AAMIR Life Style

AAMIR Life Style আমার এই পেইজ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি,, যারা আমাকে ভালোবাসেন এবং এই পেইজটিকে সাপোর্ট করবেন।

আপনি দূরত্ব চাইলেন,আর,,আমি দূর থেকে আপনাকে চাইলাম!!!
10/09/2023

আপনি দূরত্ব চাইলেন,
আর,,
আমি দূর থেকে আপনাকে চাইলাম!!!

কোন মানুষকেই ভুলে যাওয়া যায়না।প্রতিটি মানুষই বেঁচে থাকে, কারো না কারো হৃদয়ে।।কেউ বন্ধু হয়ে, কেউ প্রিয় মানুষ হয়ে,,আবার কে...
19/08/2023

কোন মানুষকেই ভুলে যাওয়া যায়না।
প্রতিটি মানুষই বেঁচে থাকে, কারো না কারো হৃদয়ে।।
কেউ বন্ধু হয়ে, কেউ প্রিয় মানুষ হয়ে,,আবার কেউ শত্রু হয়ে।
কেউ আবার কবিতার পাতায়, কেউ বা নিঃসঙ্গতায়---

Long distance  Relationship এ সবচেয়ে বেশি যে কথাটা বলা হয়, বা সবচেয়ে বেশি যে প্রশ্ন টি করা হয়।তা হলো "আমাদের দেখা হবে কব...
05/05/2023

Long distance Relationship এ সবচেয়ে বেশি যে কথাটা বলা হয়, বা সবচেয়ে বেশি যে প্রশ্ন টি করা হয়।
তা হলো "আমাদের দেখা হবে কবে"?'❤️

আমি তোমায় না দেখি, তুমি আমার না হও।আমি যত দূরে যাই চলে, তুমি কাছে রও।আমি স্বপ্ন তোমায় দেখি, ঘুমিয়ে যখন রই।স্মৃতিতে এসো ত...
02/05/2023

আমি তোমায় না দেখি, তুমি আমার না হও।
আমি যত দূরে যাই চলে, তুমি কাছে রও।

আমি স্বপ্ন তোমায় দেখি, ঘুমিয়ে যখন রই।
স্মৃতিতে এসো তুমি, যদি দিশেহারা হই।

একাঁ হয়ে যাই আমি, স্বপ্ন স্মৃতি ছাড়া।
তুমি ছাড়া মনে হয়, আমি তো আমি নই।।

যে আমার সে শুধুই আমার।আমার এখান থেকে...যদি সে ১% অন্যকারো হয়।।তাহলে বাকি ৯৯% আমার দরকার নেই।।।
23/04/2023

যে আমার সে শুধুই আমার।
আমার এখান থেকে...
যদি সে ১% অন্যকারো হয়।।
তাহলে বাকি ৯৯% আমার দরকার নেই।।।

16/04/2023

একা ছিলাম, ছিলাম ভালো,,
ছিলো না তো জ্বালা।।।
তোমার সাথে প্রেম করিয়া,
অন্তর হইলো কালা!!!

কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে।সত্য বলে কাঁদানো অনেক ভালো। 🥀.....😢.....🥀
10/04/2023

কাউকে মিথ্যা বলে
খুশি করার চেয়ে।
সত্য বলে কাঁদানো
অনেক ভালো।
🥀.....😢.....🥀

08/04/2023

সে চেয়েছিলো, তাই আমি তাকে দিয়েছিলাম।
আমি তার কাছে চাই নি।
তবুও সে আমাকে Block করে দিয়েছে।

কারণ, সে একজন উদার মনের মানুষ।।।

জীবনে,ফ্রি সময় বলতে কোন সময় নেই।।সময় মানেই স্বল্পতা,,নীড়ে ফেরার ব্যস্ততা।।।
06/04/2023

জীবনে,
ফ্রি সময় বলতে কোন সময় নেই।।
সময় মানেই স্বল্পতা,,নীড়ে ফেরার ব্যস্ততা।।।

আপনি যাকে অনেক ভালোবাসেন। সে যদি আপনাকে অবহেলা করে। তাহলে, আপনি তাকে মুক্ত করে দিন।যদি সে কোনোদিন ফিরে আসে,তাহলে সে একান...
15/03/2023

আপনি যাকে অনেক ভালোবাসেন।
সে যদি আপনাকে অবহেলা করে।
তাহলে, আপনি তাকে মুক্ত করে দিন।

যদি সে কোনোদিন ফিরে আসে,
তাহলে সে একান্তই আপনার।

যদি সে ফিরে না আসে, তাহলে সে অন্য করো।।।

কী এক অদ্ভুত বয়স পাড় করছি! এই সময়ে কেউ বিয়ে করছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে,, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা ...
03/03/2023

কী এক অদ্ভুত বয়স পাড় করছি!

এই সময়ে কেউ বিয়ে করছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে,, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে। আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে।।।

কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে৷ যাকে ছোট থেকেই উশৃংখল মনে হত সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে ৷

আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হত, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো তারা অনেকের ভীরে হারিয়ে যাচ্ছে ৷

আবার যাকে স্কুল বা মাদ্রাসার লাইফে কোন দামই দিতেন না৷ সে এখন খুব ভালো পজিশনে আছে ৷ অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে ৷

খুব আজব এক সময় তাইনা এই ১৮-২৮ বছর!!!

এতো কিছুর পরেও সফলতা নিয়ে আসাই জীবন ।।।

সম্পর্ক রক্তের বাঁধনে নয়!অনুভূতির বাঁধনে তৈরি হয়।।যেখানে অনুভূতির বন্ধন থাকে,,সেখানে পর ও আপন হয়।।। 💞
26/02/2023

সম্পর্ক রক্তের বাঁধনে নয়!
অনুভূতির বাঁধনে তৈরি হয়।।
যেখানে অনুভূতির বন্ধন থাকে,,
সেখানে পর ও আপন হয়।।। 💞

Address

Shahzadpur, Sirajgonj
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when AAMIR Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AAMIR Life Style:

Share