Samiul Islam Sizan

Samiul Islam Sizan I'm a Digital Marketer

নির্বাক দেয়ালে রৌদ্রময়ী কথার সমাহার!🌻
03/08/2024

নির্বাক দেয়ালে রৌদ্রময়ী কথার সমাহার!🌻

People learn from failure, not from success😊So even if you fail once, you should try again❣️
01/06/2023

People learn from failure, not from success😊
So even if you fail once, you should try again❣️




১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।৩। আপনার প্রতিপক্ষকে ...
04/04/2023

১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।

২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।

৩। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় , তাহলে আপনি একটু হাসুন।

৪। কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে।

৫। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

৬। কথায় কাজ হয় না। তাই কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই কথা বলবে।

৭। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাস করুন। এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮। আপনি অনেক কিছু পারেন। কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে।

৯। চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।

১০। নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জরানো এড়িয়ে চলুন।

১১। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।


একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খ...
15/03/2023

একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিলোনা, তাই, মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন,মেয়েটি দু'হাতে দুটি আপেল ধরল।

লোকটি বললো, এসো দুজনে ভাগাভাগি করে খাই, একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিলো। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিলো...

তার মনটা খুব খারাপ হয়ে গেলো, মেয়েটা এত লোভী হলো কী করে! তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না। লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি!!!তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল, তিনি চিন্তায় ডুবে গেলেন...

এসময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেল টা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বললো, "বাবা তুমি এটা খাও, এইটা অনেক বেশী টেষ্টি"।

লোকটা ভাষা হারিয়ে ফেললো!!

🍎🍎 কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভালভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেয়া উচিত। এমনওতো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি, তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনও ভালোবাসা কাজ করছে ♥️🍎🍎♥️

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো🤔🤔আপনি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এটা সত্যিই অনেক ভালো সিদ্ধান্ত। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক ...
03/03/2023

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো🤔🤔
আপনি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এটা সত্যিই অনেক ভালো সিদ্ধান্ত। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক চাহিদা সম্পন্ন একটি কাজ। এই কাজ নিজের সময় মত যেকোনো স্থান থেকে করা যায় বলে এটি একটি মুক্ত পেশা নামে পরিচিত।
ফিল্যান্সিং মুক্ত পেশা। এর অনেক গুলো সেক্টর রয়েছে। যেমন,
১। ডিজিটাল মার্কেটিং

২। গ্রাফিক্স ডিজাইন

৩। ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট

৪। এপ ডেভলপমেন্ট

৫। কন্টেন্ট রাইটিং সহ আরো অনেক।

এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটি শিখতে চান এবং কোন বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং শিখতে চান। ফ্রিল্যান্সিং শিখতে কোনো যেহেতু কোনো সার্টিফিকেটের দরকার হয়না সেহেতু আপনি যেকোনো আইটি ইন্সটিটিউট থেকেই শিখতে পারেন। আমি নিজেও ফ্রিল্যান্সিং শিখছি একটি আইটি ইন্সটিটিউট থেকে যেখানে অভিজ্ঞ মেন্টর প্রতিটা খুঁটিনাটি বিষয় শিখিয়ে দেন। এবং আরেকটি কথা না বললেই নয়, ফ্রিল্যান্সিং শুধু শিখলেই হয়না, মার্কেটপ্লেস থেকে কিভাবে আয় করতে হয় সেই নিয়ম ও জানতে হয়। বর্তমান সময়ে অনেক ইন্সটিটিউটই শিখিয়ে থাকেন কিন্তু মার্কেটপ্লেস বুঝিয়ে দেন না ঠিক মত এবং ফলশ্রুতিতে আয় করতে পারেন না অনেকেই।

আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তবে আমি বলতে পারি আইটি ইন্সটিটিউট থেকে সব থেকে ভালো ভাবে ফ্রিল্যান্সিং শিখে মার্কেটপ্লেস বুঝে আপনি আয় করতে পারবেন আনলিমিটেড,
এবং আপনি চাইলে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবেও গ্রহণ করতে পারেন🥰🥰
কোন বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন আমাকে জানাবেন আমি যদি সাহায্য করতে পারি তাহলে আপনাকে অবশ্যই সাহায্য করবো।

What is Content? Content ইংরেজি শব্দ। এর অর্থ হলো বিষয়বস্তু। Content হলো, কোন একটি বিষয়ের উপর বিস্তারিত  বিভিন্ন তথ্য ত...
31/01/2023

What is Content?
Content ইংরেজি শব্দ। এর অর্থ হলো বিষয়বস্তু। Content হলো, কোন একটি বিষয়ের উপর বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যম বা প্রক্রিয়া। সেটি হতে পারে ছবি,ভিডিওগ্রাফি,লিখিত কনটেন্ট, অ্যানিমেশন, অডিও পডকাস্ট, পিপিটি,ডফ ফাইল,পিডিএফ ফাইল ইত্যাদি। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রচলিত Content হলো লিখিত কনটেন্ট। ভিডিও কনটেন্ট ও ইতিমধ্যে বেশ জায়গা করে নিয়েছে মানুষের মনে। পাশাপাশি ছবি কনটেন্ট ও বেশ পরিচিত লাভ করেছে। এছাড়াও সহজলভ্য ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায়, পিডিএফ,অ্যানিমেশনও বেশ সারা জাগিয়েছে।

এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কোন একটি বিষয়ের উপর বিভিন্ন তথ্য বা উপাত্ত উপস্থাপন করাই হলো কনটেন্ট। তবে বর্তমান সময় সবচেয়ে বেশি জনপ্রিয় কনটেন্ট হলো লিখিত কনটেন্ট। আর এই কনটেন্ট গুলো তৈরি করা হয় বিভিন্ন ব্লগ,ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট,ফেসবুক পেইজ,ফেইসবুক গ্রুপ,ফেইসবুক পারর্সোনাল আইডি,লিংকদীন,ইন্সটাগ্রাম,টুইটার, পিন্টারেস্ট ইত্যাদির মাধ্যমে। এই সকল সাইটগুলোর মাধ্যমেই বিভিন্ন বিষয়ের উপর লিখিত তথ্য উপস্থাপন করা হয়। যাকে বলা হয় লিখিত কনটেন্ট।

আর ভিডিও কনটেন্ট গুলো তৈরি করা হয় বিভিন্ন ওয়েবসাইট, ফেইসবুক পার্সোনাল প্রোফাইল,ফেইসবুক পেইজ,ফেইসবুক গ্রুপ,ইন্সটাগ্রাম,টুইটার,লিংকদীন, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে। এই সকল ভিডিও কনটেন্ট গুলোর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন শিক্ষনীয় এবং বিজনেস সম্পর্কিত তথ্য তুলে ধরা। সেটি হতে পারে খাবারের ভিডিও,পণ্যের ভিডিও, বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও, ইতিহাস ও ঐতিহ্যের ভিডিও ইত্যাদি। তাই বর্তমানে ভিডিও কনটেন্টের চাহিদাও বেড়েছে দ্বিগুণ। তাইতো পাঠক ও দর্শকের সাথে সাথে বেড়েছে দক্ষ লেখক ও ভিডিও ক্রিয়েটর। শুধু তাই নয়। মানুষ এখন বিভিন্ন বিষয়ের উপর জানার জন্যও বেশ আগ্রহী। যার ফলে বর্তমান সময়ে অনলাইনভিত্তিক শিক্ষার হারও অনেকাংশ বেড়ে গিয়েছে।

তাই আমাদের প্রত্যেকের ই উচিত মানসম্মত তথ্য তুলে ধরা। সেটি হতে পারে লেখার মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে। যাতে আমাদের একেকটি লেখা ও ভিডিওর মাধ্যমে মানুষ পজেটিভ তথ্য পেতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে।

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ধরনের ব্যাংক আ্যকাউন্ট খুলতে হবে?একটি সেভিংস একাউন্টের প্রয়োজন পড়বে।আপনার একাউন্টে টাকা জমা হব...
23/01/2023

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ধরনের ব্যাংক আ্যকাউন্ট খুলতে হবে?

একটি সেভিংস একাউন্টের প্রয়োজন পড়বে।

আপনার একাউন্টে টাকা জমা হবার আগে ব্যাংক একাউন্ট করার প্রয়োজন নাই।

আপনি যখন কোন মার্কেটপ্লেসে কাজ করবেন, তখন মার্কেটপ্লেস থেকে উপার্জিত ডলার আপনার মার্কেটপ্লেসের একাউন্টেই থাকবে।
নির্দিষ্ট এমাউন্ট উপার্জন করার পর আপনি মার্কেটপ্লেস থেকে ডলার তুলতে পারবেন।
ফাইবারের ক্ষেত্রে, মিনিমাম ২০ ডলার হলে আপনি তুলতে পারবেন।

তো ধরুন, আপনি মিনিমাম ২০ ডলার উপার্জন করেছেন, এবার এই এমাউন্ট আপনি অনলাইন মানি ট্রানজেকশন সিস্টেমের মাধ্যমে আপনার ব্যাংক একাউন্টে নিয়ে আসতে পারবেন।

যেমনঃ পেপাল কিংবা পেওনিয়ার।

অর্থাৎ, আপনি মার্কেটপ্লেস থেকে টাকা তুললে সেটা আপনার পেপাল বা পেওনিয়ারের একাউন্টে যুক্ত হবে।

এখানেও মিনিমাম এমাউন্ট না থাকলে তুলতে পারবেন না।
পেওনিয়ারের ক্ষেত্রে আপনাকে মিনিমাম ৫০ ডলার থাকতে হবে, তা না হলে আপনি ব্যাংকে টাকা নিতে পারবেন না।

এখন আপনার একাউন্টে যদি মিনিমাম ৫০ ডলার থেকে থাকে, তাহলে পেওনিয়ার থেকে ডলার উইথড্র দিলে সেই ডলারের সমপরিমাণ টাকা আপনার ব্যাংক একাউন্টে জমা হবে।
(আমি সাজেস্ট করবো, মিনিমাম ৫০ ডলার হবার পরেই পেওনিয়ারে ডলার ট্রানজেকশন করুন। কারণ, ফাইবার টু পেওনিয়ারে প্রতি ট্রানজেকশনে সার্ভিস চার্জ কেটে নেয়।)

তারপর আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।

এর জন্য বাংলাদেশের যেকোন ব্যাংকে আপনি একটি সেভিংস একাউন্ট করুন। এই সেভিংস একাউন্ট আপনার পেওনিয়ারের সাথে যুক্ত করতে হবে।
আর পেওনিয়ার একাউন্ট যুক্ত করতে হবে আপনার মার্কেটপ্লেসের প্রোফাইলের সাথে।
বাংলাদেশে এখনো পর্যন্ত পেপাল নাই, এজন্য পেওনিয়ারের কথা বললাম।


এছাড়া, ফাইবারের ক্ষেত্রে কাজ করে পেমেন্ট পাওয়ার ১৪ দিন পরে আপনি সেই ডলার আপনার পেওনিয়ার একাউন্টে নিতে পারবেন।
আর পেওনিয়ারের ক্ষেত্রে কোন সময় লাগে না, আপনি যখনই দিবেন, তখনই তারা ব্যাংক একাউন্টে টাকা ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেয়। ব্যাংক সর্বোচ্চ ৩ কার্যদিবস সময় নিবে।
তবে পেওনিয়ারের ছুটির দিন রবিবারে ট্রানজেকশন করলে সেটা ১ দিন পর তারা সেন্ড করে।


🥰

আমি কিভাবে প্রতিদিন কমপক্ষে ১ ডলার করে আয় করতে পারি মোবাইল দিয়ে?    প্রতিদিন এক ডলার করে হলে মাসে ৩০ ডলার আসবে, যা বর্তম...
21/01/2023

আমি কিভাবে প্রতিদিন কমপক্ষে ১ ডলার করে আয় করতে পারি মোবাইল দিয়ে?

প্রতিদিন এক ডলার করে হলে মাসে ৩০ ডলার আসবে, যা বর্তমান কারেন্সি অনুযায়ী হয়ত ৩০০০ বা কিছু কমবেশি হতে পারে। ঠিক তদ্রূপ ২মাসে ৬ হাজার ধরা যাক। আপনি প্রতিদিন ১ ডলারের জন্য যেভাবে সময় দিবেন বলে ভেবে রেখেছেন, সেই সময় টুকুই ব্যয় করে কোন একটা নির্দিষ্ট কাজ শিখুন অন্তত ২মাস পর্যন্ত। একটা স্প্যাসিপিক সেক্টরের স্কিল ডেভলাপ করুন কন্টিনিউস ২মাস।

দেখবেন ইনশাআল্লাহ প্রতিদিনই হয়ত 10 থেকে 20 ডলার বা তারও বেশি ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। মহান আল্লাহর উপর ভরশা নিয়ে ওভাবে চেষ্টা করে দেখুন।

Address

Shibganj, Pithalitla
Rajshahi
6340

Telephone

+8801740337191

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiul Islam Sizan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samiul Islam Sizan:

Share