31/01/2023
What is Content?
Content ইংরেজি শব্দ। এর অর্থ হলো বিষয়বস্তু। Content হলো, কোন একটি বিষয়ের উপর বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যম বা প্রক্রিয়া। সেটি হতে পারে ছবি,ভিডিওগ্রাফি,লিখিত কনটেন্ট, অ্যানিমেশন, অডিও পডকাস্ট, পিপিটি,ডফ ফাইল,পিডিএফ ফাইল ইত্যাদি। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রচলিত Content হলো লিখিত কনটেন্ট। ভিডিও কনটেন্ট ও ইতিমধ্যে বেশ জায়গা করে নিয়েছে মানুষের মনে। পাশাপাশি ছবি কনটেন্ট ও বেশ পরিচিত লাভ করেছে। এছাড়াও সহজলভ্য ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায়, পিডিএফ,অ্যানিমেশনও বেশ সারা জাগিয়েছে।
এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কোন একটি বিষয়ের উপর বিভিন্ন তথ্য বা উপাত্ত উপস্থাপন করাই হলো কনটেন্ট। তবে বর্তমান সময় সবচেয়ে বেশি জনপ্রিয় কনটেন্ট হলো লিখিত কনটেন্ট। আর এই কনটেন্ট গুলো তৈরি করা হয় বিভিন্ন ব্লগ,ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট,ফেসবুক পেইজ,ফেইসবুক গ্রুপ,ফেইসবুক পারর্সোনাল আইডি,লিংকদীন,ইন্সটাগ্রাম,টুইটার, পিন্টারেস্ট ইত্যাদির মাধ্যমে। এই সকল সাইটগুলোর মাধ্যমেই বিভিন্ন বিষয়ের উপর লিখিত তথ্য উপস্থাপন করা হয়। যাকে বলা হয় লিখিত কনটেন্ট।
আর ভিডিও কনটেন্ট গুলো তৈরি করা হয় বিভিন্ন ওয়েবসাইট, ফেইসবুক পার্সোনাল প্রোফাইল,ফেইসবুক পেইজ,ফেইসবুক গ্রুপ,ইন্সটাগ্রাম,টুইটার,লিংকদীন, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে। এই সকল ভিডিও কনটেন্ট গুলোর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন শিক্ষনীয় এবং বিজনেস সম্পর্কিত তথ্য তুলে ধরা। সেটি হতে পারে খাবারের ভিডিও,পণ্যের ভিডিও, বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও, ইতিহাস ও ঐতিহ্যের ভিডিও ইত্যাদি। তাই বর্তমানে ভিডিও কনটেন্টের চাহিদাও বেড়েছে দ্বিগুণ। তাইতো পাঠক ও দর্শকের সাথে সাথে বেড়েছে দক্ষ লেখক ও ভিডিও ক্রিয়েটর। শুধু তাই নয়। মানুষ এখন বিভিন্ন বিষয়ের উপর জানার জন্যও বেশ আগ্রহী। যার ফলে বর্তমান সময়ে অনলাইনভিত্তিক শিক্ষার হারও অনেকাংশ বেড়ে গিয়েছে।
তাই আমাদের প্রত্যেকের ই উচিত মানসম্মত তথ্য তুলে ধরা। সেটি হতে পারে লেখার মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে। যাতে আমাদের একেকটি লেখা ও ভিডিওর মাধ্যমে মানুষ পজেটিভ তথ্য পেতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে।