07/08/2025
তোমাকে ভোলা যায় না,
স্মৃতিতে যতবার ফিরি,
ততবার তোমায় দেখি
আর অনুভবের স্পর্শে তোমায় ছুঁই।
তুমি নেই, তবু রয়েছো
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্বপ্নে,
প্রতিটি অভিমানী ক্ষণে।
তোমাকে ভোলা যায় না—
তুমি আমার স্মৃতির আকাশে
আজও সবচেয়ে উজ্জ্বল তারা।
আচ্ছা, প্রিয় মানুষকে
কি কখনো সত্যি ভুলে থাকা যায়?
কবিতা : অনুভবের স্পর্শে তোমায় ছুঁই
লেখক – বাপ্পী ইসলাম