09/06/2025
সত্যি বলতে, কাউকে "আপন করে পাওয়া" শুধু একপাক্ষিক ইচ্ছায় নির্ভর করে না। এটা দুইজনের সম্পর্ক, বোঝাপড়া, অনুভব, আর সময়ের ওপর দাঁড়িয়ে তৈরি হয়। তুমি যদি তাকে সত্যিকারের ভালোবাসো, তার প্রতি শ্রদ্ধাশীল হও, তার অনুভূতিকে গুরুত্ব দাও—তবে সেই ভালোবাসা একদিন ফিরেও আসতে পারে।
তবে যদি সে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে এই সম্পর্ক চায় না, তাহলে তাকে ছেড়ে দেওয়াই শ্রেষ্ঠ। ভালোবাসা মানেই শুধু পাওয়া না—কখনো কখনো ভালোবাসা মানে কারো ভালো থাকাটাও চুপচাপ দূর থেকে কামনা করা।