05/12/2023
আখিরাতমুখীতার ক্ষেত্রে মানুষ তিন দলে বিভক্ত
ইয়াহইয়া ইবনে মু‘আয আর রাযী রাহিমাহুল্লাহ বলেন,
এক) এমন ব্যক্তি, যাকে তার প্রত্যাবর্তন তথা আখিরাত তার জীবন যাপন ও দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটি ‘আস সালেহীন’ তথা সৎকর্মশীলদের স্তর।
দুই) এমন ব্যক্তি, যার জীবন-জীবিকা, ব্যস্ততা আখিরাতের উদ্দেশ্যে পরিচালিত করতে পেরেছে। এটি ‘আল ফায়েযীন’ তথা পুরষ্কার প্রাপ্তদের স্তর।
তিন) এমন ব্যক্তি, যার জীবন যাপনের ব্যস্ততা তাকে আখিরাত থেকে পরিপূর্ণ বিমুখ করে দিয়েছে। এটি ‘আল হালেকীন’ তথা ধ্বংসপ্রাপ্তদের স্তর।
[ফাসলুল খিত্বাব ফিয যুহদি ওয়ার রক্বাইক্বি ওয়াল আদাব- ৬৭]