
08/09/2025
**"বেকার জীবন বড়ই কঠিন বোঝা সবার কাছে।
হাজারো স্বপ্ন বুকে নিয়ে যখন ঘুম ভাঙে,
সকালের সূর্যও কেমন যেন উপহাস করে।
চারপাশে শুধু প্রশ্ন—
'কি করছো?', 'কোথায় চাকরি?', 'কবে কাজ পাবে?'
কিন্তু কেউ বোঝে না বুকের ভিতরের আগুনটা,
অপমানের ভার কতটা কষ্ট দেয় হৃদয়কে।
টাকা নেই বলে স্বপ্ন থেমে যায়,
প্রিয় মানুষগুলোর চোখেও ঝরে অবহেলার ছায়া।
বন্ধুর আড্ডায়ও লজ্জা পেয়ে দূরে সরে যাই,
কারণ হাতে কাজ নেই, মুখে হাসি ফুটে না।
তবুও হাল ছাড়িনি—
বিশ্বাস করি একদিন পরিশ্রমই পথ দেখাবে,
আজকের কষ্ট একদিন গর্বে রূপ নেবে।
বেকার জীবন সাময়িক, সংগ্রামী জীবন চিরন্তন।
আর সেই সংগ্রামই একদিন আলো হয়ে উঠবে আমার জীবনের প্রতিটি অন্ধকারে।"**
#বেকারজীবন #সংগ্রাম #বাস্তবতা #আশাহারাবেনা #স্বপ্নেরপথ