Al wadud

Al wadud আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে
জাগরণ সবুজ পাখির অন্তরে।

05/12/2023

আখিরাতমুখীতার ক্ষেত্রে মানুষ তিন দলে বিভক্ত

ইয়াহইয়া ইবনে মু‘আয আর রাযী রাহিমাহুল্লাহ বলেন,

এক) এমন ব্যক্তি, যাকে তার প্রত্যাবর্তন তথা আখিরাত তার জীবন যাপন ও দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটি ‘আস সালেহীন’ তথা সৎকর্মশীলদের স্তর।

দুই) এমন ব্যক্তি, যার জীবন-জীবিকা, ব্যস্ততা আখিরাতের উদ্দেশ্যে পরিচালিত করতে পেরেছে। এটি ‘আল ফায়েযীন’ তথা পুরষ্কার প্রাপ্তদের স্তর।

তিন) এমন ব্যক্তি, যার জীবন যাপনের ব্যস্ততা তাকে আখিরাত থেকে পরিপূর্ণ বিমুখ করে দিয়েছে। এটি ‘আল হালেকীন’ তথা ধ্বংসপ্রাপ্তদের স্তর।

[ফাসলুল খিত্বাব ফিয যুহদি ওয়ার রক্বাইক্বি ওয়াল আদাব- ৬৭]

09/10/2023
বাংলাদেশ ক্রিকেট টিমে সদ্য অভিষেক হওয়া তানজিম সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে সমস্ত সেক্যু - হি'ন্দু শক্তি তার পিছনে লেগেছে৷ ত...
17/09/2023

বাংলাদেশ ক্রিকেট টিমে সদ্য অভিষেক হওয়া তানজিম সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে সমস্ত সেক্যু - হি'ন্দু শক্তি তার পিছনে লেগেছে৷ তাকে টেরো*রিস্ট,তালে*বান বলে ট্যাগ দিচ্ছে৷

আমি আপনাদের বলি। তানজিম সাকিবের খেলার সাথে আমাদের সম্পর্ক নেই।
কিন্তু তার যে আইডোলজি তা আমাদের ঐতিহ্য। আমরা সবাই এই মূহুর্তে তার পাশে দাড়াই।

অলরেডি কালের কণ্ঠ পত্রিকা তার বিরুদ্ধে লিখালিখি শুরু করছে৷
যা হোক। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সেক্যুদের বিরুদ্ধে দাড়াই।

16/09/2023

আমার অবস্থান বলে দিলাম আমার প্রিয় ছোট ভাই
এর কথার সাথে সহমত পোষণ করে...!! জাজাকাল্লাহ খাইরান প্রিয় ভাই আল্লাহ পাক রব্বুল আলামীন তোমাকে হিফাজত করুক তাগুতের জুলুম থেকে এবং হকের উপরে অটল থাকার তাওফিক দান করুক।

বেশি বেশি শেয়ার করে আপনাদের
ও অবস্থান জানিয়ে দিন।

16/09/2023

বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি মুসলিম ছাত্রীদের ওপর লাঠিচার্জের পর আজকের পরিস্থিতি বর্ণনা করছেন এক কাশ্মীরি ছাত্রী!

আজ পুলিশ নিজেই রাস্তা অবরোধ করে ছাত্রীদের মানহানি করতে চেয়েছে!

16/09/2023

যদি বাংলাদেশকে আবার স্বাধীন না করা হয় তাহলে সামনের পাঁচ বছরে বাংলার জমিনে একটাও হক আলেম এবং ভালো মানুষ স্বাধীন ভাবে চলতে পারবেনা হয় তারা জেলে থাকবে আর না হয় কবরে।

16/09/2023

আজ বাংলাদেশ টাকে ধ্বংস করে দিয়েছে ভারতের দালাল শেখ হাসিনা। যদি বাকিটুকু রক্ষা করতে চান তাহলে এইবার ওই সুযোগ আছে আপনাদের কাছে হে মুসলিম যুবকেরা তোমরা এই মুরতাদ কে মুসলিমদের শাষণক্ষমতা রাখো না।

16/09/2023

আওয়ামী লীগ হচ্ছে একটা মুরতাদ দল যারা ইসলামের শত্রু, জাতির শত্রু,মানবতার শত্রু। আর তাদের কে শেফটি দেওয়ার জন্য রয়েছে, লাঠিয়াল বাহিনী,ছাত্র লীগ,যুব লীগ আর কিছু দালাল মিডিয়া।

16/09/2023

শেখ হাসিনা মুরতাদকে যে বা যারা তাঁর সকল কার্যকলাপ দেখে, শুনে,মেনে নিয়ে তাঁকে সমর্থন করবে তারাও মুরতাদ এটা আমার কোনো সন্দেহ নেয়, যাদের আছে তারা আবার ঈমান নবায়ন করেন।

Address

Bholahat, Chapainawabganj
Rajshahi
600

Alerts

Be the first to know and let us send you an email when Al wadud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al wadud:

Share