Tamim for Humanity

Tamim for Humanity Helping Hands, Healing Hearts

15/08/2025

আজকে ভারতের স্বাধীনতা দিবস!
আর বাংলাদেশের শোক দিবস 😑

অন্তরে জ্বালা 😫

15/08/2025

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!"

(-সূরা ইউসুফ-১১০)

জিবন 🥲🤲
10/08/2025

জিবন 🥲🤲

জীবন কতো আনপ্রেডিক্টেবল! ভদ্রলোক ওমান থেকে ফিরলেন, তাকে আনার জন্য এয়ারপোর্টে গেলো ফ্যামিলির মানুষজন। রাতে সবাই খুশি মনেই...
06/08/2025

জীবন কতো আনপ্রেডিক্টেবল! ভদ্রলোক ওমান থেকে ফিরলেন, তাকে আনার জন্য এয়ারপোর্টে গেলো ফ্যামিলির মানুষজন। রাতে সবাই খুশি মনেই ফিরতেছিলো বাড়িতে।

গাড়ির ড্রাইভার এর 'ঘুমের' কারনে গাড়ি দুর্ঘটনায় পড়লো। সাথে সাথেই ফ্যামিলির ৭ জন দুনিয়া থেকে বিদায় নিলো!

কাল রাতেই সবাই কতো হাসিখুশি ছিলো। গাড়ি তে উঠেও সবাই নিশ্চিত হাসিখুশি ই ছিলো।

সেখান থেকেই সব শেষ!!

নোয়াখালী বেগমগঞ্জ এর ঘটনা।

05/08/2025

এই দিনে একজনের অভাব খুব ফিল করি 😑

03/08/2025

ছাত্রলীগের দাবি, আন্দোলনকারীরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়—ওরা সবাই শিবির!

আ. কাদেরের দাবি, ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা গুপ্ত শিবিরই শিক্ষার্থীদের উপর হামলা করেছে!

তাহলে আ. কাদের ও ছাত্রলীগের সম্মিলিত দাবি অনুযায়ী, শিবিরই শিবিরের উপর হামলা করেছে!

এদিকে, আ. কাদেরকে ছাত্রলীগ ধন্যবাদ জানিয়েছে তাদের অফিসিয়াল পেজ থেকে।

আ. কাদের আবার সাবেক শিবির! বিএনপি-অ্যাক্টিভিস্টদের মতে, শিবির থেকে কেউ চলে গেলেও সে গুপ্ত শিবির হয়ে কাজ করে। সে হিসেবে, আ. কাদের গুপ্ত শিবির।

অন্যদিকে, আ. কাদেরের মতে, ছাত্রলীগকে কন্ট্রোল করে শিবির। সে হিসেবে, ছাত্রলীগের অফিসিয়াল পেজ কন্ট্রোল করে শিবির।

সুতরাং, বলা যায়—শিবিরই শিবিরকে ধন্যবাদ জানিয়েছে!

সব গেঞ্জাম লাগিয়া যাইতেছে!

এই দিনে দিন না। আরো দিন সামনে আছে।কোনো একদিন এই দিন আমাকেও পালন করতে হবে 😑
01/08/2025

এই দিনে দিন না। আরো দিন সামনে আছে।
কোনো একদিন এই দিন আমাকেও পালন করতে হবে 😑

এই আপুটি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছে 🐸
30/07/2025

এই আপুটি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছে 🐸

বাংলাদেশ পাগল 😑
30/07/2025

বাংলাদেশ পাগল 😑

29/07/2025

মানুষ কতটা খারাপ, হলে এমন কাজ করতে পারে। বিগত কিছু দিন ধরে কালো জাদুর শীকার। 😌🥲☺️

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্ন...
22/07/2025

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।
এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভুর দিকে তাকিয়ে থাকা ছাড়া।
হে আল্লাহ, তুমি ফিরে দাও তাঁর সান্ত্বনা, তুমি জানো সবকিছু.!'😭

আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে 🇧🇩। আমরা নিশ্চিত যে, উল্লেখিত দেশের শত্রুরা বর্তমানে ষড়য...
21/07/2025

আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে 🇧🇩। আমরা নিশ্চিত যে, উল্লেখিত দেশের শত্রুরা বর্তমানে ষড়যন্ত্র করছে। হোটেল এবং হাসপাতালগুলিই প্রধান লক্ষ্য!

বুঝতেছিনা কিছু দেশে কি হচ্ছে

বিশেষ দ্রষ্টব্য :- আজ যে বিমান দুর্ঘটনা হয়েছে তা এই পেইজে গতকালকেই পোস্ট করা হয়েছিল

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamim for Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category