03/12/2023
আলহামদুলিল্লাহ
চরবাগডাংগা সিরাজুল হুদা ইসলামীয়া ও হাফিজিয়া মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করে, বিদায় নিলেন প্রাণের ছোট ভাই । বন্ধু সমতল্য 🌹 মোঃ তারিকুল ইসলাম 🌹
আমি তাদের বাড়িতে লজিং ছিলাম, প্রায় 5 বছর । তারা তিন ভাই,,🌹 তারিকুল 🌹 জহরুল 🌹ও আব্দুল আহাদ 🌹 আমার কাছে লেখাপড়া করত। আলহামদুলিল্লাহ তারা তিন ভাই এখন মাদ্রাসায় লেখাপড়া করে। একজন কুরআনের হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ । আর সে যখন Five পাস করে । তখন তার বাবা তাকে স্কুলে ভর্তি করার জন্য প্রস্তুত , কিন্তু আমি বললাম মাদ্রাসাতে দেন । বললো সে মাদ্রাসায় পড়তে পারবে না । আমি বললাম মাদ্রাসাতে দেন আমি উনার সব কিছু ঠিকঠাক করে দিব । তার দাদুকে সাথে করে নিয়ে তাকে ভর্তি করে দিলাম । এরপর থেকে দুই জনে একসাথে খাওয়া দাওয়া শুরু হলো এবং তার মাদ্রাসার জীবন শুরু হলো। যে কোন সমস্যায় সার্বিক সহযোগিতা প্রদান করেছি। এখনো সে যে কোন বিষযে আমার কাছে পরামর্শ নেয় । এর পর আমি বিদায় নিয়ে চলে আসলাম । আজকে সে দাওরা হাদিস শেষ করে বিদায় নিলেন। এজন্য আমার মনটা ভরে গেছে । এখনো আমরা বন্ধর মতো চলাফেরা করি । এজন্য তার জন্য খাস করে দুয়া করি যেন , আল্লাহ তায়ালা তাকে দ্ধীনের একজন দ্বায়ী হিসাবে কবুল করেন । এবং তার পরিবারসহ সবাই যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।।🌹আমিন 🤲🤲