Mim13 On The Way

Mim13 On The Way এ এক কবিতার জীবন, যেখানে মহীনের ঘোড়াগুলোর খোঁজে আমি আজও ঘুরে বেড়াই কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে!

Poetry | Documenttary Filmmaker | Explorer
Bookish soul | Nomad | Story teller | 📸🇧🇩
Have a big dream,✨🇧🇩

টাকার প্রয়োজনে জীবনানন্দ দাশ প্রকাশকের কাছে চিঠি লিখেছিলেন,যেখানে তিনি উল্লেখ করেছেন তার চার-পাঁচশো টাকার খুব দরকার তার ...
23/09/2025

টাকার প্রয়োজনে জীবনানন্দ দাশ প্রকাশকের কাছে চিঠি লিখেছিলেন,
যেখানে তিনি উল্লেখ করেছেন তার চার-পাঁচশো টাকার খুব দরকার তার জন্য চিঠির সাথে পাঠিয়েছেন কবিতা। কবিতা পছন্দ না হলে ফিরিয়ে দিতেও বলেছেন। আহা,ভাবা যায়!

নাটোরের জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা সৃষ্টির রয়েছে চমৎকার কাহিনী। জনশ্রুতি আছে নিতান্ত দ...
23/09/2025

নাটোরের জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত কাঁচাগোল্লা,
কাঁচাগোল্লা সৃষ্টির রয়েছে চমৎকার কাহিনী। জনশ্রুতি আছে নিতান্ত দায়ে পড়েই নাকি তৈরী হয়েছিল এই মিষ্টি। নাটোর শহরের লালবাজারের মধুসূদন পালের দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান।[৪] দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল। মধুসূদন এসব চুলায় দেড় থেকে দু’মণ ছানা দিয়ে পানতোয়া, চমচম, কালো জাম প্রভৃতি মিষ্টি তৈরি করতেন। দোকানে কাজ করতেন দশ পনেরজন কর্মচারী। হঠাৎ একদিন মিষ্টির দোকানের কারিগর আসেনি। মধুসূদনের তো মাথায় হাত! এত ছানা এখন কী হবে? এই চিন্তায় তিনি অস্থির। নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জ্বাল দিয়ে নামিয়ে রাখতে বলেন। এরপর মুখে দিয়ে দেখা যায় ওই চিনিমেশানো ছানার দারুণ স্বাদ হয়েছে। নতুন মিষ্টির নাম কী রাখা হবে এ নিয়ে শুরু হয় চিন্তা ভাবনা।

যেহেতু চিনির রসে ডোবানোর পূর্বে ছানাকে কিছুই করতে হয়নি অর্থাৎ কাঁচা ছানাই চিনির রসে ঢালা হয়েছে, কিন্তু রসগোল্লার ছানাকে তেলে ভেজে চিনির রসে ডোবানো হয়। তাই তার নাম করণ হয়েছে রসগোল্লা। এটা কাঁচা ছানার রসে ডোবানো হয়েছে বলেই এর নাম দেয়া হলো কাঁচাগোল্লা। কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা, পানিতোয়া, এমনকি অবাক সন্দেশকেও হার মানিয়ে দেয়। এর রয়েছে একটি মিষ্টি কাঁচা ছানার গন্ধ যা অন্য কোন মিষ্টিতে পাওয়া যায়না।

23/09/2025

মহীনের ঘোড়াগুলি,
যে গান শুনলে শুধু ছুটে বেড়ানোর ইচ্ছে জাগে,

সাদা হাঁস হয়ে ফিরে এসে জীবনানন্দের এন্টার্কটিকা ভ্রমণ,তবে পেঙ্গুইনদের রূপের সাথে মিল রাখতে সাদা পালক আবৃত্ত গায়ে তিনি কা...
23/09/2025

সাদা হাঁস হয়ে ফিরে এসে জীবনানন্দের এন্টার্কটিকা ভ্রমণ,
তবে পেঙ্গুইনদের রূপের সাথে মিল রাখতে সাদা পালক আবৃত্ত গায়ে তিনি কালো স্যুট পরেছেন।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে আনোয়ার টিভি।

লালন মেলা,আগামী মাসে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহের আখড়ায় বসছে লালন মেলা,লালন মেলা কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়াতে অনুষ...
22/09/2025

লালন মেলা,
আগামী মাসে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহের আখড়ায় বসছে লালন মেলা,
লালন মেলা কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়াতে অনুষ্ঠিত বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলা।

21/09/2025

মাছ নিয়ে আড়তদাররা ট্রেনের ইঞ্জিনে চেপেই ঢাকার দিকে যাচ্ছে,
বিল পাশের স্টেশনে সারাদিনে একটি ঢাকাগামী ট্রেন থামে। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় ইঞ্জিনিে উঠেই মাছ নিয়ে রাজধানীর গন্তব্যে।

মাকে দেখেছি এক হাতে খুন্তি দিয়ে রান্না সামলাতে, এক হাতে কলম নিয়ে লিখতে। তাঁর লেখা বন্ধ থাকত না।- মা কুসুমকুমারী দাশ সম্প...
21/09/2025

মাকে দেখেছি এক হাতে খুন্তি দিয়ে রান্না সামলাতে, এক হাতে কলম নিয়ে লিখতে। তাঁর লেখা বন্ধ থাকত না।
- মা কুসুমকুমারী দাশ সম্পর্কে জীবনানন্দ দাশ
আজ কুসুমকুমারী দাশের জন্মদিন

রাণী ভবাণী,মহারাণী ভবাণী (১৭১৬ - ১৮০২) ইংরেজ শাসনামলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। তার পিতা আত্মারাম চৌ...
21/09/2025

রাণী ভবাণী,
মহারাণী ভবাণী (১৭১৬ - ১৮০২) ইংরেজ শাসনামলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। তার পিতা আত্মারাম চৌধুরী এবং মাতা তমাদেবী চৌধুরী রাণী ৷ দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রজারা তাকে ‘মহারাণী’ নামে আখ্যায়িত করে।
১৭৪৮ সালে ১১৫৩ বঙ্গাব্দে রাণী ভবাণীর স্বামী রামকান্ত ইহলোক ত্যাগ করার পর নবাব ‘আলীবর্দি খাঁ’ রাজা রামকান্তের স্ত্রী রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। একমাত্র কন্যা তারাকে রেখে ৩২ বছর বয়সে পরলোক গমন করেন। তখনকার দিনে জমিদার হিসাবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন, কিন্তু রাণী ভবাণী রাজশাহীর বিশাল জমিদার কার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাহ করেন।

রাণীর শেষ জীবনে তখকার নাটোর রাজ্যের অধীন ভূমির পরিমাণ ছিল ১২ হাজার বর্গ মাইলেরও অধিক। মোট ১৩৯ পরগনার ১৭৪১৯৮৭ টাকা নবাব সরকারের রাজস্ব ধার্য ছিল। ১৭৩৪ খ্রিস্টাব্দে রাজা রামকান্ত ১৮ বৎসর বয়সে স্বয়ং রাজ্যভার গ্রহণ করেন। তার সময়ে ১৬৪ পরগনা নাটোর রাজ্যের অধিকারভুক্ত হয়। একজন ইংরেজ লেখক হলওয়েল ধারণা দেন যে জমিদারী এস্টেটের বার্ষিক খাজনা ছিল প্রায় ৭ লক্ষ রুপী এবং বার্ষিক অর্জিত রাজস্ব ছিল প্রায় ১৫ লক্ষ রুপী।[১]

পরবর্তীতে রাণী ভবানী রঘুনাথ লাহরীর সাথে তারার বিয়ে দেন এবং রাণী ভবানী তার জামাতার হাতে রাজ্যভার অর্পণ করে নবাব সরকার জামাতার নামে জারি করেছিলেন। কিন্তু ১৭৮৮ খ্রিস্টাব্দে সেই প্রিয় জামাতার মৃত্যু হওয়ায় আবার তাকে রাজ্যভার গ্রহণ করতে হয় এবং একমাত্র কন্যা তারা বাল্য বিধবা হয়ে তার সাথে বাস করতেন। দত্তক পুত্র রামকৃঞ্চ রায়ের ঔদাসীন্য হলে তার সম্পত্তি নিলাম হয়ে যায়। রাণী ভবানী বিশাল জমিদারীর মালিক হয়েও সাধারণ বিধবার বেশে থাকতেন।

১৭৮৬ সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারি। তার রাজত্বকালে জমিদারী বর্তমান নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে। এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। প্রজা সাধারণের কল্যাণের জন্য রাণী ভবানী সুদীর্ঘ ৫০ বছর দক্ষতার সাথে তিনি বিশাল জমিদারী পরিচালনা করেন।

20/09/2025

বহুদিন এমন কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শোনা হয়না,
রাজশাহী কলেজের একটি নৃত্য অনুশীলনে এমন খোলা কণ্ঠে শুনেছিলাম এই গানটি।

20/09/2025

দিলপাসার বিল,
বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলনবিলের একটি অংশ দিলপাসার বিল। বর্ষার জীবন এখানে খুবই অপরূপ সৌন্দর্য আবার স্থানীয় মানুষজনের কাছে খুবই দূর্বিষহ। অথৈ পানিতে চারিদিকে ডুবে যাওয়া এই অঞ্চলের একমাত্র যাতায়াত মাধ্যম হয়ে পরে নৌকা।

20/09/2025

জীবনের চারপাশে
অন্ধকার কমেনি একটুও,
জুতোজোড়া বহুদিন পরে আছে
ঘরের এক কোণে,
এবারেও বর্ষায় আমার
ঘরে ফেরার তাড়া নেই।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim13 On The Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share