রিয়াল বৃক্ষ

রিয়াল বৃক্ষ আমার কথা বলা দায়
এ সমাজের অন্তর্ধানে
আমার অস্তিত্ব আজ বিলীন
তোদের খামখেয়ালী ট্রামে।

22/05/2024

কাগজ.............

দেখো মানুষ কি কয়
তোমারে লয়
পোপাকান্ড রোটে বিষাদে নিমজ্জায়
সফল হও তুমি সুধাকর ,ব্যার্থ হইলে পতিত পবন
একটি কাজ করো.. কাগজ জমাও
ভালোবাসা কিনো কাগজ দিয়ে
রূপ না থাকলেও রূপবান পাবে
বুদ্ধি লাগে না ক্ষমতা হইলে
সব ঠিক তোমার, ভয় কেনো পাও
কাগজ জমাও, ভালো হলে হবে না
কাগজ তোমাকে ভালো করবে
উড়াও আর মজা করো
কাগজ হইলে গবরেও ফুটে শুভ্র পদ্ম ,
কাগজের মাপ, কাগজের দেশ
কাগজে মোড়ানো সুখের আবেশ।

18/05/2024

সংক্ষিপ্ত জীবন নিয়ে আমরা কত ভাবে উড়ছি
যদিও আমাদের জানা মাটিই শেষ আবাস্থন ,
পচে গলে যাওয়া এক শরীর।

18/05/2024

ভালোবাসা
তুমি বেঁচে থাকো যদি বাঁচার ইচ্ছা হয়
দূরে যাও যদি ব্যথায় কাতর রও

বড়ো দাদা(মোদি) বাংলাদেশের মধ্যে ডাঙ্গা সৃষ্টি করে ইন্ডিয়ার জনতার ভোট নিজের ব্যালটে নিতে চাচ্ছে।আর বাংলাদেশের অসাম্প্রদ...
24/04/2024

বড়ো দাদা(মোদি) বাংলাদেশের মধ্যে ডাঙ্গা সৃষ্টি করে ইন্ডিয়ার জনতার ভোট নিজের ব্যালটে নিতে চাচ্ছে।

আর বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংগুরা মন থেকে দাদার পা চাটার জন্য প্রস্তুতি নিচ্ছে।

😞😞😞এ লজ্জার দায় কে নেবে?যে কিনতে না পেরে আত্মহত্যা করলো... নাকি যাদের জন্য তার কেনার ক্ষমতা নাই......
12/04/2024

😞😞😞
এ লজ্জার দায় কে নেবে?
যে কিনতে না পেরে আত্মহত্যা করলো... নাকি যাদের জন্য তার কেনার ক্ষমতা নাই......

এ যেনো করুন প্রণয় মাগোছারখার করেও ছাড়ছে না গো স্বাধীনতা পেয়েছি, চেতনা পেলামদেশটাই পেলাম না ওগোসবুজের বুকে লাল বাতিতখন...
10/04/2024

এ যেনো করুন প্রণয় মাগো
ছারখার করেও ছাড়ছে না গো
স্বাধীনতা পেয়েছি, চেতনা পেলাম
দেশটাই পেলাম না ওগো
সবুজের বুকে লাল বাতি
তখনও জ্বলেছে আজ ও নেভেনি
শাসক গিয়েছে স্বাধীনতা আসেনি
মানুষ কে কেউ ভালোবাসেনি
স্বাধীনতার স্মৃতি
বুলেট বিদ্ধ কান্না জড়ানো এক পরিবার
পরাধীনতার বেড়াজালে স্বদেশ আমার।
ওহোরে কেনো কান্না আসে মোর
পাথর হয়েই বুলেট বিদ্ধ বুকে যায় বহুদূর।
হে বুলেট তোমাকে উৎসর্গ করলাম স্বাধীন বাংলাদেশ

14/03/2024

সবে বরাতে রাত জাগা ধ্বংস করেছে
মেরাজ ধ্বংস করেছে
হালুয়া রুটি খাওয়া বাদ দেয়াইছে
গরিবদের মিলাদ করে খাওয়ানো বাদ দেয়া হয়েছে
সে সময় কিছু বলেন নি
বিদায়াত বলেছেন আর তাদের সুরে সুর মিলিয়েছেন।
এখন আপনার মূল বিষয় গুলোতে হাত দিবে
আপনি কিছুই করতে পারবেন না।
ইফতার কেনো কিছুদিন পর রোজা রাখলে ও বলবে রমজানের রোজা রেখে সরকারি চাকরি করতে পারবে না।। তখন বিদায়াত বিদআত করে যেনো মুসলিম।।।

ইসলামের সংস্কৃতি ভোলার উত্তম পরিমাণ পাবে তোমরা। ইনশাআল্লাহ

অ্যারাবিয়ান খাবসা এবং কিছু ভালো সময়।।।ধাম ২০২৪...
20/02/2024

অ্যারাবিয়ান খাবসা এবং কিছু ভালো সময়।।।
ধাম ২০২৪...

16/02/2024

মার্ক জাকারবার্গ গরু পালে
আমিও গরু পালি
বিল গেটস চাষ করে
আমিও এবার লাগিয়েছি সরিষা গম
বিষয় টা টাকা না, জীবন যুদ্ধই আসল উদ্দেশ্য
মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে কি হবে যদি খাদ্য না থাকে।
A B C D না পড়ে , চাষে আসো জীবন চালাও।।।
মনে রেখো তোমার বাপ দাদারা যারা চাষ বাস করেছে
তারা তোমাদের থেকে শক্তিশালী ছিল।

29/10/2023
11/10/2023

অনলাইন জুয়া
রিয়াল বৃক্ষ
(প্রথম ব্যক্তি: ৫০০ টাকা ডিপোজিট করেন তো)
(দ্বিতীয় ব্যক্তি: ভাই এখানেই ঠোকা মারেন )

ঠোকা হবে এখানেই
জীবন যদি যায় যাক
তবু আমি ছাড়ছিনে
স্পেডে মারব দশ ঠোকা
মানি কামে পাঁচ
ভালো হলে পঞ্চাশ মেরে
করে দেব তাদের ভাঁজ
তাই নাকি? যদি না হয় করবেন কি?
আমার ভাগ্য অনেক ভালো
জুয়া লাগে সেই ভালো
কোনোদিন হারি নি
সেদিন পেলাম দশ হাজার
ভরিয়েছিলাম পাঁচ হাজার
দুইদিন থেকে লাগেনি
মোট খরচ করেছেন বলেন এবার?
হিসাব নাই, প্রতিদিন পাঁচ হাজার
সব মিলে লাখ দুই চার
দান দিবে , দেন তাড়াতাড়ি
টুকা আমি মারব ভারী
যদি না হয় সব বেচেঁ
করবো আমি দিনমজুরি।

এভাবেই বাংলার প্রতিটি ঘরে সমাজে অনলাইন অনলাইন জুয়াতে আসক্ত হয়েছে
কিন্তু কারো এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেই
আফসোস হয় সমাজ কিসে ভরে যাচ্ছে।।

05/10/2023

মনের গভীরতা মাপের মেশিন
রিয়াল বৃক্ষ

ঝুম বৃষ্টিতে সকাল শুরু
ভাবতেই অবাক লাগে এই বৃষ্টি কিভাবে আসে
সাইন্টিফিক হাজার ব্যাখ্যার মাঝে মনে হয়
এই বৃষ্টি আমাদের মনের গভীরতা মাপ করতে আসে
বৃষ্টির দিনে মনমরা হয়ে আকাশ পানে চেয়ে ভাবি
হরেক ভাবনায় ছেয়ে যায় আমাদের পৃথিবী
কত পাওয়া না পাওয়ার হিসেব করতে থাকি
কিছু হিসেবের সমাপ্তি মানুব কুলে নেই।
আত্তার গভীরে হিসেবের সমাপ্তি ঘটে
পা টিপে টিপে চলার মাঝে বোঝা যায় সাবধানতা
আর বজ্রের দামামায় মৃত্যু ভাবনা হয়
একদিন চলে যাবো, বৃষ্টি দেখব না আর
কেউ খোঁজ রাখবে না আমার, একা আমি।
মহাকালের গহবরে হারিয়ে যাওয়া এক সওয়ারি।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when রিয়াল বৃক্ষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিয়াল বৃক্ষ:

Share