KartoS

KartoS সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়?

দুপুরে শুয়ে ছিলাম তখন হঠাৎ দরজায় এসে বলছে, "ভাত খাবি আয়" আমি বললাম এত তাড়াতাড়ি, একটার সময় আবার কবে ভাত খাওয়া হয়! প্রথম...
24/08/2024

দুপুরে শুয়ে ছিলাম তখন হঠাৎ দরজায় এসে বলছে, "ভাত খাবি আয়" আমি বললাম এত তাড়াতাড়ি, একটার সময় আবার কবে ভাত খাওয়া হয়! প্রথমে না তাকিয়েই উত্তর দিলাম, 'এই তো চা খেলাম! এখন আবার কী ভাত খাব?'

বলার পরেও আবার বলছে, "ভাত খাবি আয়"
তাকিয়ে দেখি বাবা, মা সেজে দাড়িয়ে আছে😑 ছাদ থেকে মা'য়ের শাড়ি তুলতে এসে সেটা নিয়ে খেলা করতে ইচ্ছে হয়েছে আর কী, সেই সঙ্গে আমাকে মুগ্ধ করতেও! তাই 'মায়ের মতো' ডাক দিচ্ছিলেন!

এক্সপেক্টেশন এটাই, যে আমি দেখে সত্যিই ভাবব মা খেতে ডাকতে এসেছে, বাবাকে অবিকল মা ভেবে খুব চমকাব আর কী!😍 যাই হোক...

ছবিটা তোলার সময় বলল, 'সা-য়া বেরিয়ে গেছে, কোথাও যেন ছেড়ে দিস না!'🙂
Copy pest

24/08/2024

২০২২ সালে সিলেটের বন্যায় আমি ত্রাণের জন্য তিন হাজার টাকা দিয়েছিলাম। ২৪ সালে এসে আজ পথে বসে আমাকে ত্রাণ নিতে হচ্ছে।

- ফেনীর এক ভাই।

24/08/2024

বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয়না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।

পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্য...
23/08/2024

পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবার সহ সকল কিছু রাখা ছিল !!!

খারাতাইয়া, বুড়িচং থেকে...
আল্লাহ আপনার কুদরতী হাত দিয়ে সবাইকে হেফাজত করুন🤲🤲🤲

25/01/2024

সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

বস্তুতঃ আমাদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

28/10/2023

Bangladesh cricket 🏏 team k nea somikoronkari public Der dakhte chai,janty chai Bangladesh cricket team kivaby 2nd round a jaby🙂🙂🙂

20/09/2023

Address

Bagha
Rajshahi
6280

Telephone

+8801752130628

Website

Alerts

Be the first to know and let us send you an email when KartoS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KartoS:

Share