EleGlow Lounge

EleGlow Lounge EleGlow Lounge is a place for Bridal makeover and others makeup services...

বাহ 😁😁😁
05/11/2025

বাহ 😁😁😁

🤚যখনই মা সন্তানকে শাসন করে...বাড়ির সবাই হঠাৎ যেন ‘সহানুভূতির দূত’।বাচ্চা একটুখানি মুখ ভার করলেই—কেউ বলে, “আহা, ওকে এমন ...
05/11/2025

🤚যখনই মা সন্তানকে শাসন করে...
বাড়ির সবাই হঠাৎ যেন ‘সহানুভূতির দূত’।
বাচ্চা একটুখানি মুখ ভার করলেই—
কেউ বলে, “আহা, ওকে এমন বলো না!”
কেউ আবার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে করতে বলে,
“আমার নাতিকে বকিস না, ও তো কিছুই করেনি!” 😔

কিন্তু জানেন?
ওই এক মুহূর্তেই বাচ্চা শিখে যায় —
‘মায়ের কথা না শুনলেও চলবে।’
ও বুঝে যায়, একটু মুখ বানালেই কেউ না কেউ এসে
মাকে ‘ভুল’ প্রমাণ করে দেবে।

এরপর থেকে মায়ের শাসন তার কাছে আর শাসন থাকে না,
মায়ের কথা আর গুরুত্ব পায় না।
আর সেখান থেকেই তৈরি হয় বেপরোয়া সন্তান —
যে জানে, মায়ের কথা কাটিয়ে গেলেও কেউ না কেউ ওর পাশে থাকবে।

🥺 মা হয়তো চুপ করে যায়, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে।
কারণ সে জানে, সে যে শাসন করছে—
তা ভালোবাসা দিয়েই, সন্তানকে মানুষ করার জন্যেই।

তাই অনুরোধ—
যখন মা সন্তানকে শাসন করছে,
তখন একটু দূর থেকে ভালোবাসা দিন, কিন্তু
মায়ের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না।
ওই মুহূর্তে সবচেয়ে বড় সহানুভূতি হলো—
মাকে সম্মান দেওয়া। ❤️

কারণ, যখন আপনি মাকে ছোট করেন,
তখন সন্তান শেখে মায়ের কথা তুচ্ছ,
আর মায়ের মন শেখে নীরব কষ্টে বাঁচতে। 💔
যৌথ পরিবারে এই সমস্যা খুবই বেশি 🤚।

05/11/2025

Eye soothing 🩷

04/11/2025
04/11/2025
04/11/2025
03/11/2025

Dard kya hota hain….. 💔

31/10/2025

আরেকটু ফোর্স করলে আত্মা টাই বের হয়ে যেত! 🥴🥴🥴

28/10/2025
🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
27/10/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

❤অবিবাহিত মেয়েদের বলছি, বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।রাত ৩ ...
23/10/2025

❤অবিবাহিত মেয়েদের বলছি,
বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।

রাত ৩ টায় বাচ্চা কাঁদছে। তুমি ক্লান্ত, প্রসব পরবর্তী দুর্বলতায় বিধ্বস্ত! সেই মুহূর্তে স্বামীর চেহারা বা ব্যাংক ব্যালান্স নয়, তার দায়িত্বশীলতা ও ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান।

"তুমি ঘুমাও, বাচ্চাকে আমি দেখছি।" এই বাক্যের চেয়ে মধুর "ভালোবাসা" পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই!

তোমারা বিয়ের আগে কি দেখবে? যদি কেউ জিজ্ঞেস করে "কেমন স্বামী বেছে নেবে?" তুমি কি উত্তর দেবে?

❤তুমি বলবে:
যে তোমার সন্তানের শ্রেষ্ঠ পিতা হবে।
যে তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে ভালোবাসবে।
যে তোমাকে কখনো ধোঁকা দেবে না।
যে তোমাকে আগলে রাখবে কঠিন সময়ে, তোমাকে ছেড়ে যাবে না কোনো কিছুর বিনিময়ে।

মনে রেখো, দায়িত্ববান পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। তাই তোমরা চেহারা না, চরিত্রের প্রেমে পড়ো।

লেখাটি সংগৃহীত

Address

Baridhara , Master Para, Jaipurhat
Jaipur Hat
5900

Telephone

+8801303479388

Website

Alerts

Be the first to know and let us send you an email when EleGlow Lounge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share