07/03/2023
ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার! ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে
Freelancing ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের
একি পর্ব। এই প্রস্তুতির উপরই মুলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার
কোন যাবে।
সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা
বুঝে উঠতে পারেন না ষে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?
এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক
প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।
তবে যারা ফ্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ।
Freelancing ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি ফ্চিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর
প্রধান হাতিয়ার।
_______________________________________________________________________