It’s Shamim

It’s Shamim 💻Freelance Marketer💻🎯
🌍Digital Marketer🌏🎯
➡️Entrepreneur🌐🎯
🔴A+(Positive)🔴

Breaking! চালু হলো ChatGPT'র নিজস্ব ব্রাউজার - Atlas!আমাদের দৈনন্দিন কাজের ধরণটা চিরদিনের জন্য বদলে যেতে চলেছে ChatGPT A...
22/10/2025

Breaking! চালু হলো ChatGPT'র নিজস্ব ব্রাউজার - Atlas!
আমাদের দৈনন্দিন কাজের ধরণটা চিরদিনের জন্য বদলে যেতে চলেছে ChatGPT Atlas.

একটা কোম্পানিতে বা নিজের ওয়ার্কফ্লোতে জ্ঞান বা information ছড়িয়ে ছিটিয়ে থাকে হাজারো জায়গায়—Google Docs, Slack, ইমেইল বা ডাটাবেযে। দরকারের সময় সঠিক তথ্যটা খুঁজে বের করাটাই একটা বিরাট যুদ্ধ।

Atlas হলো আপনার কোম্পানির একটি "collective intelligence" বা সম্মিলিত মস্তিষ্ক যা সবকিছুর সমাধান করে দিবে জাস্ট কিছু প্রম্পট এর মাধ্যমে।

এটা কীভাবে কাজ করে?

Atlas আপনার কোম্পানির সমস্ত ডেটা সোর্সের সাথে নিরাপদে কানেক্ট হয়। এরপর, এটি সেই সমস্ত তথ্যের উপর একটি intelligent layer বা বুদ্ধিমত্তার স্তর তৈরি করে।

ফলাফল?

আপনি এখন আপনার কোম্পানিকে সরাসরি প্রশ্ন করতে পারবেন, ঠিক যেমনটা আপনি ChatGPT-কে করেন।

একবার ভাবুন, আপনি আপনার কোম্পানির CEO-কে যেমন প্রশ্ন করতে পারতেন, তেমনই এখন Atlas-কে জিজ্ঞেস করতে পারবেন:

- "আমাদের গত বছরে ইউরোপের বাজারে সেরা পারফর্ম করা সেলস ডিলগুলোর একটি সামারি দাও।"
- "প্রজেক্ট ফিনিক্স-এর সব মিটিংয়ের মূল সিদ্ধান্তগুলো কী কী ছিল?"
- "নতুন মার্কেটিং ক্যাম্পেইনের পারফরম্যান্স ডেটা আমাদের আগের ক্যাম্পেইনের সাথে তুলনা করে দেখাও।"

Atlas শুধু উত্তরই দেবে না, সে বলে দেবে কোন ডকুমেন্ট বা ডেটা সোর্স থেকে সে এই উত্তরটি পেয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি কোম্পানির privacy এবং permission রুলস কঠোরভাবে মেনে চলে।

অর্থাৎ, একজন ইন্টার্ন কখনোই কোম্পানির গোপন অর্থনৈতিক তথ্য অ্যাক্সেস করতে পারবে না।

এটা কেন এত বড় একটি ঘটনা?

কারণ এটা AI-এর ব্যবহারকে ব্যক্তিগত পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গেল। এতদিন AI ছিল একজন কর্মীর পার্সোনাল টুল। এখন AI হতে চলেছে একটি পুরো প্রতিষ্ঠানের central nervous system।

এটা Microsoft Copilot এবং Google-এর enterprise solution-গুলোর সাথে OpenAI-এর সরাসরি যুদ্ধ ঘোষণা। AI race এখন আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠলো।

বিস্তারিত জানতে OpenAI-এর অফিশিয়াল ঘোষণাটি পড়ুন:
https://openai.com/index/introducing-chatgpt-atlas/

এইটা জাস্ট একটা ব্রাউজার না - পুরো একটা ওয়ার্ক অটোমেশন সিস্টেম :)

©️

যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অযুহাত কেন নিজের সাথে।
22/10/2025

যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অযুহাত কেন নিজের সাথে।

21/10/2025

প্রচুর টাকা কামাতে হবে 💵💵💵

আমরা যারা ইংরেজি শিখতে চাচ্ছি
19/10/2025

আমরা যারা ইংরেজি শিখতে চাচ্ছি

🌅 আধার কেটে যাবে, ভোর আসবেই...যতই রাত গভীর হোক, সূর্য তো উঠবেই।ঠিক তেমনি, জীবনের কঠিন সময়গুলোও একদিন শেষ হবে — যদি তুমি ...
19/10/2025

🌅 আধার কেটে যাবে, ভোর আসবেই...

যতই রাত গভীর হোক, সূর্য তো উঠবেই।
ঠিক তেমনি, জীবনের কঠিন সময়গুলোও একদিন শেষ হবে — যদি তুমি থেমে না যাও।

কখনও মনে হবে সব শেষ...
সব দিক বন্ধ, কেউ পাশে নেই, কোনো আশা নেই।
কিন্তু মনে রেখো — তুমি এখনো লড়াইয়ে আছো মানেই, জেতার সম্ভাবনা এখনো বেঁচে আছে।

তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস —
এই তিনটাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে,
যেখানে আজকের কষ্টগুলোকে তুমি কৃতজ্ঞতার চোখে দেখবে।

💫 নিজের সর্বোচ্চটা দাও।
চেষ্টা থামিও না।
কারণ আধার যতই ঘন হোক না কেন, ভোর একদিন আসবেই। 🌅

🔥 তুমি বনাম তুমি: অন্তরের সেই অদম্য সংগ্রাম 🔥​মনে রেখো, তোমার আসল যুদ্ধটা বাইরের কারোর সাথে নয়—সেটা তোমার ভেতরের নিজের স...
18/10/2025

🔥 তুমি বনাম তুমি: অন্তরের সেই অদম্য সংগ্রাম 🔥

​মনে রেখো, তোমার আসল যুদ্ধটা বাইরের কারোর সাথে নয়—সেটা তোমার ভেতরের নিজের সাথে।
​গতকালকের নিজেকে আজ ছাপিয়ে যেতে হবে, আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। কারণ, তোমার একমাত্র প্রতিদ্বন্দ্বী আর কেউ নয়—সেটা হলো তুমি নিজেই, তোমার গতকালের সংস্করণ!
​যখনই পিছু হটতে ইচ্ছে করবে, হাল ছেড়ে দিতে মন চাইবে—তখন একটাই কথা মনে রেখো: তুমি হারছো না পৃথিবীর কাছে, তুমি হারছো তোমার নিজের ভেতরের দুর্বলতার কাছে।
​নিজেকে ভেঙেচুরে নতুন করে সাজাও, নতুন করে গড়ো।
​সাফল্য সেই দিনই তোমার কাছে ধরা দেবে, যেদিন তোমার মুখ থেকে "আমার দ্বারা হবে না" শব্দটি "আমি অবশ্যই করে দেখাবো" এই ইস্পাত-কঠিন সংকল্পে রূপান্তরিত হবে!
​শক্ত হও, কাজ করে যাও!
​ #তুমিবনামতুমি #কখনোহালছেড়োনা #নিজেকেগড়েতোলো #লক্ষ্যেস্থিরথাকো #অন্তরেরশক্তি

18/10/2025

💜💜💜

👉কাশফুল নায় পকেটে ক্যাশফুল থাকলে সারাবছর শরৎকাল মনে হবে✅
17/10/2025

👉কাশফুল নায় পকেটে ক্যাশফুল
থাকলে সারাবছর শরৎকাল মনে হবে✅

17/10/2025

🎓 Weekly Students Problem Solving Session
📅 আজ রাত ৮.০০ টায় অনুষ্ঠিত হবে!

👉 অংশ নিন আমাদের নিয়মিত সেশনে, যেখানে আপনার শেখার পথে যেকোনো প্রশ্ন বা সমস্যার সমাধান পাবেন অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে।

🔹 আয়োজন: Increase Tech Community
🔹 উদ্দেশ্য: শিক্ষার্থীদের জন্য নিয়মিত গাইডলাইন ও সাপোর্ট

💡 শেখার পথে একা নয় — আমরা আছি আপনার সঙ্গে! 💪

17/10/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ 💜💜

Address

Shikhar Pada 6292
Rajshahi
6291

Telephone

+8801798113658

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It’s Shamim:

Share