Atif Arman Ontor

Atif Arman Ontor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Atif Arman Ontor, Rajshahi.

02/06/2025

কবরস্থান শেষ গন্তব্য!!
অথচ কত মানুষ অপেক্ষা করে,সেই মানুষটার অপেক্ষায় যে কিনা কোনোদিন ফিরে আসা তো দূরে থাক।আপনার দিকে ঘুরেও তাকাবে না।
আপনিই হয়তোবা তারই অপেক্ষায় বইসা আছেন। যারে আপনি কোনোদিনও পাইবেন না।
ভিতর টা দুমড়েমুচড়ে গেলেও,একবার জিজ্ঞেস করবে না।আপনার দুঃখ মুছতেও আসবে না।
অথচ সেই মানুষটার জন্য আপনি অনেকটা উত্তেজিত হয়ে নিজের ক্ষতি করে বসেছেন।
বরং আপনার উচিত ছিল অপেক্ষা করা!!
অথচ কত মানুষ অপেক্ষা করে,সেই মানুষটার অপেক্ষায় যে কিনা কোনোদিন ফিরে আসা তো দূরে থাক। আপনার দিকে ঘুরেও তাকাবে না।
Line- On Tor
Repost request - Mate coffee

02/06/2025

অভিশপ্ত ঘুম টা আসলে ঘুমাইয়া পড়মু ❤️‍🩹

01/06/2025

তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে আমি যখন ট্রেন স্টেশনে বসে ফিরে যাচ্ছিলাম।দূর থেকে মনে হলো কেউ আমাকে মধুসুর ধরে ডাকছে,আমি ফিরে তাকিয়ে খেয়াল করলাম;একটা মেয়ে আমার দিকে না আমার পাশের একটা ছেলের দিকে চেয়ে বলছে,আমাকে এবারের মতো ক্ষমা করে দাও।তবে ছেলেটা নিঃসংকোচে মেয়ে~টা~কে দূরে ঠেলে দিয়ে বললো আমি এইরকম সম্পর্ক চাই না।
যেই সম্পর্কে কিনা “একজন আরেকজনকে বোঝে না”

আমি তখন উপলব্ধি করতে পারছিলাম;তুমিও তো এমনটা আমার সাথে করেছিলে,তবে তুমি যদি আমার কাছে একবার ক্ষমা চাইতে বা বলতে;
“আমরা কি নতুন করে সবকিছু শুরু করতে পারি না?”
কিন্তু তুমি আমাকে অবহেলার এমন এক পর্যায়ে নিয়ে গেছো,সেখান থেকে কিনা আমাকে নিজে বের হয়ে চলে আসতে হয়েছে।আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এমন দূরে গিয়ে থাকবো যেখানে কিনা তোমার অস্তিত্ব পর্যন্ত খুঁজে না পাওয়া যায়।সেখানে শুধু থাকবে বহির্গত মানুষের আবির্ভাব,যারা কিনা আমাকে চিনবে কিন্তু পরিচিতি বাড়িয়ে তোমার মতো আবার দূরে সরিয়ে দিবে না,তাদের হৃদয় টা তোমার মতো শক্ত পাথরের ন্যায় হবে না।
আসল কথা হচ্ছে “তারা আমাকে গুরুত্ব দিয়ে বুঝবে!!”
যেটা কোনোদিনই আমার প্রতি তোমার আসেনি,এখনো আমি বলবো আমি এমন মানুষ থেকে দূরে সরে যেতে চাচ্ছি,যে কিনা আমার গুরুত্ব বুঝেও আমাকে অত্যন্ত অবহেলার সহিত দূরে ঠেলে দিয়েছে।যে মানুষ~টা~কে আমি সবথেকে বেশি বিশ্বাস করতাম,সবথেকে বেশি ভরসা করতাম, যাকে নিজের করে পাওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও যেতে দি নি,সেই কিনা আমাকে আজ অর্থহীন ভেবে ঠকিয়ে দিলো।
আমি নির্লজ্জ,বেহায়া;তোমার মায়া মুখখানা দেখে ঘাবড়ে গেছিলাম,কিন্তু নিজের দুঃখ আর ক্ষতিটা উপলব্ধি করার পর আর তোমার দিকে ফিরে তাকাইনি।অবশ্য আমার ক্ষতি টা যে স্বল্প তা না।যতটুকু দুঃখ পেয়ে আমি তোমার থেকে দূরে সরে গেলাম,ততটুকু দুঃখ একটা সাধারণ মানুষকে সাধারণ ভাবে দিলেও সে আত্মহত্যা করার চেষ্টা করে মরে যেতো।
পাথরের ন্যায় শক্ত আবরণকৃত হৃদয় তোমার,তুমি কেমনে জানবা,কেমনে বুঝবা ভালোবাসা কাকে বলে?
সবকিছুর পরেও তুমি আমার নামে যে বদনাম টা ছড়িয়ে দিয়েছো,সেটা মুখ বুজে সহ্য করতে পেরেছি এটাই অনেক।
তোমার মিথ্যা ভালোবাসা পেয়ে আমি যে পাপটুকু আমার জীবনে নিয়ে নিয়েছি, সেটার প্রায়শ্চিত্ত করতে যেয়ে আমার এই জীবন পার হয়ে যাবে,তবুও পাপের প্রায়শ্চিত্ত করতে আমি অন্তত পারবো না।তোমার ভালোবাসার প্রতিদান দিতে যেয়ে আমি কত দুঃখ কষ্ট বেদনা সহ্য করলাম,তবুও তোমাকে কখনো নিজের করে পাবো না এটা কখনো কল্পনা করি নাই।আমি এখন আর বলতে পারবো না!!
“আমি তোমাকে ভালোবাসি”
কারণ তোমার আর আমার মিলনের আগেই যে আমাদের ভালোবাসা ছেড়ে গেছে,সেটা আমি এতদিনে বুঝে নিয়েছি;
শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে অনেক টা সময় লেগে গেলো;তবে নিজেকে প্রতিক্ষণ এটাই সামলানা দেই যে, তোমাকে নিজের করে পেলে হয়তো আমার দুঃখ থাকতো না,আবার অন্যদিকে তোমার দুঃখ সহ্য করতে পারার ক্ষমতা আমি এখন রাখি।তুমি আমাকে কিংবা আমি তোমাকে ছেড়ে যাই নি,বরং ভালোবাসা আমাদের ছেড়ে গেছে।বুঝতে সময় লাগলেও অভিজ্ঞতা কি হয়েছে জানো?আমি ভালোবাসবো না আর কাউকে!আর নিজের আপন মানুষ করাটা তো দূরের কথা।আমি “তোমার আমার বিচ্ছেদ এর কথাই তো শেষ করতে পারলাম না,তাহলে ভালোবাসার কথা বলতে গেলে তো এই জীবনে হাহাকার লেগে যাবে।
কথা শেষ আর কিছু নাই!!বলার থাকলেও বলার দরকার মনে করছি না!!☺️❤️‍🩹
Repost By Mate coffee
© Video edit - Atif Arman Ontor

01/06/2025

আজকাল বৃষ্টির অপেক্ষায় বইসা থাকি,তোমার অপেক্ষা করতে করতে তো এই অর্ধেক জনম পার হইয়া গেছে।তবুও দেখো,আমি শুধুই অপেক্ষা করি।এখন অবশ্য সাধারণত অপেক্ষা করাটা আমার খুবই বিরক্ত লাগে,তবে তোমার জন্য অপেক্ষা করাটা আমার খুবই ভালো লাগে।
বৃষ্টির অপেক্ষায় আমি বইসা থাকি,তোমার অপেক্ষা করতে করতে তো এই অর্ধেক জনম পার হইয়া গেছে।
আমি অপেক্ষায় থাকমু' তোমার ইচ্ছায়;
আমি অপেক্ষায় থাকমু' তোমার করুণায়;
আমি অপেক্ষায় থাকমু' তোমার মনের;
যতক্ষণ না তোমার ইচ্ছা, করুণা কিংবা মন হচ্ছে আমি ততক্ষন তোমারে কিছু কইতে পারুম না;
Repost By Mate coffee
Video- Cloudly,DM

30/05/2025

তোমার সাথে কথা বলি না আজ ৫৯০ দিন হইছে!!💔

30/05/2025

তোমাকে বোঝাতে পারিনা...❤️‍🩹

29/05/2025

তোমার চলে যাওয়া 🕊️
তোমার চলে যাওয়ার পর আমার চোখে অশ্রু এসেছিলো,ক্ষণিকের জন্য!! তোমার যাওয়া টা আমার কাছে আজও আবছা মনে হয়,শুধু মনে হয় তুমি আমার হলে কি এমন ক্ষতি হতো?তোমার ভালোবাসা তো আমি যত্নেই রেখেছিলাম,এখনো রেখেছি!!কিন্তু তুমি আজ আমার ভালোবাসার উপেক্ষা করে চলে গিয়েছো অনেক দূরে;
সেই দূরের পথ আমি পারি দিতে পারবো না জেনেই তুমি চলে গেছো!
শেষ দেখা হওয়ার সময় বুঝে উঠতে পারলে; হয়তো তোমার দেয়া সবকিছুই আমি অসম্ভব সুন্দর করে সাজিয়ে রাখতাম,কিন্তু তুমি না জানিয়েই চলে যাবে তা তো ভাবতে পারিনি। তুমি আজ শুধুই কল্পনায় থাকো;
তোমাকে কবর দেয়ার পর এই কবরে আরও ৩ জনকে কবর দেয়া হয়েছে তবুও তো তোমার কবর ভেবে আমি তোমার জন্য তোমার পছন্দের সাদা গোলাপ ফুল নিয়ে আসি প্রতি শুক্রবারে!!
তুমিই তো পছন্দ করো বলে কতকিছু আপন করেছি,
অথচ তুমি আমাকে একলা করে চলে গেলে ওই আকাশে;
মাঝে মাঝে তোমার নিঃসঙ্গতা আমাকে ভিষনভাবে কাদায়,
কিন্তু কাউকে বলবো এই উপলব্ধি টা আর হয়না।
আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো,তুমি আমার পাশে এসে বলবে, কাদঁছো কেনো?আমি আছি তো তোমার পাশে সবসময়।
কথায়- Atif Arman Ontor

29/05/2025

তোমার সাথে কথা বলা শেষ হওয়ার পর তোমাকে যখন ছবি দিতে বললাম না।তখনই কিছু জিনিষ খেয়াল করলাম, তুমি ছবি দিলে তোমার দিকে তাকাতেই আটকে গেলাম। উষ্কখুষ্ক চুল সাথে ঘুম ঘুম চোখ খাওনি এখনো তাই খুদা লেগেছে কিন্তু আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় ছিলে। বাসায় বকবে সেই জন্য কথা বলার সময় তাড়াহুড়া করছিলে। ছবিতে তোমার ওই মিষ্টি হাসির মায়া,তোমার রাগ ভর্তি চেহারা তোমার চোখের মায়া তোমার জেদমাখা মুখের অভিমানী কৃত চেহারা সব মিলিয়ে তুমি আমার পরিপূর্ণ মায়াবতী বউ:) 🕊️

29/05/2025

তুমি আমার হলে মন্দ ছিল না ❤️‍🩹
সেদিন তোমার সামনে তোমাকে যখন রাগ দেখালাম তারপর তুমি আমাকে জড়িয়ে ধরলে না আমার কাছে মনে হচ্ছিল খুব সুখী একজন মানুষ আমি যে তোমাকে পেয়েছি। আমি একবার বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি আমার এতো কাছে তবুও তোমাকে জড়িয়ে ধরার ক্ষমতা হচ্ছিল না। কিন্তু হঠাৎ তোমাকে জড়িয়ে ধরার পর একরকম স্বস্তি পেলাম মনে হলো তুমি তো আমারই আপন মানুষ। তখনও আমি বুঝতে পারিনি এটা তোমার ভালোবাসা না ক্ষণিকের ভালোলাগা শুধুমাত্র। কত মানুষ দেখলাম তবুও তোমার চোখের দিকে তাকিয়ে একটুও বুঝতে পারলাম না। আসলে মায়াবী চোখ দেখে কি করে বুঝবো ততক্ষণে তো আমি চিন্তায় পড়ে গেছি,আমার প্রিয় মানুষ আমার কাছে। বিশ্বাস ভাঙবে বুঝিনি, কিন্তু এইভাবে আমার প্রথমে মনে হয়নি কিন্তু তোমার অবহেলা টা আমার চোখ টা নিচু করে দিয়েছে।
তুমি কিভাবে পারলে,আমার সাথে এমন টা করতে যেদিন ভেবেছিলাম তুমি আমাকে সামনাসামনি এক চোখ দেখার জন্য ছটফট করছিলে,সত্যি আমি জানতাম না তুমি এইভাবে তখন কার কথা ভুলে যাবে, সত্যি আমি জানতাম না তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি জানলে তোমাকে জীবনেও ভালবাসতাম না, তোমাকে কি করে ভুলে যাবো বলো ''আমি তোমাকে ভালোবাসি''। তোমার সাথে এতো কথা এতো মজা এতো হাসাহাসি সবকিছুই বৃথা। আমি জানতাম না তুমি আমাকে ভালোবাসো না,শুধু মুহূর্ত টা কে সুন্দর করার জন্য আমাকে এইসব বলেছিলে।ভেবেছিলাম এইবার অন্তত একটা মানুষ পেয়েছি,যে আমাকে আগলে রাখবে। জানতাম না তুমিও সবার মতোই স্বার্থপর। তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, আজ তুমি আমাকে সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে দিলে। তুমি এমনটা আমার সাথে কিভাবে করতে পারলে।
কথায় - Atif Arman Ontor

29/05/2025

নিজের জীবনে ভুল মানুষের আনাগোনা চোঁখে পড়লেও সাবধান হওয়া যায় না।কারণ তাদের কারণেই আমার মানুষ চিনতে সুবিধা হচ্ছে।সবাইকে বাদ দিয়ে তো আর জীবন চলে না।আবার সবাইকে নিজের আপন মানুষ কষ্ট দিয়ে গেছে এটা ভেবেও দুঃখ পাওয়া টা আমার মনে হয় বোকামি।এই বোকামি মানুষ তো আর এমনি এমনি করে না!আবেগবশত কারণেই সম্ভবত হয় আর কি!!মূল কথা হলো,তোমার জীবনে তুমিই নিজে (Important)🤍

Address

Rajshahi

Telephone

+8801704298921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atif Arman Ontor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atif Arman Ontor:

Share