
24/08/2024
দুপুরে শুয়ে ছিলাম তখন হঠাৎ দরজায় এসে বলছে, "ভাত খাবি আয়" আমি বললাম এত তাড়াতাড়ি, একটার সময় আবার কবে ভাত খাওয়া হয়! প্রথমে না তাকিয়েই উত্তর দিলাম, 'এই তো চা খেলাম! এখন আবার কী ভাত খাব?'
বলার পরেও আবার বলছে, "ভাত খাবি আয়"
তাকিয়ে দেখি বাবা, মা সেজে দাড়িয়ে আছে😑 ছাদ থেকে মা'য়ের শাড়ি তুলতে এসে সেটা নিয়ে খেলা করতে ইচ্ছে হয়েছে আর কী, সেই সঙ্গে আমাকে মুগ্ধ করতেও! তাই 'মায়ের মতো' ডাক দিচ্ছিলেন!
এক্সপেক্টেশন এটাই, যে আমি দেখে সত্যিই ভাবব মা খেতে ডাকতে এসেছে, বাবাকে অবিকল মা ভেবে খুব চমকাব আর কী!😍 যাই হোক...
ছবিটা তোলার সময় বলল, 'সা-য়া বেরিয়ে গেছে, কোথাও যেন ছেড়ে দিস না!'🙂
Copy pest