12/07/2025
মিডফোর্ড এলাকায় ব্যবসায়ীকে পৈশাচিকভাবে পিটিয়ে হ*ত্যার প্রতিবাদে রাহুল বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
মিডফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রজনতা রাহুল বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন। আজ গোলাবাড়িয়া বাজার, ছাতিয়ান, মিরপুর, কুষ্টিয়ায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী ছাত্রজনতার উদ্দেশ্যে রাহুল বিশ্বাস বক্তব্যে বলেন, “এই হত্যা*কাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শা"স্তি চাই। এভাবে একজন নিরীহ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা মানবিকতার চরম অবক্ষয়। প্রশাসনকে দ্রুততম সময়ে প্রকৃত হত্যা*কারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তব্য শেষে তিনি আরও জানান, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।