03/08/2025
"মানুষকে ঠকানো খুবই সহজ-
কিন্তু ঠকিয়ে যা পাবেন
তা হজম করা খুবই কঠিন"
শুনেছি -"আল্লাহ তা'আলা ছেড়ে দেন,
কিন্তু ছাড় দেননা।"
মানুষের জীবন খুবই ক্ষনস্থায়ী এবং নশ্বর।
বিধাতার দান মন ও বিশ্বাস বড়ই স্পর্শকাতর।
বিশ্বাস শব্দটা এতটাই নরম অথচ এতটাই শক্ত,
যে সেটা গড়তে সময় লাগে বছরের পর বছর।
কিন্তু তা ভাঙতে লাগে মাত্র একটি মুহূর্ত।
ঠকানো সত্যিই খুব সহজ একটা কাজ-
মিথ্যে কথা বলে, মিথ্যাে স্বপ্ন দেখিয়ে, নিঁখুত ভালোবাসার অভিনয় করে সুযোগমতো সময়ের অজুহাতে দূরে সরে গিয়ে-
নিজেকে খুবই চতুর মনে হতে পারে।
যখন কেউ কাউকে ঠকায়।
তখন সে নিজের বুদ্ধির বিজয়ে গর্ববোধ করে।
কিন্তু সে বোঝে না – যাকে সে ঠকালো,
সে হয়তো অনেক কিছুই হারালো-
কিন্তু যে ঠকালো-
সে হারালো নিজেকে, নিজের অস্তিত্বকে,
নিজের মনুষ্যত্বকে।
মানুষ যখন কাউকে বিশ্বাস করে,
তখন সে তার জন্য নিজের মনের দরজাটা
খুলে দেয় অবলীলায়।
সে কাউকে জায়গা দেয় এমন করে যে-
যেখানে অন্য কেউ ঢোকার অধিকার পায় না কোনভাবেই।
আর সেই পবিত্র স্থানে থাকার পরও যদি কেউ
ছলনা প্রতারনা করে, তখন বিশ্বাসের মৃত্যু হয়।
শুধু বিশ্বাস নয়, সঙ্গে সঙ্গে মরে যায় নির্ভরতা,
ভরসা, ভালোবাসা, আশা।
আর অনেক সময় নিজেও।
যে ঠকে যায়, তার কান্না হয় দৃশ্যমান –
সে হয়তো গোপনে কাঁদে, ভেঙে পড়ে,
বিমর্ষ মানসিকতায় হারিয়ে যায় কিছুটা সময়ের জন্য।
কিন্তু যে ঠকায়..?
তার কান্না হয় নীরব।
সে মুখে হাসে, চোখে আত্মবিশ্বাস দেখায়,
কিন্তু সময়ের সাথে সে তার ভেতরের ‘মানুষটা’
তাকে ধ্বংস করে দেয় অজান্তে।
কাউকে ঠকিয়ে পাওয়া আনন্দটা ক্ষণিকের-
কিন্তু অনুশোচনার বিষটা দীর্ঘস্থায়ী আর ভয়ংকর।
কোন এক সময়-
(যদি মনুষ্যত্ব বোধ থাকে তার)
তাহলে-
ভেতরে ভেতরে একটা গলা চাপা কান্না
বুকে আঘাত করে সজোরে-
“যাকে এতটা ঠকালাম, সে তো সত্যিই ভালোবাসতো, বিশ্বাস করতো, নির্ভর করতো আমার উপর..!!
এই উপলব্ধি কালোছায়া এক সময় পিশাচের মতো
পেছনে পেছনে তাড়া করে তাকে।
রাতের নিস্তব্ধতা আর অনুতপ্ত বিবেক–
এই দুটোই সবচেয়ে ভয়ংকর জিনিস একজন
ঠগবাজ প্রতারকের জন্য।
কারণ চারপাশের সবাইকে বোঝানো গেলেও,
নিজের বিবেককে বোঝানো যায় না।
আর একটা সময় আসে, যখন সমস্ত- ’ঠকিয়ে পাওয়া জিনিসগুলো’ বিষের মতো গলায় আটকে যেতে থাকে।
কখনো ভুল করে হলেও, সে তখন সেই মানুষটার খোঁজ করতে চায়, যাকে ঠকিয়েছিল।
সে চায় ক্ষমা, চায় ফিরে যেতে আগের দিনে।
কিন্তু তখন সবকিছুই অনেক দেরি হয়ে যায়।
তখন তার কণ্ঠে থাকে না কোনো সাহস,
চোখে থাকে না কোনো সম্মান।
শুধু থাকে একরাশ বিধ্বস্ত ভাঙা অতীত –
যার ভেতরে মিশে থাকে ঠকিয়ে আসা হাজারটা মুহূর্ত,
আর হজম না করতে পারা টুকরো টুকরো অনুশোচনা, হতাশাগ্রস্থ বিমর্ষ মুখ।
তাই মনে রাখা উচিত-
মানুষকে ঠকানো কোনো শক্তি নয় –
এটা দুর্বল, নোংরা-জঘন্য মনের পরিচয়।
"REVENGE OF TIME AND NATURE"
এটা কিন্তু চরম সত্য -
কারণ ঠকিয়ে পাওয়া সবকিছুই একদিন গলা টিপে ধরে। তখন আর কিছুই করার থাকে না, শুধু নিজের কৃতকর্মের ভার নিয়ে বাঁচতে হয় –নিঃশব্দ এক জীবন্ত লাশের মতো।
゚ ゚ ᩣシ