SabbiR

SabbiR আস্সালামু আলাইকুম।

আপনি চাইলেই আপনাকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন, শুধু প্রয়োজন সৃষ্টিশীল চিন্তা ভাবনা ও কঠোর পরিশ্রম।🤍

Creator- Sabbir Bin Yousuf

01/06/2025

Raining Season 🌧️😍

25/05/2025

আহ.....❤️‍🩹

22/05/2025

যে সম্পর্কটা তোর আর আমার, সেটা আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যাপার—
তুই আর আমি, শুধু গল্পের ভেতর হারিয়ে যাওয়ার কিছু মুহূর্ত।
না কোনো কাব্য, না গান, না উপন্যাসের কোনো চরিত্র।
এইটুকুই—তুই আর আমি, পাশাপাশি বসে, নিঃশব্দে কথা বলা।
এটা প্রেমের গল্প না, রোম্যান্স না—
এটা হলো আমাদের সাদামাটা, অথচ সবচেয়ে আপন বন্ধুত্ব।

আমি তোকে জানি, তোর স্বপ্নগুলো জানি,
তোর ব্যর্থতা জানি, চোখের কষ্ট জানি।
তুই যখন ভেঙে পড়িস, তখন আমি চুপ করে পাশে থাকি—
কারণ আমি জানি, তুই শব্দে নয়, নিরবতায় ভরসা রাখিস।

তুই হাসলে আমি হাঁসি,
তুই কাঁদলে আমার বুকটা ভেঙে যায়।
এই যে আমাদের বন্ধন—
এটা যেন শব্দের বাইরে কোনো মায়া।

তুই পাশে থাকলেই জীবনটা একটু বেশি সহনীয় মনে হয়।

— তোকে নিয়েই আমার সবচেয়ে নরম অনুভব।

🖋️ SabbiR

আমি কেমন আছি, তা প্রশ্ন করো না আর,চোখ দু’টোই তো বলে দেয়—বুকে কতটা ভার।হাসির মুখোশ পরে ঘুরি, যেন কিছু হয়নি,আড়ালে চোখ ভিজে...
15/05/2025

আমি কেমন আছি, তা প্রশ্ন করো না আর,
চোখ দু’টোই তো বলে দেয়—বুকে কতটা ভার।

হাসির মুখোশ পরে ঘুরি, যেন কিছু হয়নি,
আড়ালে চোখ ভিজে ওঠে, তুমি তো কিছুই জাননি।

শুধু একবার তাকাও চোখে, খুঁজে নাও সব ব্যথা,
ভালো আছি বললেও বুঝে নিও—মিছে কথা। 💔❤️‍🩹

🖋️ SabbiR

14/05/2025

মানুষ যখন ভাবে — এই তো, এবার তাকে পেয়েই গেলাম,
যার ছোঁয়ায় জীবনটা হঠাৎ করে গান হয়ে উঠেছিল, ঠিক তখনই কেউ একজন কেটে দেয় সেই সম্পর্কের শেষ সুতোটা, চোখের সামনে ধ্বসে পড়ে সমস্ত স্বপ্নের ঘর, আর আমরা বোকার মতো দাঁড়িয়ে থাকি।

আপনজনেরা কখনো বিদায় নেয় না বলে ভাবি, কিন্তু তাদের টাই সবচেয়ে কঠিন উত্তর হয়ে দাঁড়ায়।

শেষ পর্যন্ত শুধু কিছু প্রশ্ন থেকে যায় —
"কোথায় গেল সে?"
"ভুলটা কি আমারই ছিল?"
"ভালোবাসা কি সত্যিই এত নড়বড়ে?"

তবুও মন বোকা,
তবুও মনে হয় — যদি একদিন ফিরে আসে,
আমি আবার সব ভুলে তাকে আঁকড়ে ধরব…
কারণ কেউ কেউ হারিয়ে গেলেও,
মন থেকে কখনোই চলে যায় না…....😐🙂
SabbiR

10/05/2025

ইন শা আল্লাহ। আমরা ইতিহাসের সেরা বিজয় উদযাপন করতে চাই বাংলাদেশে। ❤️

10/05/2025

Hasnat Abdullah on fire

আওয়ামিলিগকে নিষিদ্ধ করার দাবীতে শাহবাগে জনতার ঢল।

10/05/2025

তরতাজা বাংলাদেশঃ

🔲 আজ দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এয়ারপোর্টে গিয়ে আবদুল হামিদকে খুঁজে।

🔲 সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৯ মাস অপেক্ষা করেছেন তাকে বর্তমান সরকার কিছু বলে কিনা ? বাসায় থাকতে থাকতে বেচারা বোরিং ফিল করছিল তাই তিনি ব‍্যাংকক গেছেন।

🔲 স‍্যার আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, কিছু মানুষ তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

🔲 ঐদিকে সারজিস, হাসনাতরা আন্দোলনে বিএনপি’র অপেক্ষা করে ফেসবুকে স্ট‍্যাটাস দিয়েছেন।

🔲 আন্দোলন যমুনার সামনে থেকে শাহবাগে স্থানান্তর করা হয়েছে।

🔲 কাল যখন যমুনার সামনে আন্দোলন চলে, ছাত্রদের আরেকটি নতুন দল তখন কেন্দ্রীয় শহিদ মিনারে আত্মপ্রকাশ করেছে।

🔲 সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ. লীগকে নিষিদ্ধ করা। আর নুরুল হক নুর বলেছেন নাহিদ ৭ মাস উপদেষ্টা থাকা অবস্থায় কি করেছেন।

🔲 এদিকে সিগারেটের দাম বাড়ানোর জন্য তরুন চিকিৎসকরা দাবি জানিয়েছেন।

🔲 আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে গিয়ে মোবাইল হারালেন নুরুল হক নুর।

🔲 যমুনার সামনে সমাবেশ দেখে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

🔲 স‍্যার আসিফ নজরুল বলেছেন, গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে।

🔲 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার মালিক বিএনপি না।

🔲 পদ্মার এক ইলিশ বিক্রি হয়েছে সাড় ৭ হাজার টাকায়।

🔲 বিএনপির রিজভী সাহেব বলেছেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপন করছে।

🔲 স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কারও গাফিলতি আছে কিনা তদন্ত চলছে।

🔲 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন।

🔲 স‍্যার আসিফ নজরুলের এক ছাত্র বাকী অভিযোগ করেছেন, সে নাকি কালকে আসিফ নজরুল স‍্যারের এক পোস্টে কড়া কমেন্ট করেছে তাই স্যার তাকে ব্লক করে দিয়েছেন।

🔲 ঐদিকে পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় স্বামীর টুনটুনি কাইট্টা দিছে স্ত্রী।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when SabbiR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SabbiR:

Share