Sherpur Crush & Confession

Sherpur Crush & Confession Sherpur crush and confession

23/05/2025

কি সমস্যা আপনাদের! এখানো রেজিষ্ট্রেশন করতেছেন না কেন?

 From: পাশের এলাকার কেউ To: Alif Jayderতোমাকে নিয়ে কি বলবো বুঝতে পারছি না। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে  তোমাকে ...
14/02/2024


From: পাশের এলাকার কেউ
To: Alif Jayder
তোমাকে নিয়ে কি বলবো বুঝতে পারছি না। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছিনা। 😩 তোমাকে প্রথম দেখেছি আমাদের এলাকায়। সাথে তোমার বন্ধু ছিল এবং সবসময় থাকে। তোমার নাম টাও জানতাম না।☺️ অনেক কষ্টে তোমার আইডি খুজে পাইছি। কিন্তু রিকুয়েষ্ট লিস্টেই পরে আছি। একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় তা আমার জানা নেই। কিভাবে তোমাকে মনের কথা গুলো বলব বুঝতে পারছিলাম না।😞 তাই কনফোর মাধ্যমেই বললাম। এই প্রথম কারো জন্য কনফো লিখলাম।😌 যদিও গুছিয়ে লিখতে পারিনি তবুও কোনোরকমে অনেক ভয় নিয়ে মনের কথাগুলো বললাম।😁লাস্ট এ একটা কথাই বলতে চাই যে I Love u😍😍
হয়তো তুমি অন্য কাউকে ভালোবাসো আর আমাকে কখনোও খুজবাও না তারপরও বলি ভালোবাসি তোমায়।
ইতি,
অচেনা কেউ

 নাম: জানি না স্কুল :শেরউড স্কুল এন্ড কলেজতোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে।তোমরা ৪ নাকি ৫ জন ছিলে ।তোমরা পিকনিকে ছিলে...
13/02/2024



নাম: জানি না
স্কুল :শেরউড স্কুল এন্ড কলেজ
তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে।তোমরা ৪ নাকি ৫ জন ছিলে ।তোমরা পিকনিকে ছিলে নাটোর রাজবাড়ী তে ওখানে তোমাকে বলেছিলাম নম্বর টা হবে কি না তুমি কিছু বলো নি অনেকক্ষণ তোমার পিছে ঘুরেছি পরে বাস ছেড়ে দেয়ায় কোলে এসেছিলাম আর দেখা হয়নি ।পোস্ট টা তুমি অবধি পৌঁছালে প্লিজ কমেন্ট করে নিও

 From: ZIHADTo     : ERROR- Look, I can't talk back so directly🔥I love you and you feel so good that I can't make you fe...
09/02/2024



From: ZIHAD

To : ERROR

- Look, I can't talk back so directly🔥

I love you and you feel so good that I can't make you feel it. Listen I don't know what to do now please contact me as soon as possible I am waiting for your message 🖤

 From : Tawhid To      : Soniya Afrin (সেই সরকার বাড়ীর মেয়েটি যে আমার মনের আঙিনায় এক্কা-দুক্কা খেলে🥺)প্রিয়❤️মাঝেমধ্যে মা...
04/01/2024


From : Tawhid
To : Soniya Afrin

(সেই সরকার বাড়ীর মেয়েটি যে আমার মনের আঙিনায় এক্কা-দুক্কা খেলে🥺)

প্রিয়❤️
মাঝেমধ্যে মানুষের জীবনে অদ্ভুত সুন্দর কিছু মানুষ হাতছানি দিয়ে যায়। সাধারণের মলাটে অসাধারণ কিছু মানুষ! আপনিও আমার জীবনে এমনি একজন মানুষ।
আমি ঠিকঠাক ভাবে কথাগুলো গুছিয়ে লিখতে পারবো কি-না জানি না,তবে আপনার সামনে গিয়ে কথাগুলো বলতে পারলে বেশি ভালো লাগতো।আদৌ আমাদের কখনো দেখা হবে কি-না সেটাও জানি না😑
এই গ্রুপের মাধ্যমেই আপনাকে পেয়েছি।আপনি হয়তো জানেন না আপনাকে আমার কতটা ভালো লাগে,আসলে এটা শুধু ভালো লাগা বললে ভুল হবে খুব বেশিই ভালোবেসে ফেলেছি আপনাকে।মনের মধ্যে অনেক স্বপ্ন বুনেছি এই কয়দিনেই আপনাকে নিয়ে।ইচ্ছে করে আপনাকে আমার সামনে বসে রেখে আপনার ঐ মায়াবী ভরা চোঁখের দিকে অপলকভাবে তাকিয়ে থাকি🥰কিন্তু সেটাতো আর পারি না তাই যখনি আপনাকে দেখতে ইচ্ছে করে,অনেক মিস করি তখন আপনার ছবি বের করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
আরও ইচ্ছে করে স্বপ্নে আপনাকে নিয়ে হারিয়ে যাই কোন এক অজানা পৃথিবীতে যেখানে থাকবো শুধু আমি আর আপনি(ইনশাআল্লাহ আমার স্বপ্ন বাস্তবেও পূরণ করবো আপনি পাশে থাকলে🙂)।
বাস্তব রসায়নে কোন প্রকার রস'ই নেই কিন্তু আমাদের কেমিস্ট্রিতে রসের(ভালোবাসার) অভাব পড়বে না! আবার হাইড্রোজেন যেমন অক্সিজেন ছাড়া পানি হতে পারে না ঠিক তেমনি আমিও চাই আপনার হাইড্রোজেনের অক্সিজেন হতে😁

ভালোবাসি বলতে পারো❤️
ভালোবাসায় বেঁধে রাখতে চাই তোমাকে।
একটাই চাওয়া-
যেদিন কানে কানে সব বলবো আপনাকে,
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরিয়েন আমাকে🙈
আমার পৃথিবী জুড়ে শুধু তুমি আর তুমি😇আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু শেষ হবে না সবাই বলবে রচনা লিখছি আপনাকে নিয়ে😒তাই আজ এতটুকুই থাক।
Sorry কথাগুলো গুছিয়ে বলতে না পারলেও আপনাকে ভালোবাসতে পারবো গুছিয়ে❤️❤️❤️

ইতি-
তাওহীদ

 From: তোমার অপেক্ষায় থাকা সেই অচিন পাখিTo: গালে টোল পরা সেই মেয়েটি😌  NuSratপ্রিয় প্রজাপতি🦋কিভাবে শুরু করবো বুঝতে পার...
05/12/2023


From: তোমার অপেক্ষায় থাকা সেই অচিন পাখি
To: গালে টোল পরা সেই মেয়েটি😌 NuSrat

প্রিয় প্রজাপতি🦋
কিভাবে শুরু করবো বুঝতে পারছিনা 🥺
কারণ তোমাকে নিয়ে লিখলে একটা উপন্যাস হয়ে যাবে😊
তোমাকে প্রায় প্রতিদিন দেখি ,কিন্তু কোথায় দেখি এটা বলা যাবেনা😒প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন দুটো চোখ দেখেই প্রেমে পড়ে গেছি🥺 তারপর রোজ তোমার জন্যে অপেক্ষা করি কিন্তু তোমার দেখা পাইনা , তাও আশা ছাড়ি নাই ,অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম । একদিন হঠাৎ করেই শত অপেক্ষার অবসান ঘটিয়ে তোমার দেখা পাই , তোমরা সাথে আরো দুইটি মেয়ে ছিল maybe তোমার বেস্ট ফ্রেন্ড , তুমি তাদের সাথে গল্প করতে করতে হঠাৎ করেই তোমার মাস্ক টা খুলে ফেললে তারপর এমন নিষ্পাপ একটা হাসি দিলে 🥺 অনুভূতি টা প্রকাশ করতে পারবো না
তোমার টোল পড়া হাসি দেখে আমি প্রায় জ্ঞান হারাতে নিয়েছিলাম 😁💫তোমাকে যেদিন দেখি সেদিন যেনো নিজেকে সব থেকে সুখী মানুষ বলে মনে হয়😌
কত অপেক্ষায় দাড়িয়ে থাকি কোনোদিন তুমি আমার দিকে একটা বার তাকালে না 🙁
জানিনা কোনোদিন আমার দিকে তাকাবে কি না , আমার ভালোবাসা বুঝবে কিনা 😞শুধু জানি তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি ,সেই প্রথম দিন থেকেই🥰
তোমার কোনো ছবি নেই আমার কাছে ,শুধু এই প্রোফাইল পিক টা ছাড়া🙃 অনেক কষ্টে তোমার ফেসবুক আইডি পেয়েছি🥹
আর কত ঝুলিয়ে রাখবা আমায় 🥲

To: Israt Jahan AnamikaFrom :Unknown ব্যাপার টা হলো বন্ধুদের সাথে ট্যুর শেষে ফেরার পর ক্লান্তিতে ঢুলুঢুলু চোখে  কাঠ কয়লা...
01/12/2023

To: Israt Jahan Anamika
From :Unknown
ব্যাপার টা হলো বন্ধুদের সাথে ট্যুর শেষে ফেরার পর ক্লান্তিতে ঢুলুঢুলু চোখে কাঠ কয়লাতে চায়ের আড্ডায় আমাদের এটেনশন সিকার রাব্বির এটিটিউডকে ধুলায় মাড়িয়ে এগিয়ে যাওয়া এক স্নেক এর গল্প....
তুমুল হাস্যরসের পরিস্থিতি সামলে সামনে তাকাতেই দেখি কোমর গড়িয়ে হাটু ছুঁই ছুঁই একরাশ দীঘল চুল নিয়ে কারো হেটে যাওয়া...
মুহূর্তেই কি হলো জানিনা, আমি চললাম তার পিছু। সন্ধ্যার হালকা রোদ আর তার চলার ছন্দে ঝিলমিলিয়ে উঠছিল তার কেশরাশি।

ক্ষনিক বাদেই ভেসে উঠলো তোমার অবয়ব।
বিমোহিত আমি...
ঘোর কাটতেই মুঠোফোনের গ্যালারিতে বন্দী করে নিলাম তোমাকে। তারপর নিমিষেই হারিয়ে গেলে সেই নিরব পিচঢালা পথে। আমাকে গড়তে আমার পরিবারের সময় লেগেছে ৯৪৯০ দিন আর আমাকে ফাটল ধরাতে তোমার লেগেছে এক পলক আর ভাংতে কয়েকটি মুহুর্ত!
সারাদিন তোমার ঘোরে থেকে পরদিন আবার ছুটে গিয়েছি তোমার খোঁজে। হ্যাঁ,বাস্তবতার ব্যস্ততায় কলেজের কিশোরদের মত পিছু নেওয়া হয় না তোমার। আর হাত ধরলেই হাতের রেখা পালটানো যায়না এই বিশ্বাসে কারো হাত খুঁজি নি কখনো! তবে এখনো নিয়ম করে কাঠ কয়লা তে যাই,,, হয়তো বা আমার মেঘবতীর দেখা পাবো এই আশাই☺️
মেঘবতী ডেকে যদি কখনো হাজির হই সামনে তবে চিনে নিও এই আমাকে💭

 From : তোমাকে ভালোবাসি কথাটি বলতে না পারা আমি 😐To : Mariya Ishrat Mou প্রিয় ❤️😐কিভাবে শুরু করবো কিছুই বুজতে পারছি না🙃 ত...
30/11/2023


From : তোমাকে ভালোবাসি কথাটি বলতে না পারা আমি 😐
To : Mariya Ishrat Mou

প্রিয় ❤️😐
কিভাবে শুরু করবো কিছুই বুজতে পারছি না🙃 তোমাকে ফাস্ট টাইম যখন কলেজ এর বারান্দায় দেখি 😐❤️কেন জানি তখন থেকে তোমার প্রতি আমার ভালো লাগা অনুভব করতে পারছি ❤️😐
তার পরে বেশ কিছু দিন তোমাকে দেকতে পারি নাই তাই মনটা অনেক খারাপ ছিলো 😓😓কিন্তু হঠাৎ একদিন মার্কেট ভিতর তোমাকে দেখি 🥰🥰 তোমাকে দেখার পর নিজের খারাপ থাকা মনটা ভালো হয়ে যাই 🥰🥰 তার পর তোমার বিষয় খোঁজ নিয়ে তোমার নাম ঠিকানা ফেইসবুক আইডি পাই 🤩🤩 তারপর তোমাকে অনেক দেখেছি কিন্তু কথা বলার সাহস পাই নাই 🙃🙃
তাই আর কোনো ওপাই না পেয়ে এভাবে বলে দিলাম।

শুনেন, আপনাকে আমার অনেক ভালো লাগে জানি না কেন তবে হয়তো অনেক ভালোবেসে ফেলেছি তাই🥰❤️

এইজে শুনেন হয়তো আমি আপনাকে অনেক ভালোবাসি💕💝🥰
তাই ভালোবেসে আমি আপনার হাতটি ধরতে চাই,,,
আপনি কি আমাকে আপনার হাতটি ধরার সুযোগ দিবেন। 🙃😓🙃

 From : এইযে আমিto : ওইযে মাঝের মেয়েটা হ্যা তুমি 😌তোমার নাম আমি জানি না, না জানি তোমার ঠিকানা, তোমাকে সেদিন প্রথম দেখি আ...
01/11/2023


From : এইযে আমি
to : ওইযে মাঝের মেয়েটা হ্যা তুমি 😌

তোমার নাম আমি জানি না, না জানি তোমার ঠিকানা, তোমাকে সেদিন প্রথম দেখি আমি মকটেল এই, প্রথম দেখাতে বেশ ভালো লেগেছে তোমাকে, কিন্তু তোমার তো আর কোথাও খোঁজ পাচ্ছিনা আমি তোমার সাথে আমি কথা বলতে চাই কিন্তু কিকরে তোমার খোঁজ পাই?

তাইতো এই আধমরা পেইজে তোমাকে নিয়ে কনফেশন দিয়ে দিলাম😌 মায় ক্রাস 😌

কেউ মেয়েটাকে চিনে থাকলে একটু মেনশন করে দিয়েন ❤️‍🩹

  From : Bolbo na To : Abir Rahmanঅনেকদিন ধরেই তোমাকে দেখতেছি and এরিমধ্যে তোমাকে আমার ভালো লাগা শুরু হয়ে গেছে,তোমাকে আজ...
30/10/2023


From : Bolbo na
To : Abir Rahman
অনেকদিন ধরেই তোমাকে দেখতেছি and এরিমধ্যে তোমাকে আমার ভালো লাগা শুরু হয়ে গেছে,তোমাকে আজকেও সকালে স্কুলে দেখলাম,যখন তুমি আমাদের বিল্ডিংয়ে প্রজেক্টে কাজ করতে তৃতীয় তালায় যাচ্ছিলা । আমাকে দেখার জন্য আমি তোমার রুমের সামনে দিয়ে লাইব্রেরীতে গেছিলাম, তুমি মনে হয় খেয়াল করো নি, দেখছিলাম কাজে ব্যস্ত ছিলা। তুমি আমাকে মনে হয় চেনো, সামনা সামনি বলার সাহস নাই তাই confession করেই বলতেছি Iতোমাকে ইনশাল্লাহ সামসামনি বলবো একদিন | কালকেও দেখা হবে মনে হয় but কি আর করার চেয়ে দেখতে হবে😅
ইতি খুব তারাতাড়ি জানতে পারবা |😅😅💗💗

  From : কষ্ট করে খুজে নিওTo: Ariyan Tahid Nayan‌এই যে cheater , জানি না এমন নাম দেওয়ার কারন কি ইনশাআল্লাহ পরে জেনে নিব🤗...
29/10/2023


From : কষ্ট করে খুজে নিও
To: Ariyan Tahid Nayan

‌এই যে cheater , জানি না এমন নাম দেওয়ার কারন কি ইনশাআল্লাহ পরে জেনে নিব🤗।আশা করি ভালোই আছো। তোমাকে আমি অনেক দিন থেকেই চিনি এতো দিনে যতটুকু চিনেছি,জেনেছি তাতে অনেক-টাই অবাক হয়েছি। এমনও ছেলে আছে🥰,যে রিলেশন করে না,মেয়েদের দিক সেভাবে তাকায় না,এতোটা শান্তশিষ্ট, তোমার তো মনে হয় মেয়ে Friend ও নাই আমার এক friend বললো Smoking ও করো না তুমি। আজ অনেক দিন পর তোমার সাথে দেখা অন্যরকম একটা ভালোলাগা কাজ করছিল😇।অসম্ভব সুন্দর লাগছিল তোমায় 💜 তোমার Height তোমার হাসি তোমার এলোমেলো চুল সব মিলে তোমাকে আমার অনেক জোস লাগে ।সত্যি তোমার মায়ায় পরে গেছি, আমি তোমাকে ভালোবাসি ভিষণ ভালোবাসি🖤। লেখার অনেক আছে বাকি কথা নাহয় যত্নে তোলা রইলো😍।সব সময় হাঁসি-খুশি থেকো 😄

তোমার অপেক্ষায় রইলাম প্রিয় ☺️।

  From:  a girl who loves you more than herselfTo: Abir RahmanHey!Never wrote any confession before. So yeah this is not...
28/10/2023


From: a girl who loves you more than herself
To: Abir Rahman

Hey!

Never wrote any confession before. So yeah this is not the best confession one might expect. But I'mma try putting down everything I have stored in my mind for you.
I adore you, I keep you in my conscious or in sub-Concious mind.
YOU will never know how precious you are to me,
YOU are meant to be precious for anyone else in the world. I Have never seen such a pure soul like you, never have i seen a person like you who is holding an honest and loving soul.YOU will be in a precious place in my life forever.
Confessing for the first time, that too anonymously so it's kinda awkward ig.but yeah that's it. I love you.

Um.....that's all.. Kinda short .. idk. Sorry, I'm so bad at confessing.

Take love🫰

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sherpur Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share