Sifatullah Abir

Sifatullah Abir Hello welcome to my page

03/05/2025

শাপলা গণহত্যার বিচারের দাবিতে বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বিচার দাবিতে আগামী ৫ মে ২০২৫, সোমবার সারাদেশের সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করেছে।

এই কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির দেশবাসী ও মানবাধিকার সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যাতে ৫ মে’র রাতে সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।

ছাত্রশিবির মনে করে, এই হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় নিষ্ঠুরতার এক জঘন্য দৃষ্টান্ত, যা এখনও বিচারহীনতার গ্লানিময় নজির হয়ে আছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদদের স্মরণ এবং জাতিকে সচেতন করতেই এই মানবপ্রাচীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারিখ: ৫ মে ২০২৫
স্থান: সকল বিভাগীয় শহর
সময়: স্থানীয় শাখা অনুযায়ী নির্ধারিত সময়।

06/04/2025

"ফিলিস্তিনের প্রতিটি কণ্ঠ যে পৃথিবীজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, তা অটুট থাকবে। আমরা যে অবিচল ও সাহসী, আমাদের অধিকার ফিরে পাওয়ার দিন আসবে।"
মনে রাখবেন!
ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া। কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।

#ফ্রি প্যালেস্টাইন #জাস্টিস

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা  বার্ষি...
16/02/2025

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُ
বাংলাদেশ ইসলামী
ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু'দিন ব্যাপী প্রকাশনা উৎসব '২৫ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

সম্মানিত ভাই আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারী সকাল ৮.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পযর্ন্ত মিরপুর পাবলিক স্কুলের সামনে পল্লবী থানার উদ্যোগে দুদিন ব্যাপী প্রকাশনা উৎসব '২৫ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

উক্ত প্রকাশনা উৎসবে আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি । আপনার উপস্থিতি প্রকাশনা উৎসবকে সাফল্যমন্ডিত করবে ইনশাআল্লাহ। তাই উক্ত প্রকাশনা উৎসবে আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।

মা 'আসসালাম
মোঃ মাহমুদুল হাসান
সভাপতি
পল্লবী থানা
বাংলাদেশ ইসলামী ছাএশিবির

13/02/2025

তোমরা যিনার ধারে কাছেও যেয়ো না।
12/02/2025

তোমরা যিনার ধারে কাছেও যেয়ো না।

➡️ বিপিএলের সেরা ম্যাচ মনে হয় এইটাই মামুর বেটারা ঘিরে লিচে দুর্বল নয় আসলেই দুর্বার🔥
26/01/2025

➡️ বিপিএলের সেরা ম্যাচ মনে হয় এইটাই
মামুর বেটারা ঘিরে লিচে
দুর্বল নয় আসলেই দুর্বার🔥

26/01/2025

ইউনূস চাচা'' দেশ এতো
সাজানো কেন ?
আর আপা কোথায় 💔🥹

Address

Godagari
Rajshahi
6620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sifatullah Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share