AR Rouf Creation

AR Rouf Creation I am very lucky,because i'm a Muslim

ALHAMDULILLAH

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্"

30/03/2025

রামাযান প্রসঙ্গ......
ইফতার------
রাসূলুল্লাহ (ছা:) বলেন সূর্যাস্তের সাথে সাথে ছায়েম তথা,ছিয়াম পালনকারী ব্যক্তি ইফতার করবে।
বুখারী হা/১৯৫৪
অথচ এই বাংলাদেশে সূর্যাস্তের তিন মিনিট পরে ইফতার করতে হবে বলে বিজ্ঞ আলেমগ মতবাদ দিয়ে এসেছে যুগের পর যুগ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করো কারণ ইহুদি নাসারারা তোমাদের মত ছিয়াম পালন করে এবং সূর্যাস্তের পরে তারা ইফতার করে তাদের থেকে বিরত থাকার জন্যই সূর্যাস্তের সাথে সাথে তোমরা ছিয়াম ভঙ্গ করো।
আলহামদুলিল্লাহ,
এই বছর থেকে ধর্ম উপদেষ্টা তিন মিনিট ভেঙ্গে দিয়ে সূর্যাস্তের সাথে সাথে সারা দেশে একযোগে ইফতার পালন করার জন্য প্রতিটা ইসলামিক বোর্ডে সময় নির্ধারণ করা হয়েছে।
মাঝখানে তিন মিনিট আগের বিজ্ঞ আলেমগণ কোথায় রাখত এটা প্রশ্ন।

সাহারী প্রসঙ্গ.......
সাহারীর আযান দেওয়া সুন্নত রাসূলুল্লাহ (ছা:) এর যামানায় তাহাজ্জুদ ও সাহারীর আযান বেলাল (রা:) দিতেন এবং ফজরের আযান অন্ধ ছাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূম (রা:) দিতেন।তাই রাসূলুল্লাহ (ছা:) বলেন বেলাল রাত্রি থাকতে আযান দিলে তোমরা সাহারীর জন্য খানাপিনা কর,যতক্ষণ না ইবনে উম্মে মাকতূম আযান দেয়।কেননা সে ফজর না হওয়া পর্যন্ত আযান দেয় না।
(মুত্তাফাক্ব 'আলাইহ, মিশকাত হা/৬৮০, দেরিতে আযান অনুচ্ছেদ 6; নয়ল ২/১২০)

তিনি আরো বলেন,বেলালের আযান যেন তোমাদেরকে সাহারী খাওয়া থেকে বিরত না করে। কেননা সে রাত্রি থাকতে আযান দেয় এজন্য যে, যেন তোমাদের তাহাজ্জুদ গোযার মুছল্লীগণ (সাহারীর জন্য) ফিরে আসে ও তোমাদের ঘুমন্ত ব্যক্তিগণ (তাহাজ্জুদ বা সাহারীর জন্য ) জেগে ওঠে।
(মুসলিম মিশকাত হাদিস হা/৬৮১ কুতুবে সিত্তাহ্ র সকল গ্রন্থ তিরমিযী ব্যতীত, নায়ল ২/১১৭-১৮)

এটা কেবল রামাযান মাসের জন্য ছিল না।বরং অন্য সময়ের জন্যও ছিল। কেননা রাসুলুল্লাহ (ছা:) এর যামানায় অধিক সংখ্যক ছাহাবী নফল ছিয়াম রাখতেন।
(মির'আত ২/৩৮২, হা/৬৮৫ এর আলোচনা দ্রষ্টব্য)

আজও রামাযান মাসের সকল মসজিদে এবং অন্য মাসে যদি কোন মসজিদের অধিসংখ্যক প্রতিবেশী নফল ছিয়াম যেমন,আশূরার দু'টি ছিয়াম, আরাফাহ্ র একটি ছিয়াম, শাওয়ালের ছয়টি ছিয়াম ও তাহাজ্জুদে অভ্যস্ত হন, তাহলে ওই মসজিদে নিয়মিত ভাবে উক্ত আযান দেয়া যেতে পারে। যেমন মক্কা ও মদীনায় দুই হারামে সারা বছর দেয়া হয়ে থাকে।

সুরুজী প্রমুখ কিছু সংখ্যক হানাফী বিদ্বান রাসুলুল্লাহ (ছা:) এর যামানার উক্ত আযানকে সাহারীর জন্য লোকজনকে আহ্বান ও সরবে যিকর বলে দাবি করেছেন।
সহীহ্ বুখারীর সর্বশেষ ভাষ্যকার হাফেয ইবনু হাজার আসক্বালানী বলেন, এ দাবী 'মারদূদ' বা প্রত্যাখ্যাত।
কেননা লোকেরা ঘুম জাগানোর নামে আজকাল যা করে, তা সম্পূর্ণরূপে 'বিদ'আত' যা ধর্মের নামে নতুন সৃষ্টি।
উক্ত আযান এর অর্থ সকলেই আযান বুঝেছেন।যদি ওটা আজান না হয়ে অন্য কিছু হ'ত, তাহ'লে লোকদের ধোঁকায় পড়ার প্রশ্নই উঠতো না।
আর রাসূলুল্লাহ (ছা:)- কেউ সাবধান করার দরকার পড়তো না।
(ফাতহুল বারী শরহ ছহীহ্ বুখারী 'ফজরের পূর্বে আযান' অনুচ্ছেদ ২/১২৩-২৪)

উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে,সাহারীর জন্য আযান একজন মোয়াজ্জিন দিবে এবং ফজরের সালাতের জন্য আজান আর একজন মোয়াজ্জিন দিবে এটাই ছহীহ্।

বাংলাদেশ এর এর ব্যতিক্রম বিদ'আত অনেক জায়গায় রয়েছে সুতরাং আমাদেরকে এই বিদ'আত থেকে বেরিয়ে আসতে হবে।
উক্ত বর্ণনায় আরো প্রমাণিত হয় যে ফজরের সাথে সাথে সালাতের জন্য আযান দিলে ছিয়াম পালনকারী ব্যক্তি সাহারী খাওয়া বাকি থাকলে তা পরিপূর্ণ করবে।

এই বাংলাদেশে ফজরের সালাতের ৩-৫ মিনিট আগে সাহারী খাওয়া সম্পূর্ণ করে নিতে হবে এবং এর পরে ফজরের আযান হবে বিভ্রান্তিকর রেওয়াজটি অতি বিলম্বের বন্ধ করতে হবে।
ইনশাল্লাহ ইফতারের যেভাবে নিয়ম পরিবর্তন হয়েছে সাহারী এই নিয়মটাও পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ।

আসুন পবিত্র,
কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।

27/02/2025

মেজর জসিম আমার দেশকে বলেন,

ঢাকার নিউমার্কেট-সংলগ্ন পিলখানা গেটে ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সকাল ১০টা ২০ মিনিটে ৬০ সদস্যের সেনাদল নিয়ে প্রথম পৌঁছাই। কিন্তু আমাদের ঢুকতে বাধা দেওয়া হয়। উপর থেকে নির্দেশ আসে। নিরাপদ দূরত্বে থাকতে হবে, ফায়ার ওপেন করা যাবে না।

জাতির কাছে প্রশ্ন— তাহলে কার অনুমতিতে ব্রিগেডিয়ার হাকিম এবং বর্তমান সেনাপ্রধান সেখানে উপস্থিত ছিলেন? স্পষ্টতই বোঝা যাচ্ছে, এই গণহ ত্যার সঙ্গে আওয়ামী লীগ, ব্রিগেডিয়ার হাকিম ও ওয়াকার জড়িত।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মেজর জসিম জানান, যখন তিনি পিলখানার ভেতর লা শ উদ্ধার করছিলেন, তখন হঠাৎ একটি সিভিলিয়ান গাড়ি প্রবেশের চেষ্টা করে। সেনাবাহিনী তখন কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছিল না। পরে মেজর জসিম জানতে পারেন, ওই ব্যক্তি নিজেকে নতুন ডিজি মঈনুল ইসলাম বলে পরিচয় দেন— সাবেক মেয়র আতিকের ভাই।

গত ২৪ ডিসেম্বর তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়। তার দেশত্যাগে সহায়তা করেছিল ওয়াকার। প্রশ্ন হলো, এত দ্রুত মঈনুল ইসলাম ডিজি হলেন কীভাবে? তাকে নিয়োগ দিল কে? জেনারেল শাকিলের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে নতুন ডিজি ঘোষণা— স্পষ্টতই এটি পূর্বপরিকল্পিত ছিল।

অথচ আজও মঈনুল গ্রেফতার হয়নি। ৬০০ দেশদ্রোহীকে পালানোর সুযোগ করে দিয়েছে ওয়াকার। এখন ওয়াকারের সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে— সে (র)-এর এজেন্ট।

এতোদিন চুপ ছিলাম। কিন্তু আজ ওয়াকার ‘মাননীয় প্রধান উপদেষ্টা’ না বলে ‘ড. ইউনূস’ বলে সম্বোধন করেছে। একজন সিভিলিয়ান রাষ্ট্রপ্রধানকে এইভাবে সম্বোধন করতে পারেন, কারণ জনগণের ট্যাক্সেই সরকার চলে। কিন্তু ওয়াকার কীভাবে তাকে ‘ড. ইউনূস’ বলে সম্বোধন করল?
C..

09/10/2023

হে আল্লাহ তুমি হামাস যোদ্ধাদের ওপর গায়েবি শক্তি দান করো এবং বিশ্বের সকল মুসলিমদের প্রথম কিবলা পবিত্র "আল-আকসা" মুক্ত করে দাও।

27/09/2023

বাংলাদেশ ক্রিকেট কি ধ্বংসের পথে অগ্রসর হচ্ছে।

যে মানুষটা তিল তিল করে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্ব কাপের মঞ্চে নিয়ে আসলো আজ তারই জায়গা নাই বাংলাদেশ ক্রিকেট দলে।

ইনজুরি তো কি হয়েছে ?
স্কোয়াডে তো রাখা যেতেই পারতো।

ক্রিকেট থেকে তো অবসর নিয়েই নিয়েছিল।প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবার ব্যাক,এখন তাকে স্কোয়াডে রাখা হয়নি।
প্রধানমন্ত্রীর কি কোনো পদক্ষেপ নিব!

কথায় আছে,
পুরান চাল 'ভাতে বাড়ে'

এই দল মাঠে যখন নামবে তখনই বোঝা যাবে ওপেনিং এর অবস্থান।

03/09/2023



.....
আচ্ছা বাংলাদেশ কাদের কে নিয়ে খেলতে গেছে।
তামিম নাই,ঐ কি সত্যিই ইন্জুরি।
লিটন!
রিয়াদের কথা তো বাদ ঐ দিলাম।

09/10/2022
Mohanpur.  Rajshahi         Highway
05/09/2022

Mohanpur.
Rajshahi
Highway

05/08/2022

স্যালুট।
সেই সকল রেমিট্যান্স যোদ্ধাদের।
যখন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দায় পড়েছে,আমার সোনার বাংলাদেশও ঐ একই অবস্থার মধ্যে দিয়ে চলিতেছে।
আর এরই মধ্যে দিয়ে গত জুলাই মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এর টাকা বাংলাদেশে এসেছে।
যা আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখেছে।
এই রেমিট্যান্স না আসলে আমাদের এই সোনার বাংলাদেশ হয়তো চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পরে যেত।

কিন্তু আমরা বাঙালি ভুলে যায় সবকিছুই।যারা নিজের জীবনের সকল কিছু ত্যাগ করে নিজের দেশ ছেড়ে বাইরের দেশে গিয়ে রয়েছে এবং আমাদের এই বাংলাদেশ কে অর্থনৈতিক মন্দার হাত থেকে বাঁচানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করছে,সেই রেমিট্যান্স যোদ্ধাদের কি আমরা পাপ্য সম্মানটুকু দিতে পেরেছি।
হয়তো পারি নাই।

সকল রেমিট্যান্স যোদ্ধাদের কাছে আকুল অনুরোধ আপনারা রেমিট্যান্স এর টাকা হুন্ডি বা অন্য কোনো চ্যানেল এর মাধ্যমে না পাঠিয়ে সরকারি নির্দিষ্ট চ্যানেল এর মাধ্যমে পাঠান।

আমার ও আপনার সোনার এই বাংলাদেশের অর্থনীতি সচল রাখুন।

বারনই নদী।মোহোনপুর, রাজশাহী।
22/06/2022

বারনই নদী।
মোহোনপুর, রাজশাহী।

16/06/2022

তোমার সাহস কি করে হয় হে মানব,আমার নবীকে নিয়ে কটু কথা বলতে।তুমি কি জানো হে,তৎকালীন আরব বিশ্বে তথা সারা বিশ্বের কাফিররা(আবু জাহেল,আবু লাহাব অন্যান্য) এর মত বড় কাফিররা আমার নবী কে নিয়ে কটু কথা বলতে পারেনি।
অথচ বলতে পেরেছে (আল-আমিন) উপাধি,তে ভূষিত করতে পেরেছে।
তোমার সাহস কি করে হয় আমার নবী কে নিয়ে কটু কথা বলার।ধিক্কার জানাই তোমায়।

ভারতের (বেজিপি) সরকারের নেতা আমার নবী (রাসূল) কে নিয়ে কটু কথা বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Address

Rajshahi
6203

Telephone

+8801318185932

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Rouf Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Rouf Creation:

Share