
24/05/2025
গতকাল রাতে একটা স্বপ দেখলাম যে অফিসে থেকে বাসায় ফিরছি এমন সময় রাস্তায় দেখি অনেক বড় বড় কাঠগোলাপ এর ডাল পড়ে আছে। তখনই রিকশা থামিয়ে রিকশায় সব ডাল গুলো উঠাতে শুরু করি আর রিকশওয়ালা আমার ডাল কুড়ানো দেখে হতবাক হয়ে গিয়েছে 😂😂😂 সারাদিন এদের নিয়ে ভাবি তাই স্বপ্নেও ডাল পাই কাঠগোলাপ এর 😁😁😁