03/06/2025
রক্ত বিষয় নিয়ে সচেতনতা খুবই প্রয়োজন।
মানব শরীরকে কেন্দ্রে রেখে গুটিকয়েক বাক্যের সাহায্য নিয়ে সংক্ষেপে শুধু বলবো।
রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্তরস এবং কয়েক ধরনের রক্তকণিকার সমন্বয়ে রক্ত গঠিত।রক্তের কাজ রক্ত দেহের অভ্যন্তরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে,
যেমন: পুষ্টিবিষয়ক কাজ: পরিপাককৃত খাবার থেকে উদ্ভূত পুষ্টিকর পদার্থসমূহ যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড,
লিপিড ও ভিটামিনসমূহ পরিপাক নালি থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পরিবাহিত হয় এবং দেহের বৃদ্ধি ও শক্তি উৎপাদনে কাজে লাগে।
তাই রক্ত খুবই প্রয়োজনীয়।
নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে তিন বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে।। আমাদের সকলের উচিত রক্ত দানে সচেতন হওয়া।
মানুষ তার বিভিন্ন অঙ্গ যেমন কিডনি বা বৃক্ক, ফুসফুস, হার্ট বা হৃৎপিণ্ড, লিভার বা যকৃত, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, চোখ ইত্যাদি
দান করে, বেঁচে থাকতে অথবা মরণের পরে। মরণের পরে দান করলে তো বটেই, মরণের আগেও যদি কোন অঙ্গ দান করে এবং গ্রহীতা দাতার মৃত্যুর পরে বেঁচে থাকে তবে জ্ঞানে অজ্ঞানে দাতাও গ্রহীতার সঙ্গে আরও কিছু দিন পার্থিব জগতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার সুযোগ পায়।
এক ধরনের রক্তের সম্পর্কের সূত্র ধরে তারা পৃথিবীতে আসে এবং রক্তদানের মাধ্যমে পরে পৃথিবীর অচেনা কিছু মানুষের সঙ্গে আরেক ধরণের রক্তের সম্পর্কের সূত্র তৈরি করে।। তাই আসুন আমরা মানুষের জন্য এগিয়ে আসি। রক্ত দান করে নিজের এবং অন্যের উপকার করি।
Page name:দৈনিক স্বাস্থ্য পরামর্শ
Username:dailyhealthcaretips10