আল্লাহর পথে চেষ্টা

আল্লাহর পথে চেষ্টা সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।
Like || Share || Follow

22/09/2025

নবী (সা:) বলেছেন, আল্লাহ তা‘আলার নিকট দোয়ার চেয়ে কোন জিনিস বেশি সম্মানিত নয়।

(তিরমিজি-৩৩৭০)

21/09/2025

নবী (সা:) বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল কাহ্‌ফ এর ১ম দশটি আয়াত মুখস্হ করবে সে দাজ্জালের ফিত্‌নাহ্‌ থেকে নিরাপদ থাকবে।
(মুসলিম-১৭৬৮)

20/09/2025

যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।
(সূরাঃআয-যুখরুফ-৩৬)

19/09/2025

রসূলুল্লাহ (সা:) যোহরের ৪ রাকআত সুন্নাত ছুটে গেলে, তিনি তা যোহরের ২ রাকআত সুন্নাতের পর পড়তেন।
(সুনানে ইবনে মাজাহ-১১৫৮)

18/09/2025

নবী (সা:) বলেন, যে ব্যক্তি বসে সালাত পড়ে তার নেকী, যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়ে তার অর্ধেক।
(সুনানে ইবনে মাজাহ-১২২৯)

17/09/2025

রসূলুল্লাহ (সা:) বলেন, যখন ইকামাত দেয়া হয়, তখন ফরয সালাত ছাড়া অন্য কোন সালাত পড়া যাবে না।
(সুনানে ইবনে মাজাহ-১১৫১)

16/09/2025

وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَىٰ ۝ وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ

আর মানুষ তার প্রচেষ্টার বাইরে কিছুই পাবে না। আর অবশ্যই তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,
(সূরা আন-নাজম,৩৯-৪০)

15/09/2025

রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ নেশা সৃষ্টকারী প্রতিটি জিনিস হারাম।

(সুনানে ইবনে মাজাহ-৩৩৯১)

14/09/2025

রাসূলুল্লাহ (সা:) তিন নিঃশ্বাসে পানি পান করতেন।

(সুনানে ইবনে মাজাহ-৩৪১৬)

13/09/2025

রসূলুল্লাহ (সা:) বলেছেনঃ সালাত আদায়কারীর সামনে দিয়ে নারী, গাধা এবং কুকুরের চলাচল সালাত নষ্ট করে দেয়।

সালাত আদায়কারীর সামনে হাওদার পিছনের খুঁটির ন্যায় কিছু (সুত্‌রাহ্‌) থাকলে সালাত নষ্ট হয় না। (সহিহ মুসলিম-১০২৬)

12/09/2025

তোমরা পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দাও, এবং তুমি নিজেও তা শান্তিপূর্ণ ভাবে আদায় করতে থাকো।
(সূরা-ত্বহা:১৩২)

11/09/2025

রসুল ﷺ বলেছেন, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা।
(তিরমিযি-২৬১৮)

Address

Shibganj, Chapainawabganj
Rajshahi
6620

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহর পথে চেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share