05/12/2023
From: তোমার অপেক্ষায় থাকা সেই অচিন পাখি
To: গালে টোল পরা সেই মেয়েটি😌 NuSrat
প্রিয় প্রজাপতি🦋
কিভাবে শুরু করবো বুঝতে পারছিনা 🥺
কারণ তোমাকে নিয়ে লিখলে একটা উপন্যাস হয়ে যাবে😊
তোমাকে প্রায় প্রতিদিন দেখি ,কিন্তু কোথায় দেখি এটা বলা যাবেনা😒প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন দুটো চোখ দেখেই প্রেমে পড়ে গেছি🥺 তারপর রোজ তোমার জন্যে অপেক্ষা করি কিন্তু তোমার দেখা পাইনা , তাও আশা ছাড়ি নাই ,অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম । একদিন হঠাৎ করেই শত অপেক্ষার অবসান ঘটিয়ে তোমার দেখা পাই , তোমরা সাথে আরো দুইটি মেয়ে ছিল maybe তোমার বেস্ট ফ্রেন্ড , তুমি তাদের সাথে গল্প করতে করতে হঠাৎ করেই তোমার মাস্ক টা খুলে ফেললে তারপর এমন নিষ্পাপ একটা হাসি দিলে 🥺 অনুভূতি টা প্রকাশ করতে পারবো না
তোমার টোল পড়া হাসি দেখে আমি প্রায় জ্ঞান হারাতে নিয়েছিলাম 😁💫তোমাকে যেদিন দেখি সেদিন যেনো নিজেকে সব থেকে সুখী মানুষ বলে মনে হয়😌
কত অপেক্ষায় দাড়িয়ে থাকি কোনোদিন তুমি আমার দিকে একটা বার তাকালে না 🙁
জানিনা কোনোদিন আমার দিকে তাকাবে কি না , আমার ভালোবাসা বুঝবে কিনা 😞শুধু জানি তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি ,সেই প্রথম দিন থেকেই🥰
তোমার কোনো ছবি নেই আমার কাছে ,শুধু এই প্রোফাইল পিক টা ছাড়া🙃 অনেক কষ্টে তোমার ফেসবুক আইডি পেয়েছি🥹
আর কত ঝুলিয়ে রাখবা আমায় 🥲