিকে না...!!!           ゚
20/07/2025

বাস্তববাদী মানুষের সাথে...!
আবেগি মানুষের কখনোই মিল হয়না...!!
হইলেও বেশিদিন টিকে না...!!!

20/07/2025
20/07/2025

নিজের সাথে যুদ্ধ করতে করতে-
আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when অসমাপ্ত ডাইরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share