Tamim for Humanity

Tamim for Humanity Helping Hands, Healing Hearts

26/12/2025

চেটে নয়, খেটে খাও 🐸

25/12/2025

Merry Christmas 🎄
কে বিশ্বাস করা শিরক

আমরা এটা যতটা সম্ভব এড়িয়ে চলবো,,,, ইনশাআল্লাহ

সিয়াম নামের এই ছেলেটা মগবাজারে একটা দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো, হোটেল থেকে নাস্তা নেয়ার জন্য এসেছিলো মগবাজার ফ্লাই...
25/12/2025

সিয়াম নামের এই ছেলেটা মগবাজারে একটা দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো, হোটেল থেকে নাস্তা নেয়ার জন্য এসেছিলো মগবাজার ফ্লাইওভারের নিচে। উপর থেকে হঠাৎ বো'মা এসে পড়ে সোজা মাথার ওপর, মুহুর্তেই মগজ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় রাস্তায়!

এমন একটা দেশে বসবাস করতেছি যেখানে জীবনের নূন্যতম নিরাপত্তা'টুকুও নাই। রাস্তাঘাটে বের হওয়ার আগে বাড়ি থেকে বিদায় নিয়ে বের হওয়ার মতো অবস্থা। কখন কে গু'লি করে চলে যায় অথবা বো'মা মেরে চলে যায় অথবা কখন মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে, কখন নির্মাণাধীন ভবন থেকে ইট এসে মাথায় পড়ে কোনো গ্যারান্টি নাই। জীবনের তো গ্যারান্টি নাই'ই বিচারেরও গ্যারান্টি নাই। বিরল এক অসুখ হয়েছে আমার স্বদেশের!

এই সব মানা যায় না দেড় বছর চলে গেল এখনো যদি আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে কেমনে চলবে লোকজন।
22/12/2025

এই সব মানা যায় না
দেড় বছর চলে গেল এখনো যদি আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে কেমনে চলবে লোকজন।

বিশ্বাস ঘাতক সব সময় আপন লোকরাই হয়🫡
21/12/2025

বিশ্বাস ঘাতক সব সময় আপন লোকরাই হয়🫡

Instant 2Gb Mb Code:- *212*312 #Robi Sim থাকলে 2 জিবি নিয়ে নেন.
20/12/2025

Instant 2Gb Mb

Code:- *212*312 #

Robi Sim থাকলে 2 জিবি নিয়ে নেন.

" হে আল্লাহ তায়ালা আপনি আমাদের শহিদ হাদি ভাইকে দুনিয়ায় যেমন সম্মানিত দেখিয়েছেন জান্নাতেও থাকে সম্মানিত করুন আমিন 🤲
20/12/2025

" হে আল্লাহ তায়ালা আপনি আমাদের শহিদ হাদি ভাইকে দুনিয়ায় যেমন সম্মানিত দেখিয়েছেন জান্নাতেও থাকে সম্মানিত করুন আমিন 🤲

"সীমান্ত বাঁচাইতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ" -  শহীদ ওসমান হাদী ( রহ:)সবাই সবার জন্য দোয়া কইরেন
20/12/2025

"সীমান্ত বাঁচাইতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ" - শহীদ ওসমান হাদী ( রহ:)

সবাই সবার জন্য দোয়া কইরেন

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপ্রতিটা মৃত্যুই দুঃখজনক, পরিবার বুঝে সজন হারানোর যন্ত্রণা ❤️মা-বাবা হারায় ছেলে- বউ...
18/12/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

প্রতিটা মৃত্যুই দুঃখজনক, পরিবার বুঝে সজন হারানোর যন্ত্রণা ❤️মা-বাবা হারায় ছেলে- বউ বাচ্চা হারায় তাদের বেঁচে থাকার শেষ ছায়াটুকু, আল্লাহ আমাদের দেশের মানুষদের বুজার তোফিক দান করুন❤️

আজকে আপনী কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবেন আর কালকে আপনার মৃত্যুতে অন্যরা বলবে, আল্লাহর কাছে একটা সুন্দর মৃত্যু চাই এটাই চাওয়া ❤️

16/12/2025

Happy Victory day ❤️

পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে...
11/12/2025

পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে বের করা হয়। উদ্ধারের পর শিশুটিকে অচেতন অবস্থায় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

03/12/2025

"হে দুর্বল মনের অধিকারী!

তুমি কোথায় আর রাস্তা কোথায়?

এ রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম।
এর জন্যই কেঁদেছেন নূহ।
আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহীম।
যবাই হওয়ার জন্য শুয়েছেন ইসমাঈল।
স্বল্প মূল্যে বিক্রীত হয়েছেন ইউসুফ, থেকেছেন কারাগারে।
করাতে টুকরো টুকরো হয়েছেন যাকারিয়া।
যবাই হয়ে গেছেন চরিত্রবান ইয়াহইয়া।
কষ্ট সহ্য করেছেন আইয়ূব।
অনেক কান্না করেছেন দাউদ।
নানা প্রকার কষ্ট ও দারিদ্র্য সহ্য করেছেন মুহাম্মাদ ﷻ।

আর এদিকে তুমি খেল-তামাশায় মেতে আছো..!"

~ইবনুল কাইয়্যিম (রহ.)
সুত্র: [আল-ফাওয়াইদ, পৃ: ৫৪]

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamim for Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share