22/10/2025
Breaking! চালু হলো ChatGPT'র নিজস্ব ব্রাউজার - Atlas!
আমাদের দৈনন্দিন কাজের ধরণটা চিরদিনের জন্য বদলে যেতে চলেছে ChatGPT Atlas.
একটা কোম্পানিতে বা নিজের ওয়ার্কফ্লোতে জ্ঞান বা information ছড়িয়ে ছিটিয়ে থাকে হাজারো জায়গায়—Google Docs, Slack, ইমেইল বা ডাটাবেযে। দরকারের সময় সঠিক তথ্যটা খুঁজে বের করাটাই একটা বিরাট যুদ্ধ।
Atlas হলো আপনার কোম্পানির একটি "collective intelligence" বা সম্মিলিত মস্তিষ্ক যা সবকিছুর সমাধান করে দিবে জাস্ট কিছু প্রম্পট এর মাধ্যমে।
এটা কীভাবে কাজ করে?
Atlas আপনার কোম্পানির সমস্ত ডেটা সোর্সের সাথে নিরাপদে কানেক্ট হয়। এরপর, এটি সেই সমস্ত তথ্যের উপর একটি intelligent layer বা বুদ্ধিমত্তার স্তর তৈরি করে।
ফলাফল?
আপনি এখন আপনার কোম্পানিকে সরাসরি প্রশ্ন করতে পারবেন, ঠিক যেমনটা আপনি ChatGPT-কে করেন।
একবার ভাবুন, আপনি আপনার কোম্পানির CEO-কে যেমন প্রশ্ন করতে পারতেন, তেমনই এখন Atlas-কে জিজ্ঞেস করতে পারবেন:
- "আমাদের গত বছরে ইউরোপের বাজারে সেরা পারফর্ম করা সেলস ডিলগুলোর একটি সামারি দাও।"
- "প্রজেক্ট ফিনিক্স-এর সব মিটিংয়ের মূল সিদ্ধান্তগুলো কী কী ছিল?"
- "নতুন মার্কেটিং ক্যাম্পেইনের পারফরম্যান্স ডেটা আমাদের আগের ক্যাম্পেইনের সাথে তুলনা করে দেখাও।"
Atlas শুধু উত্তরই দেবে না, সে বলে দেবে কোন ডকুমেন্ট বা ডেটা সোর্স থেকে সে এই উত্তরটি পেয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি কোম্পানির privacy এবং permission রুলস কঠোরভাবে মেনে চলে।
অর্থাৎ, একজন ইন্টার্ন কখনোই কোম্পানির গোপন অর্থনৈতিক তথ্য অ্যাক্সেস করতে পারবে না।
এটা কেন এত বড় একটি ঘটনা?
কারণ এটা AI-এর ব্যবহারকে ব্যক্তিগত পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গেল। এতদিন AI ছিল একজন কর্মীর পার্সোনাল টুল। এখন AI হতে চলেছে একটি পুরো প্রতিষ্ঠানের central nervous system।
এটা Microsoft Copilot এবং Google-এর enterprise solution-গুলোর সাথে OpenAI-এর সরাসরি যুদ্ধ ঘোষণা। AI race এখন আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠলো।
বিস্তারিত জানতে OpenAI-এর অফিশিয়াল ঘোষণাটি পড়ুন:
https://openai.com/index/introducing-chatgpt-atlas/
এইটা জাস্ট একটা ব্রাউজার না - পুরো একটা ওয়ার্ক অটোমেশন সিস্টেম :)
©️