Divine Journey

Divine Journey DivineJourney — Spiritual journey and self-discovery

Spiritual journey and self-discovery at DivineJourney by Rahid Rsn.

A spiritual and knowledge-based blog guiding readers towards self-discovery.. be specific about : divinejourneyrsn.wordpress.com

সবরকম স্বাধীনতার পূর্বে নিজের প্রজ্ঞার স্বাধীনতা অপরিহার্যযে মানুষ নিজের চিন্তা, বিচারবোধ ও বুদ্ধির ওপর স্বাধীনভাবে আস্থ...
30/10/2025

সবরকম স্বাধীনতার পূর্বে নিজের প্রজ্ঞার স্বাধীনতা অপরিহার্য

যে মানুষ নিজের চিন্তা, বিচারবোধ ও বুদ্ধির ওপর স্বাধীনভাবে আস্থা রাখতে পারে, সে-ই প্রকৃত অর্থে স্বাধীন হতে পারে।

বিস্তারিত আমাদের ওয়েব সাইট ব্লগে -

Discover how true freedom begins with the liberation of thought. A philosophical reflection on the power of wisdom and self-awareness. freedom of thought The prerequisite of all freedom is the free…

একদিন হঠাৎ আমার সময় ফুরাবে। সকাল হবে না তখন আর। আসবে না বিকেল কিংবা সন্ধ্যা। দিনভর নাকে লাগবে আগরবাতির ঘ্রাণ...  সেদিন ন...
26/10/2025

একদিন হঠাৎ আমার সময় ফুরাবে। সকাল হবে না তখন আর। আসবে না বিকেল কিংবা সন্ধ্যা। দিনভর নাকে লাগবে আগরবাতির ঘ্রাণ... সেদিন নিভে যাবে আমার বুকে বেড়ে ওঠা পরম, পরম আরধ্য প্রাণ।

স্তব্ধ হবে সেই চলা, সেই বলা, সেই দিন-রাত ধরে স্বপ্ন দেখা।
যে হাত ধরে পথ চলা, যে মন নিয়ে ভালোবাসা, সব যাবে থেমে।
আলো ঝলমলে এই পৃথিবী, আকাশের ওই তারারা—সব থাকবে, শুধু আমি থাকব না।
নিস্তব্ধ নীরবতায় ঢেকে যাবে আমার কক্ষ, যেখান থেকে রোজ ভোরের আলো দেখতাম।

আমার স্মৃতি, আমার হাসি, আমার কান্না—সব মিশে যাবে বাতাসে।
এক ফোঁটা শিশিরের মতো মিলিয়ে যাব আমি, রেখে যাব কেবল কিছু নিঃশব্দ পদচিহ্ন।
কিন্তু ভয় নেই, হয়তো সেই নিভে যাওয়াতেই লুকিয়ে আছে এক নতুন আলো, এক চিরশান্তি, যেখানে ক্লান্তি নেই, কোনো গান গাওয়ার তাড়াও নেই। শুধু অনন্ত বিশ্রাম।

আমি চলে যাব এক নিঃশব্দ প্রস্থানে, কিন্তু আমার প্রতি তাদের সেই গভীর ভালোবাসা এই পৃথিবীর বুকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রবে।

24/10/2025

সত্যকে মেনে নিতে হয় করে নিতে হয় আলিঙ্গন তবেই তুমি তাই পাবে চায় তোমার মন।

"কারন আমরা যখন সত্যকে মেনে নেই তখন আমাদের মধ্যে মিথ্যার আর কোন আশ্রয় থাকে না, কোন জায়গা থাকে না!
আর সত্য যা চায় তা সব সময় সুন্দর হয় আর সুন্দর জিনিস মেনে নেওয়াও সুন্দর।

আমরা কেবল তখনই মানতে পারিনা যখন আমরা মিথ্যা কোন কিছু চাই।




22/10/2025

ভবিষ্যৎ আসলে মৃত্যু
আর মৃত্যু............?

19/10/2025

আবেগই কি আমাদের বড় শত্রু?

👉 যখন আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে, তখন সেটাই শত্রু হয় —
রাগে ভুল সিদ্ধান্ত নেওয়া, ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া, ভয় পেয়ে সুযোগ হারানো — এই সময়গুলোয় আবেগ আমাদের ক্ষতি করে।

কিন্তু 👉 যখন আমরা আবেগকে বুঝে, নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারি, তখন সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয় —
সহানুভূতি, অনুপ্রেরণা, ভালোবাসা, সৃজনশীলতা — এসবই তো আবেগের ফল।

আবেগ শত্রু নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন আবেগ শত্রু।

🌿 — Divine Journey

02/10/2025

ঘড়ি | সময় | Times | Watch

সত্য এবং ভাগ্যের দর্শক "ঘড়ি": কাঁচের আড়ালে আবদ্ধ ঘড়ি শুধু টিক টিক করে চলে না, এটি মানব হৃদয়ের গতিবিধি লক্ষ করে এবং মানুষের মনকে মোচড় দেয়।

এটি আমাদের জীবন এবং ভাগ্যের দর্শক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো: এখানে কোনো করুণা নেই, কোনো দ্বিতীয় সুযোগ নেই ("No mercy here, no second chance")।

যখন সময় শুরু হয়, তখন এটি কেবল তার নির্ধারিত 'নাচ' শুরু করে, যা কেউ থামাতে পারে না।

02/10/2025

যৌবনের শুরুর ঠিকানার ওপারে, দিগন্তেরও অতীত এক স্বপ্নরাজ্য ছিল।
সেখানে আমরা খুঁজতাম অদ্ভুত টান ও অলৌকিকতার ছোঁয়া—
চুম্বকের মতো টেনে নিত আমাদের বিস্ময়,
আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকত নতুন মিরাকল।
আমাদের চিন্তা ছিল নদীর মতো—
যার কোনো তীর নেই, কোনো সীমানা নেই,
অসীম কল্পনার স্রোতে ভেসে যেতাম অবিরাম।

01/10/2025

সম্পর্ক ও একসাথে থাকার সুযোগ সীমিত, সময়ের ইশারায় মানুষ দূরে সরে যায়। সরে যায় কাঙ্ক্ষিত সময়, সম্পর্ক ও অস্তিত্ব।

তবুও ঘড়ির কাঁটা চলে। বৃত্ত ঘোরে মানুষের অন্তর্দ্বন্দ্ব ও অস্থির শূন্যতার প্রতীক হিসেবে।

সময়, সম্পর্ক ও অস্তিত্বের পুনরাবৃত্তি-তে আসলে কি কিছু আছে?

- জানতে চাইলে জানাও কমেন্টে/ তোমার ইচ্ছা।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Divine Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share