01/06/2025
তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে আমি যখন ট্রেন স্টেশনে বসে ফিরে যাচ্ছিলাম।দূর থেকে মনে হলো কেউ আমাকে মধুসুর ধরে ডাকছে,আমি ফিরে তাকিয়ে খেয়াল করলাম;একটা মেয়ে আমার দিকে না আমার পাশের একটা ছেলের দিকে চেয়ে বলছে,আমাকে এবারের মতো ক্ষমা করে দাও।তবে ছেলেটা নিঃসংকোচে মেয়ে~টা~কে দূরে ঠেলে দিয়ে বললো আমি এইরকম সম্পর্ক চাই না।
যেই সম্পর্কে কিনা “একজন আরেকজনকে বোঝে না”
আমি তখন উপলব্ধি করতে পারছিলাম;তুমিও তো এমনটা আমার সাথে করেছিলে,তবে তুমি যদি আমার কাছে একবার ক্ষমা চাইতে বা বলতে;
“আমরা কি নতুন করে সবকিছু শুরু করতে পারি না?”
কিন্তু তুমি আমাকে অবহেলার এমন এক পর্যায়ে নিয়ে গেছো,সেখান থেকে কিনা আমাকে নিজে বের হয়ে চলে আসতে হয়েছে।আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এমন দূরে গিয়ে থাকবো যেখানে কিনা তোমার অস্তিত্ব পর্যন্ত খুঁজে না পাওয়া যায়।সেখানে শুধু থাকবে বহির্গত মানুষের আবির্ভাব,যারা কিনা আমাকে চিনবে কিন্তু পরিচিতি বাড়িয়ে তোমার মতো আবার দূরে সরিয়ে দিবে না,তাদের হৃদয় টা তোমার মতো শক্ত পাথরের ন্যায় হবে না।
আসল কথা হচ্ছে “তারা আমাকে গুরুত্ব দিয়ে বুঝবে!!”
যেটা কোনোদিনই আমার প্রতি তোমার আসেনি,এখনো আমি বলবো আমি এমন মানুষ থেকে দূরে সরে যেতে চাচ্ছি,যে কিনা আমার গুরুত্ব বুঝেও আমাকে অত্যন্ত অবহেলার সহিত দূরে ঠেলে দিয়েছে।যে মানুষ~টা~কে আমি সবথেকে বেশি বিশ্বাস করতাম,সবথেকে বেশি ভরসা করতাম, যাকে নিজের করে পাওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও যেতে দি নি,সেই কিনা আমাকে আজ অর্থহীন ভেবে ঠকিয়ে দিলো।
আমি নির্লজ্জ,বেহায়া;তোমার মায়া মুখখানা দেখে ঘাবড়ে গেছিলাম,কিন্তু নিজের দুঃখ আর ক্ষতিটা উপলব্ধি করার পর আর তোমার দিকে ফিরে তাকাইনি।অবশ্য আমার ক্ষতি টা যে স্বল্প তা না।যতটুকু দুঃখ পেয়ে আমি তোমার থেকে দূরে সরে গেলাম,ততটুকু দুঃখ একটা সাধারণ মানুষকে সাধারণ ভাবে দিলেও সে আত্মহত্যা করার চেষ্টা করে মরে যেতো।
পাথরের ন্যায় শক্ত আবরণকৃত হৃদয় তোমার,তুমি কেমনে জানবা,কেমনে বুঝবা ভালোবাসা কাকে বলে?
সবকিছুর পরেও তুমি আমার নামে যে বদনাম টা ছড়িয়ে দিয়েছো,সেটা মুখ বুজে সহ্য করতে পেরেছি এটাই অনেক।
তোমার মিথ্যা ভালোবাসা পেয়ে আমি যে পাপটুকু আমার জীবনে নিয়ে নিয়েছি, সেটার প্রায়শ্চিত্ত করতে যেয়ে আমার এই জীবন পার হয়ে যাবে,তবুও পাপের প্রায়শ্চিত্ত করতে আমি অন্তত পারবো না।তোমার ভালোবাসার প্রতিদান দিতে যেয়ে আমি কত দুঃখ কষ্ট বেদনা সহ্য করলাম,তবুও তোমাকে কখনো নিজের করে পাবো না এটা কখনো কল্পনা করি নাই।আমি এখন আর বলতে পারবো না!!
“আমি তোমাকে ভালোবাসি”
কারণ তোমার আর আমার মিলনের আগেই যে আমাদের ভালোবাসা ছেড়ে গেছে,সেটা আমি এতদিনে বুঝে নিয়েছি;
শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে অনেক টা সময় লেগে গেলো;তবে নিজেকে প্রতিক্ষণ এটাই সামলানা দেই যে, তোমাকে নিজের করে পেলে হয়তো আমার দুঃখ থাকতো না,আবার অন্যদিকে তোমার দুঃখ সহ্য করতে পারার ক্ষমতা আমি এখন রাখি।তুমি আমাকে কিংবা আমি তোমাকে ছেড়ে যাই নি,বরং ভালোবাসা আমাদের ছেড়ে গেছে।বুঝতে সময় লাগলেও অভিজ্ঞতা কি হয়েছে জানো?আমি ভালোবাসবো না আর কাউকে!আর নিজের আপন মানুষ করাটা তো দূরের কথা।আমি “তোমার আমার বিচ্ছেদ এর কথাই তো শেষ করতে পারলাম না,তাহলে ভালোবাসার কথা বলতে গেলে তো এই জীবনে হাহাকার লেগে যাবে।
কথা শেষ আর কিছু নাই!!বলার থাকলেও বলার দরকার মনে করছি না!!☺️❤️🩹
Repost By Mate coffee
© Video edit - Atif Arman Ontor