Mijan's Math Care

Mijan's Math Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mijan's Math Care, Digital creator, Rajshahi.

22/09/2025

একটি বৃত্তস্হ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২সে.মি. হলে,ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?
ক)π খ)২π গ)√২π ঘ)২√২π

১০-৪৬ তম BCS এর বিজ্ঞান প্রশ্ন।একবার রিভিশন দিতে পারেন।
14/09/2025

১০-৪৬ তম BCS এর বিজ্ঞান প্রশ্ন।
একবার রিভিশন দিতে পারেন।

14/09/2025
13/09/2025

এশিয়া মহাদেশের কোন দেশে
সেনাবাহিনী নাই

12/09/2025

NATO এর বর্তমান
সভাপতির না কি

49তম বিসিএস (MCQ) পরীক্ষা তারিখ পাবলিস্ট করা হয়েছে।১০-১০-২৫ তারিখ
10/09/2025

49তম বিসিএস (MCQ) পরীক্ষা তারিখ পাবলিস্ট করা হয়েছে।১০-১০-২৫ তারিখ

09/09/2025

ব্রেকিং নিউজ
সরকারি চাকরিতে আবেদন বয়স ৩৩ বছর করা হচ্ছে

28/08/2025

৩য় ও ৪র্থ শ্রেণির চাকরির ৭ #পরামর্শ

তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির বিজ্ঞপ্তি হরহামেশা দেখা যায়। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকে যথাযথ প্রস্তুতি নিতে পারেন না। এসব চাকরির প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন এম এম মুজাহিদ উদ্দীন।

✅বিগত সালের প্রশ্ন অনুশীলন:

তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির প্রস্তুতি জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান। প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, এসব পরীক্ষার ৮০-৯০ শতাংশ প্রশ্ন থাকে বিগত সময়ে আসা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন। তাই কোনো প্রার্থী যদি জব সলিউশন বা বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান করে তাহলে তার প্রস্তুতি অনেকাংশে হয়ে যায়।

✅বাংলা বিষয়ের প্রস্তুতি:

বাংলা বিষয়ের প্রস্তুতি জন্য বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ, বিসিএসসহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান ব্যাখ্যাসহ পড়তে হবে। বাংলা বিষয়ের ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন থেকেই অধিকাংশ প্রশ্ন কমন পাওয়া যাবে। তাই বিগত সালের প্রশ্নে কোনো রকম হেলাফেলা করা যাবে না। গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হবে। যেমন: সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্‌দীন, শামসুর রাহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি।

আর ব্যাকরণের ক্ষেত্রে এককথায় প্রকাশ/বাক্য সংকোচন, পরিভাষা, বাগধারা, কারক-বিভক্তি, যুক্তাক্ষর, সন্ধি, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দের প্রকারভেদ (কোনটা কোন দেশি শব্দ), সাধু ও চলিত রূপ, সমাস, পদ প্রকরণ, ক্রিয়ার কাল, পরিভাষা, উপসর্গ প্রভৃতি। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটা গল্প, উপন্যাস ও নাটক। বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি পড়লে আশা করা যায় বাংলা বিষয় নিয়ে আর টেনশন করতে হবে না। সাহিত্যে অংশের চেয়ে ব্যাকরণ অংশে বেশি গুরুত্ব দিতে হবে।

✅ইংরেজি বিষয়ের প্রস্তুতি:

বাংলা বিষয়ের মতো ইংরেজির বিষয়েরও ২টি অংশ। গ্রামার আর লিটারেচার। তবে লিটারেচার অংশ থেকে খুবই কম প্রশ্ন এসে থাকে। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, লিটারেচার অংশ থেকে মাত্র ২-১টা প্রশ্ন এসেছে। আবার কোনো কোনো পরীক্ষায় একটা প্রশ্নও আসেনি। তাই লিটারেচার অংশকে কম গুরুত্ব দিয়ে যথাযথ প্রস্তুতি নিতে হবে গ্রামার অংশে। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, কিছু টপিকস থেকে অধিক প্রশ্ন আসে। তা হলো: (1) Parts of Speech (2) Identification of Parts of Speech (3) Interchange Parts of speech (4) Phrase & Clause (5) Gerund & Participle (6) Number & Gender (7) Preposition (8) Right form or Verb (9) Voice & Narration (10) Subject-Verb Agreement (12) Conditional Sentence (13) Synonym, Antonym (14) প্রভৃতি।

✅গণিত বিষয়ের প্রস্তুতি:

গণিতকে সাধারণত ৩টা অংশে ভাগ করা যায়। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি। তবে গণিতের প্রস্তুতি জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণির গণিত বই থেকে পাটিগণিত করবেন। গণিতে নিয়মিত অনুশীলনই সফলতা আনতে পারে। পাটিগণিতের যেসব টপিকস থেকে প্রশ্ন আসে। তাহলো: মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ, গড়, সময় ও দূরত্ব, লসাগু ও গসাগু, নৌকা ও স্রোতের বেগ প্রভৃতি। বীজগণিতের ক্ষেত্রে: বীজগাণিতিক রাশি, উৎপাদকে বিশ্লেষণ, মান নির্ণয়, এক চলক ও দ্বিচলকবিশিষ্ট সমীকরণ, সূচক, লগারিদম ও ধারা প্রভৃতি। জ্যামিতি থেকে, রেখা, কোণ ও ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজ-সংক্রান্ত সমস্যা প্রভৃতি।

✅সাধারণ জ্ঞানের প্রস্তুতি:

সাধারণ জ্ঞানে প্রস্তুতির জন্য বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো: বাংলার ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, বাংলাদেশ পরিচিতি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যোগাযোগব্যবস্থা, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা প্রভৃতি বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়াবলির জন্য আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন, বিভিন্ন দেশের রাষ্ট্রব্যবস্থা, রাজধানী ও মুদ্রা, ভৌগোলিক বৈচিত্র্য (পর্বত, সাগর, প্রণালি, খাল), গুরুত্বপূর্ণ সম্মেলন, চুক্তি, খেলাধুলা প্রভৃতি। সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য জাতীয় দৈনিক পত্রিকার অর্থনৈতিক পাতা, আন্তর্জাতিক পাতা, উপসম্পাদকীয় পাতা নিয়মিত পড়া যেতে পারে।
-দৈনিক আজকের পত্রিকা
✍️ এম এম মুজাহিদ উদ্দীন
কালেক্ট

28/08/2025

ব্রেকিং নিউজ
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে ২০০ নম্বরের
জেনারেল :১০০ নম্বর
সাব্জেক্টিভ :১০০ নম্বর

23/08/2025

সংশপ্তক কার রচনা?
ক) মুনীর চৌধুরী
খ)শহীদুল্লা কায়সার
গ) জহির রায়হান

21/08/2025

দক্ষিণ তালপট্টি দ্বীপ কে অন্য কি নামে ডাকা হয়

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Mijan's Math Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share