FM ROVER

FM ROVER Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FM ROVER, .

"প্রশান্তির খোঁজে প্রকৃতির মাঝে অনুভবে থাকা আমার অদেখা এক নতুন যাত্রা।
হে আমার প্রকৃতির স্রষ্টা,আমার দেখা তোমার সৃষ্টিই যদি এত সুন্দর হয়,তুমি অদেখা স্রষ্টা কতই না সুন্দর !
হ্যাঁ,আমিই তোমার সৃষ্টি আর তোমারই সৃষ্টি প্রকৃতির বন্ধু।" 🌿
___

07/07/2025

সৌন্দর্য চেহারায় না,
আসল সৌন্দর্য আধ্যাত্মিকতায় এবং চরিত্রে !

📚 রাজশাহী বিশ্ববিদ্যালয় — জ্ঞান, সংগ্রাম ও গৌরবের এক নাম 📚এক নয়নাভিরাম সবুজ প্রান্তরে দাঁড়িয়ে থাকা একটি গৌরবময় ইতিহাসের ...
06/07/2025

📚 রাজশাহী বিশ্ববিদ্যালয় — জ্ঞান, সংগ্রাম ও গৌরবের এক নাম 📚

এক নয়নাভিরাম সবুজ প্রান্তরে দাঁড়িয়ে থাকা একটি গৌরবময় ইতিহাসের নাম — রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৯৫৩ সালের ৬ই জুলাই জন্ম হয়েছিল এই বিদ্যাপীঠের — উত্তরবঙ্গের বুকে জ্ঞান আর চেতনার শিখা জ্বালাতে।

শুরুটা ছিল ছোট পরিসরে — মাত্র ১৬১ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক নিয়ে।
আজ? তা রূপ নিয়েছে বিশাল এক মহীরূহে — ১২টি অনুষদ, প্রায় ৬০টি বিভাগ, লক্ষ প্রাণের স্বপ্নভবন।

🏛️ ক্যাম্পাস জুড়ে ছড়ানো সবুজ, প্যারিস রোডের ছায়া, শহীদ মিনার, সুবর্ণ জয়ন্তী টাওয়ার, ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য —
প্রতিটি ইট যেন ইতিহাস কথা বলে।

🕊️ ১৯৬৯ সালে অধ্যাপক ড. শামসুজ্জোহা শহীদ হন ছাত্রদের রক্ষায় —
তাঁর রক্তে রাঙা এই ভূমি আজও বয়ে বেড়ায় সাহস ও সত্যের গর্বিত উত্তরাধিকার।

🎓 স্বাধীনতা সংগ্রামে অবদানের পাশাপাশি গবেষণা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতা গড়ার এক বিশাল পাঠশালা এই বিশ্ববিদ্যালয়।

এ শুধু এক শিক্ষাপ্রতিষ্ঠান নয় —
এ এক আবেগ, এক স্মৃতি, এক ভালোবাসা।

❤️❤️শুভ জন্মদিন❤️❤️
✳️ আমার প্রিয় রাবি️ ✳️

゚ #গৌরবের_বিশ্ববিদ্যালয় #শিক্ষার_আলয়

"An Emotion-laden Moment"অবশ ভোরের আঁধারেদেয়াল-পাশে গাঁথা প্রেম-পুষ্প,নীরব নিভৃত সে গোলাপদল —যেন রিক্ত হৃদয়ে বিদ্রোহী বা...
06/07/2025

"An Emotion-laden Moment"

অবশ ভোরের আঁধারে
দেয়াল-পাশে গাঁথা প্রেম-পুষ্প,
নীরব নিভৃত সে গোলাপদল —
যেন রিক্ত হৃদয়ে বিদ্রোহী বাণীর উচ্ছ্বাস।

পল্লবের ভাষা যেন বাঁশির সুর,
তীর্থের ফুল নয়,
এ ফুল চৈতন্যের আগুন-জাগানিয়া!
ওরা জেগে থাকে, নিঃশব্দে কাঁদে —
যেমন কবি কাঁদে গানে গানে...



A silent bloom beneath the morning light,
where time pauses on a petal —
soft, still, yet speaking volumes.
In this fleeting breath,
the heart whispers…

“This moment is forever.”


নীরব লতায় জড়িয়ে থাকা একটুকরো মায়া —   কুঞ্জলতা.........................!                       ゚
05/07/2025

নীরব লতায় জড়িয়ে থাকা একটুকরো মায়া —
কুঞ্জলতা.........................!




04/07/2025

🕌জুম্মা মুবারক🕌

"প্রতিটি গোলাপের পিছনে লুকিয়ে থাকে এক নীরব গল্প।"
04/07/2025

"প্রতিটি গোলাপের পিছনে লুকিয়ে থাকে এক নীরব গল্প।"



Alhamdulillah.......নতুন একটা সকালের জন্য.......🌿🌼☁️🤍🌿                     ゚
03/07/2025

Alhamdulillah.......
নতুন একটা সকালের জন্য.......🌿🌼☁️🤍



🌿

🌠 আকাশমণ্ডল ও গ্রহমণ্ডল:আল্লাহ বলেছেন:“তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে।”— সূরা আল-মুলক (৬৭:৩)মহাকাশে কোটি কোটি গ...
03/07/2025

🌠 আকাশমণ্ডল ও গ্রহমণ্ডল:

আল্লাহ বলেছেন:

“তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে।”
— সূরা আল-মুলক (৬৭:৩)

মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি (নক্ষত্রপুঞ্জ) রয়েছে, প্রতিটিতে আছে লক্ষ কোটি নক্ষত্র।

আমরা শুধু "observable universe" দেখেছি — মূল মহাবিশ্ব তার চেয়ে হাজার হাজার গুণ বড়।



নিশ্চুপ  রাত,আকাশ থেকে ঝরে পড়ে রুপালি আলো ।চাঁদ যেন কারো মায়াবী চোখ—শুধু তাকিয়ে থাকে নিঃশব্দে…।হাওয়ার ছোঁয়ায় কাঁপে পাতার...
02/07/2025

নিশ্চুপ রাত,
আকাশ থেকে ঝরে পড়ে রুপালি আলো ।
চাঁদ যেন কারো মায়াবী চোখ—
শুধু তাকিয়ে থাকে নিঃশব্দে…।

হাওয়ার ছোঁয়ায় কাঁপে পাতারা,
আর হৃদয়ে বাজে এক সুর—
ভালোবাসার, অভিমানহীন শান্তির সুর।

এই রাত বলে,
"সব শব্দ থেমে যাক,
শুধু মন কথা বলুক চাঁদের সঙ্গে..."

🌘

🌙



#চাঁদনী_রাত #রাতের_কবিতা #চাঁদের_আলো #শান্ত_প্রকৃতি #নীরব_ভালোবাসা

02/07/2025

হলুদ ফুলে ঢাকা রাস্তা… যেন প্রকৃতির ছোঁয়া মেখে আছে প্রতিটি ধুলোকণা।
একটু থেমে দেখো… এই সৌন্দর্য প্রতিদিন আসে না।



A road painted in yellow petals… as if nature whispered poetry beneath every step.
Take a moment. Beauty like this doesn't come every day. 🍂🌼






#হলুদফুল

অপরাজিতা — একটি অত্যন্ত সুন্দর ও অর্থবহ নাম ও ফুল, যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির সৌন্দর্য এবং প্রতীকী ব্যাখ্যা।      বা...
01/07/2025

অপরাজিতা — একটি অত্যন্ত সুন্দর ও অর্থবহ নাম ও ফুল, যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির সৌন্দর্য এবং প্রতীকী ব্যাখ্যা।


বাংলা নাম: অপরাজিতা
🔹 ইংরেজি নাম: Butterfly Pea
🔹 বৈজ্ঞানিক নাম: Clitoria ternatea
🔹 পরিবার: Fabaceae (ডাল জাতীয় উদ্ভিদ পরিবার)
🔹 উৎপত্তিস্থল: দক্ষিণ-পূর্ব এশিয়া


🌿 বর্ণনা:

✳️অপরাজিতা একটি লতা জাতীয় উদ্ভিদ।

✳️এর ফুল দেখতে প্রজাপতির ডানার মতো, তাই ইংরেজিতে নাম Butterfly Pea।

✳️সাধারণত নীল রঙের হলেও সাদা ও বেগুনি রঙের অপরাজিতাও দেখা যায়।

✳️ফুলের গঠন গোলাপি-নীল রঙের পাপড়িতে এক ধরনের কল্পনাময় শোভা থাকে।


🌼 প্রতীকী অর্থ:

“অপরাজিতা” শব্দের অর্থ: অজেয় বা যাকে পরাজিত করা যায় না
এটি নারীর শক্তি, সৌন্দর্য ও ধৈর্যের প্রতীক।

🧪 ঔষধি গুণ:

✳️স্মৃতিশক্তি ও মানসিক শান্তির জন্য ব্যবহৃত হয়।

✳️মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়।

✳️চা হিসেবে পান করলে হজমে সাহায্য করে।

✳️চোখের রোগ, স্নায়বিক দুর্বলতা, ও উচ্চ রক্তচাপে উপকারী।

🍵 অপরাজিতা চা:

নীল রঙের চা বানানো যায় অপরাজিতা ফুল থেকে।
লেবুর রস দিলে রঙ বদলে হালকা বেগুনি হয়ে যায়। এটি চায়ের pH পরিবর্তনের কারণে হয়।
এই চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং ডিটক্স হিসেবে কাজ করে।

🌱 চাষ ও পরিচর্যা:

✳️সহজে বীজ থেকে জন্মে।

✳️বেশি জল লাগে না, মাঝারি রোদ পেলেই ভালোভাবে বেড়ে ওঠে।
✳️বাড়ির বারান্দা বা ছাদে টবে লাগানো যায়।


🌿

゚ #অপরাজিতা

মেঘলা আকাশ হল এমন এক আকাশ, যা মেঘ দিয়ে পূর্ণ—অংশবিশেষ নীরব চাদরের মতো সাদা কিংবা ধূসর ছায়ায় ঢাকা।    🌿☁️🌿☁️☁️           ...
30/06/2025

মেঘলা আকাশ হল এমন এক আকাশ, যা মেঘ দিয়ে পূর্ণ—অংশবিশেষ নীরব চাদরের মতো সাদা কিংবা ধূসর ছায়ায় ঢাকা। 🌿☁️🌿☁️



☁️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when FM ROVER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FM ROVER:

  • Want your business to be the top-listed Media Company?

Share