30/07/2025
আমি যে সারাদিন তোমার কথাই ভাবি —
তোমার মনে কি তবু কোনো আভাস পৌঁছে না?
ভালোবাসা কি পাঠায় না নীরব কোনো বার্তা,
যা হৃদয়ে নেমে আসে নিঃশব্দ নোটিফিকেশনের মতো?
আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছো তুমি,
তবু কেনো তুমি কিছুই টের পাও না বলো?
কবে বুঝবে তুমি নীরব এই প্রেমের ভাষা?
কবে বুঝবে তুমি—
ভালোবাসা কেবল উচ্চারণ নয়,
ভালোবাসা মানে আত্মার অনুভব।
কবে বুঝবে তুমি—
তোমায় রেখেছি হৃদয়ের গহীনে চুপিচুপি।
কবে বুঝবে তুমি,
কত ভালোবাসি।
কবিতা : ভালোবাসার নোটিফিকেশন
লেখক__বাপ্পী ইসলাম