Md Nurul Islam

Md Nurul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Nurul Islam, Digital creator, Rajshahi.

06/11/2024

সাদপন্থী,
যুবায়েরপন্থী হওয়ার চেষ্টা না করে,
কুরআন-সুন্নাহপন্থী হওয়ার চেষ্টা করুন।

06/11/2024

ব্যাপক হারে প্রচার করুন
"আল্লাহ'র আইন চাই, সৎ লোকের শাসন চাই"

২০১৬ সালে আমি ঘুরতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিদ্যালয় জাবি তে : তখন আমি ছোট হলেও অ্যাডাল্ট বিষয়গুলো বুঝার বয়স হয়েছিলো।আমি ...
06/11/2024

২০১৬ সালে আমি ঘুরতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিদ্যালয় জাবি তে : তখন আমি ছোট হলেও অ্যাডাল্ট বিষয়গুলো বুঝার বয়স হয়েছিলো।

আমি মুগ্ধ হয়েছি ক্যাম্পাসটা সুন্দর ও মনোরম, অনেক বড় ক্যাম্পাস খিচুড়ির প্রাইস ও কম ছিলো, অনেক গাছ-গাছালি আর সবুজের সমারোহ ছিলো মনোমুগ্ধকর।

লেকের দৃশ্য সত্যিই চোখ জুড়ানোর মতো। আমি অনেক পথ হেটে হেটে ঘুরে বেড়িয়েছি।

ক্যাম্পাসের মধ্যে ব্যাংকের একটি অফিস দেখতে পেয়েছি। ব্যাংক অফিসের ঠিক সামনে কিছু গাছ আর গাছের ফাঁকে ফাঁকে বসার জন্য বেঞ্চ করা ছিলো।

তার বরাবর একটা লেক আছে। লেকটা উচু রাস্তার ঢাল হয়ে নিচে নেমে গেছে। লেকের পাড়টি বেশ নিচু ও চওড়া। ইচ্ছা হলো লেকের পাড়ে নেমে উপভোগ করা।

কিন্তু আমি লজ্জিত হলাম: দেখলাম অনেকগুলো কনডমের খোসা। তিনটি ছিলো পুরুষের বীর্যে ভর্তি। অনেকগুলো মহিলাদের উড়নার পিন।

আমি লজ্জা পেয়ে দ্রুত উচু স্থানে উঠলাম। আর গাছের ফাকেই দেখলাম প্যান্ট ও ওড়নাছাড়া কামিজ পড়া এক আপু বেঞ্চে বসে আছে, আমাদের দেখছে। আমি মুখ নিচু করে সোজা চলে এলাম। আর কখনো ওই স্থানে পা বাড়াইনি।

:🥲 এটা ছিলো আমার কাছে জাবির সবচেয়ে বাজে স্মৃতি।

---আল্লাহ্ আমাদের বোনদের সম্মান বজায় রাখার তাওফিক দিন।

-নাসির উদ্দিন, বিশ্ববিদ্যাল শিক্ষার্থী।

পেজটি ফলো করতে ভুলবেন না।

আলহামদুলিল্লাহ!! দীর্ঘ ৩ টি বছর বিনা অপরাধে জালিমের কারাগারে বন্দিজীবন পারি দিয়ে,অবশেষে প্রিয় হাফেজ আ: মুকিত ভাই মুক্ত ব...
03/11/2024

আলহামদুলিল্লাহ!! দীর্ঘ ৩ টি বছর বিনা অপরাধে জালিমের কারাগারে বন্দিজীবন পারি দিয়ে,অবশেষে প্রিয় হাফেজ আ: মুকিত ভাই মুক্ত বাতাসে। আজ আমাদের খুশির দিন। রাজশাহীতে থাকলে আপনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম। রাতে আমার সাথে যোগাযোগ করে গিয়ে বন্দী হলেন আজ মুক্ত হলেন কিন্তু আমি রাজশাহীতে নাই। খুব মিস আপনাদের সকলকে দ্রুত দেখা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিন।

24/10/2024

৬ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ
ইসলামি ছাত্রশিবিরের ২০০+ নেতাকর্মী গ্রেফতার ৫৩ জনকে জেলহাজতে পাঠিয়ে বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়

23/10/2024
20/10/2024

এই শহরে প্রতি রাতেই বৃষ্টি হয়।
কোথাও ভিজে মাটি
কোথাও ভিজে বালিশ
কোথাও ভিজে জায়নামাজ

20/10/2024

"তোমার যদি এমন একজন বন্ধু থাকে, যে তোমাকে দ্বীনের পথে ডাকে, তাহলে তাকে শক্ত করে ধরে রাখো। কারণ, ভালো বন্ধুত্ব ধরে রাখার চেয়ে খুঁয়ে ফেলা সহজ।" ইমাম শাফেয়ী (রহ.)

একজন বেকার রাতের বেলা বাড়ি যায় গোপনে যাতে কারো সাথে দেখা না হয়। কারো সাথে দেখা হলেই বলবে আর কতকাল পড়বি? চাকুরি কবে হবে? ...
19/10/2024

একজন বেকার রাতের বেলা বাড়ি যায় গোপনে যাতে কারো সাথে দেখা না হয়। কারো সাথে দেখা হলেই বলবে আর কতকাল পড়বি? চাকুরি কবে হবে? পাশের বাড়ির ছেলেটা ফাইভ পাশ করে গার্মেন্টস এ গেছে। এখন ২০ হাজার টাকা বেতন পায়। বাড়িতে টাকা পাঠায়। পাঁকা বাড়ি করেছে৷ তুই কি করিস? ওর সাথে যোগাযোগ করে গার্মেন্টস এ যা। এটা শুনে মাস্টার্স পাশ করা বেকারের বুকের বাম পাশটা মোচড় দিয়ে ওঠে। কোন রকম সামলে নিয়ে বলে, ঠিক আছে। আজ সময় নাই। অন্যদিন কথা হবে।

ইদের ২দিন আগে হলের সবাই বাড়ি যাচ্ছে। বেকার রফিকের বাড়ি যাওয়ার কোন নামই নাই। কীভবে যাবে?
বাবা বৃদ্ধ। চিন্তা করতে করতে স্ট্রোক করেছে। বড় ভাইয়ের মেয়েটা বায়না ধরে চাচ্চু আমাকে একটা জামা দাও। নিজের ছোট বোনটা তাকিয়ে থাকে কিন্তু কিছু বলতে পারে না। ইদে মায়ের জন্য একটা শাড়ি দিতে পারলে ভালো হতো। এসব ভেবে রফিক হলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুরো হল ফাঁকা। রফিক, শফিক আর বেলাল তিনজন বেকার হলে থেকে গেল। ইদের দিন রাতে আড্ডা দিয়ে রাত ১টায় ঘুমাতে গেলো। রুমে কেউ নেই। জব সল্যুশন বই নিয়ে পড়তে বসে। দুই এক পেইজ পড়তেই রফিকের চোখ দিয়ে লবনাক্ত পানি গড়িয়ে পড়তে থাকে। মধ্যরাতে রফিক একাই উচ্চস্বরে হাউমাউ করে কাঁদতে থাকে। কান্নায় বুকটা ফুলে উঠে। বালিশ দিয়ে চাপ দেয় কিন্তু বুকটা আর নিচু হতেই চায় না। সকাল বেলা রফিক না খেয়েই ইদের নামাজ পড়তে যায়। এমন হাজার লক্ষ বেকার যুবক নাম মাত্র চাকরিজীবিদের কান্না

18/10/2024

যায়েদ ইবনে হারিসা নেতৃত্ব দিচ্ছেন। তিনি শহিদ হলে পতাকা তুলে নিচ্ছেন জাফর।

জাফর ইবনে আবু তালিব নেতৃত্ব দিচ্ছেন। তিনি শহিদ হলেন। পতাকা তুলে নিলেন আবদুল্লাহ।

আবদুল্লাহ ইবনে রওয়াহা নেতৃত্ব দিচ্ছেন। তিনিও শহিদ হলেন। পতাকা তুলে নিলেন খালিদ সাইফুল্লাহ।

হে আল্লাহ, ফা-লা-স-তিনে যায়েদ, জাফর, আবদুল্লাহদের পর সাইফুল্লাহর আগমন তরান্বিত করো। অসহায় নারী-পুরুষ ফরিয়াদ করছে, আমাদের জন্য অভিভাবক পাঠাও।

এ সকল প্রতারক থেকে সাবধান
17/10/2024

এ সকল প্রতারক থেকে সাবধান

Address

Rajshahi

Telephone

01794774261

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nurul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nurul Islam:

Share