19/09/2025
আড়ং এর শপিং ব্যাগ ফ্রি দেয়া বন্ধ নিয়ে রীতিমতো ফেসবুকে ঝড় বইছে। আমার সামনে যেসব পোস্ট আসছে বেশিরভাগই ব্যাগের দাম নেবার বিপক্ষে। তারা শপিং করে হাতে করে জিনিসপত্র নিয়ে আসছে তবুও কেও ব্যাগ কিনবে না। এই যে এই আন্দোলনটা করছে মানে আড়ং এর সাথে মান অভিমানের দরুণ ব্যাগ না কেনা এটা কিন্তু বেশ ভালো। নিজের অজান্তেই পরিবেশ রক্ষায় একধাপ এগিয়ে এসেছে৷ পরিবেশ রক্ষায় "রি ইউস" একটা গুরুত্বপূর্ণ অভ্যাস। কিন্তু আড়ংয়ের এই সুন্দর সিদ্ধান্তের পর বুঝলাম আমাদের দেশের মানুষগুলো পরিবেশ নিয়ে একটুও ভাবে না। অথচ বিশ্বের নামি-দামি বেশিরভাগ ব্রান্ডেরই সেম স্ট্রাটেজি। Primark (ইউকে, ইউরোপ) – কাগজের ব্যাগের জন্য কয়েক পেন্স লাগে। H&M (বিশ্বজুড়ে) – কাগজের ব্যাগ ৫–২০ সেন্ট। Zara / Bershka / Pull&Bear (Inditex Group) – ইউরোপে ব্যাগের দাম ১৫–৩০ সেন্ট। Uniqlo (জাপান ও ইউরোপ) – কাগজের ব্যাগ প্রায় ১০ ইয়েন বা ২০ সেন্ট। Marks & Spencer (ইউকে) – প্লাস্টিক ব্যাগ ১০–২০ পেন্স।
আরও কিছু বড় ফ্যাশন ব্র্যান্ড যেমন Nike, Adidas, Levi’s-এরও ইউরোপ বা জাপানের দোকানে ব্যাগের জন্য চার্জ থাকে।
তবে Louis Vuitton, Gucci, Chanel-এর মতো লাক্সারি ব্র্যান্ডগুলোতে (যেখানে প্রোডাক্টই হাজার হাজার ডলার) সাধারণত ডিজাইন করা কাগজের ব্যাগ ফ্রি দেয়, কারণ সেটাও ব্র্যান্ডের প্রেজেন্টেশনের অংশ।
অর্থাৎ,
মিড-রেঞ্জ ও ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ডের ব্যাগ কিনতে হয়
হাই-এন্ড লাক্সারি ব্র্যান্ড সাধারণত ব্যাগ ফ্রি দেয়।
আড়ং কে আমার হাই এন্ড লাক্সারি ব্রান্ড বলে আমার মনে হয় না। কারন আড়ং এ ১০০ টাকা দিলেও কিছু না কিছু পাওয়া যায় এবং ক্রেতাও সেখানে যে শুধু ধনীরা তেমনটা না৷ আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এবং ছোটখাটো অনেক জিনিস আড়ং থেকে কিনি। ১০০০ টাকার ভেতেরে আড়ং থেকে কুর্তি কেনা যায়। তাহলে আমার মতন কত ক্রেতা আড়ং থেকে শপিং করবে আর কত কত ব্যাগ আমাদের পরিবেশে জমা হবে! ধরুন আমি ৫ বার আড়ং থেকে বাজার করলাম। ৫ বার ব্যাগ নিয়ে আসলাম। তবে ব্যাগের দাম নেবার ফলে আমি কিন্তু ১ বার ব্যাগ কিনে রিইউস করবো৷ এমনভাবে যদি একহাজার জন ক্রেতাও জিনিস কেনে তাহলে হয়তো ৪০০০ ব্যাগের প্রোডাকশন কমবে। গাছ কেটেই তো ব্যাগ তৈরি হচ্ছে। হয়তো আরো কিছু গাছ কম কাটা পড়বে।
এটা কি একটা ভালো উদ্যোগ না! শুধু আমরা বাঁচবো এই চিন্তা থেকে সরে এসে ভবিষ্যত প্রজন্মকে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে সাহায্য করাই তো সাস্টেনেবিলিটি। ভবিষ্যতে প্রজন্মের জন্য কেন একটা অসুন্দর পৃথিবী রেখে যাবেন। কেনো তারা আমাদের কর্মের ফল ভোগ করবে। এই যে তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে। এগুলো কি আপনাদের একটু ভাবায় না! আর না ভাবালো, অন্যের ভালো কাজে তো সাহায্য করা যেতে পারে! আমাদের ছোট সচেতন সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় উপকার বয়ে আনতে পারে।
#আড়ং #আড়ংব্যাগ #আড়ংশপিং