
06/01/2025
চারদিকে খালি এখন রোজা রোজা রোজা কিন্তু খেয়াল করে দেখলাম যারা এতো আটঘাট বেধে ওরে নিয়ে সমালোচনা করতেছে তাদের অধিকাংশরাই ওরে চেনে না বা ওর সম্পর্কে নুন্যতম ধারনা টুকুও রাখে না। একটা মানুষ কে না জেনেশুনে জাজ করা কতো সহজ তাই না!
আমরা যারা ওরে একটু হলেও কাছে থেকে দেখেছি তারা জানি ওর আচার আচরণ সম্পর্কে।মানুষকে কতোটা রেসপেক্ট করে,কতোটা পোলাইটলি মানুষের সাথে মেশে সেটা আমরা জানি।ভাই ওরে যারা চেনে তারা জানে ও কতোটা শক্ত পার্সোনালিটির মেয়ে।
ওর বাবার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বরিশালের ওপেন সিক্রেট।এমন না যে আপনার এখন খুচিয়ে খুচিয়ে ওটারে আবিষ্কার করছেন।আর তাহসান ভদ্রলোক নিশ্চয়ই এতোটাই নির্বোধ না যে না জেনেই একটা রেনডম মেয়েকে বিয়ে করে ফেলেছেন।মেয়েটার বাবা/এক্সের অতীত টেনে যেভাবে মেয়েটার নতুন জীবনটাকে আক্রমণ করছেন মনে হচ্ছে আপনাদের কারো কোনো অতীত ছিলো না।আপনারা সবাই ধোয়া তুলসীপাতা।
আর রইলো বাকি ওর বয়ফ্রেন্ড!
সকালে তার একটা রেকর্ড শুনলাম। সে এতো আগ্রহী তার এক্সের সব খবর দেয়ার জন্য সেটা শুনে প্রথমেই একটা কথাই মাথায় এসেছিলো "কাপুরুষ".... এতোই যদি যোগ্য বয়ফ্রেন্ড সে তাহলে কেন ৯ বছরের সম্পর্ক ভাঙতে হলো।ওদের সম্পর্ক তো কোনো লুকানো কিছু ছিলো না তাহলে কেন সেটা ভাঙলো? সব দোষই একা মেয়ের? আজ শুধুমাত্র তাহসান কে বিয়ে করলো দেখেই কি এতো আয়োজন করে বলতে হচ্ছে। রেনডম কাউকে বিয়ে করলে কি এতো কাহিনি বলতে আসতো?
ভাই কোন বয়ফ্রেন্ড তার প্রেমিকার জন্য খরচ করে না! কোন বয়ফ্রেন্ড তার ভালোবাসার মানুষের ক্যারিয়ার সাহায্য করে না? এমন একটা ছেলে দেখান যে সে চায় না তার গার্লফ্রেন্ড ভালো পজিশনে থাকুক এবং সেটার পিছনে তার অবদান থাকুক। কিন্তু দিনশেষে আমরা সবাই যা প্রেডিকশন করে রাখি তা কি হয়!?তাহলে তো কারো জীবনেই অতীত বলে কিছু থাকতো না।
আমাদের সবাইর প্রাক্তন আছে,সবারই কোনো না কোনো সময় মন ভেঙেছে। কেউ ধোকা খেয়েছে কেউ দিয়েছে। কিন্তু আমরা তো কোনোদিন ও মনের অজান্তেও প্রাক্তনকে অসম্মান করে একটা শব্দও উচ্চারণ করি না।কারন ভালোবাসা যেটাই ছিলো তাতে সম্মান ছিলো। খোদ তাহসান ও আজ পর্যন্ত মিথিলাকে নিয়ে একটা বাজে মন্তব্য করেননি সেখানে এই ছেলে পাবলিকলি এসে বুক ফুলিয়ে সব বলতেছে।ভাই ব্রেকআপের পর কেন সব বললেন না? বিয়ে হতেই কেন পিছন পুড়ে যাচ্ছে!
সরি ভাই সারাটা দিন ফেসবুকে এতো এতো ট্রল,বাজে মন্তব্য,এতো কাদা ছোড়াছুড়ি দেখে বিশেষ করে রোজাকে কেন্দ্র করে! সরি বাট নট সরি আর চুপ থাকতে পারলাম না।অল্প কিছু দিনের জন্য হলেও,প্রফেশনাল রিজনে হলেও মেয়েটাকে কাছে থেকে দেখেছি।একই এলাকায় বলতে গেলে বড় হলাম।এতো সুন্দরী হওয়া সত্বেও তার যে নম্রতা, তার যে বিনয়ী কথা বলার ধরন তা যেকোনো মানুষকে মুগ্ধ করবে।ওর বাবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য মেয়েটাকে অনেক কিছুই শুনতে হয়েছে তাও ওর বাবার মৃত্যুর পর।কারন বাবা গুন্ডা হোক বা কৃষক, যতদিন বাবার ছায়া মাথার উপর থাকে তখন কারো সাহস হয় না চোখ তুলে তাকানোর।কিন্তু বাবা না থাকলে মেয়েদের কি ফেইস করতে হয়,তা যাদের নেই তারা জানবে।বরিশালের মতো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা এতো সহজ না।মেয়েটা যা করেছে যা হয়েছে তা নিঃসন্দেহে ওর যোগ্যতায় হয়েছে তার এক্স নিশ্চয়ই তার স্টুডিওতে এসে ব্রাইডা সাজিয়ে দিয়ে যেতো না।
আপনারা যারা জ্বলছেন আপনারা আসলে রোজাকে নিয়ে জ্বলছেন না জ্বলছেন ওর অবস্থান ওর সাকসেস আর ওর প্রাপ্তি দেখে।আজ যদি রোজার জায়গায় আর অন্য কোনো পীর মুর্শিদের মেয়েও তাহসান বিয়ে করতো আপনারা তাকেও ছাড়তেন না।কারন সে তাহসানের বৌ হতো।আর সেখানে রোজা যেহেতু অলরেডি সাকসেসফুল,অলরেডি সে স্টাবলিশ এটাতে আপনারা আরো জ্বলে যাচ্ছেন।
শুধু রোজা বলে না বরিশালে আরো অনেক উজ্জ্বল ক্যারিয়ারের মেয়ে আছে।যারা সবাই সবার জায়গা থেকে এতো এতো এতো বেশি যোগ্যতাসম্পন্ন যা বলার বাহিরে।কারো মেকআপ স্টুডিও আছে ,কারো জীম সেন্টার আছে, কারো নিজস্ব বিজনেস আছে,কেউ বাহিরের দেশে নিজের ক্যারিয়ার সেটআপ করছে।আরো কিছু বাচ্চা বাচ্চা মেয়েদের কে চোখের সামনে দেখেছি সেদিন শুরু করলো,তারা এখন একপ্রকার বরিশাল লিড করে বলা যায়।এরা আরো বড় হবে ,অনেক অনেক বড় পজিশনে চলে যাবে।অনেক ভালো কাউকে পাবে জীবনে।তখনও দেখবেন একদল নেকড়ে এসে এমন হাউমাউ করছে।কারন তারা ঐ যে রাস্তার উচ্ছিষ্টভোজী কিনা,তাই কারো পাতে রাজভোজ দেখলে তাদের জ্বলে যায়।কারো ভালো এদের হজম হয় না।
একমাত্র সৃষ্টিকর্তাই জানে সে কার জন্য কি তুলে রেখেছেন। একমাত্র সে যদি আপনার ভালো চেয়ে থাকেন পৃথিবীর কারো সাধ্য নেই সে সুখে হাত বাড়ায়।সৃষ্টিকর্তার সিদ্ধান্ত নিয়ে মজা করাটাও একটা পাপ ঘোরতর পাপ।যা হয়ে গেছে তা নিয়ে মন্তব্য করা মানে হলো আপনি আপনার সৃষ্টিকর্তার সিদ্ধান্তকে নিয়ে মশকরা করছেন। তাই যাই করুন নিজের এতোটাও পাপ বাড়াবেন যাতে আপনার পরিনতির জন্য আপনাকেই দায়ী হতে হয়।